গ্রামীণফোন এর নতুন ফাঁদ!!! (আনলিমিটেড নাইট ইন্টারনেট প্যাকেজ মাত্র ১১ টাকায়)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবাইকে আমার সালাম জানাই। আশা করি আপনারা ভালো আছেন।

ভাই কি আর বলুম! জিপি তো আমাদের দিন দিন ঠকিয়ে যাচ্ছে

দুই দিন আগে শুনলাম জিপি নাকি ১১টাকায় নাইট আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছে জার মেয়াদ থাকবে ৩০দিন!

শুনেই তো আমি একতা লাফ দিয়েছিলাম! ভাগ্যিস ফান টা একটু উপরে ছিলো, না হয় আমার মুণ্ডু টা গেঁতো!

পরে টেকটিউনস এবং ফেসবুক ঘাঁটাঘাঁটি করে দেখলাম সবাই এই বিষয়ে আলোচনা করছে!

সবাই বলছে ১১টাকায় ১মাস নাইট আনলিমিটেড নেট ব্যবহার করুণ। অ্যাক্টিভ করতে ডায়াল করুণ *৫০০*৩#

তারপর তো আমি আনন্দের সঙ্গে আমার ২টা জিপি সিম এ ৫০ টাকা করে রিচার্জ করলাম এই ভেবে জ্বে গেলে জাক ১০০টাকা, বেটা হারামিড়ফোন এইবার তোরে ইচ্ছা মতো বাঁশ দিমু!

তারপর ২টা সিম এই একটিভ করে নিলাম এই লুলু প্যাকেজ!

ভুলেই তো গেছিলাম এটা আবার রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলবে। খালি ঘড়ি দেখছিলাম কখন রাত ১২টা বাজবে আর কখন জিপি মামু কে বাঁশ দিমু!

একটা সময় ১২টা বাজলো ঠিকই কিন্তু জা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ____ ভাই!

ভাবতেও পারিনি যে এইবার ও জিপি আমাকে বাঁশ দিবে।

কিসের আনলিমিটেড নেট? আর কিসের ১এম্বি পি এস স্পিড!

নেট ইউজ করলে আমার আগের এমবি থেকেই কাটছে

তারপর তো সিকান্দার বক্স এর মতো আমারো আবেগ এ কানতে ইচ্ছা করতাছিল! ঐ ফোইন্নিরফোন? কতো কি ভেবে রেখেছিলাম যে ওইটার পর ওইটা ডাউনলোড করুম!

অফার দেওয়ার নাম এ হাতিয়ে নিচ্ছে আমাদের কষ্টের টাকা!

আবার কাষ্টমার কেয়ার এ ফোন করলে নারী কণ্ঠে বলে উঠে সরি স্যার, আমাদের এরকম কনো অফার নেই।

আর কতো দিন এভাবে চলবে?

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যা আমি রাত 1টার সময় চালাইতাছি তাতেও আমার এমবি কেটে শেষ 120 এমবি ছিল

Level New

Hmmm 🙁

Level 0

dur mia ami ekhon calaitechi
amar 1gb er upre ses
speed 400 500 er moto dey
kharap ki ?
valo koira dekho

Level 0

toder karone offer gula bondo hoy
beta paltu na buija custmer care call des ken

কিহহহ !! বলেন কি মশাই !!

Level New

Ajib! Fb r sobai bolche je eta choltesenea. R apni vai bolchen je apni use korte parchen?@happy

Level 1

আমার তো ভালোই চলতেছে। কোন সমস্যা ছাড়াই 🙂

জিপিতে নাইট আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করলে সিমে এমবি রাখবেন না। যদি এমবি রাখেন তাহলে এমবিটা আগে খরচ হবে।

আপ্নারে বলা হয়েছে সিমে ১২টাকা রিচার্জ করতে। আর আপনি রিচার্জ করলেন ৫০ টাকা। 😮 আমি নিজের খেয়ে গ্রামীন ফোনের মহিশ তাড়াতে গেলে মহিশ তো গুতা দিবেই। আমি ঠিকই রাত ১২.১০ মি. থেকে গ্রামীনরে আক্কাওয়ালা বাশ দিতাছি। ল্যাপিতে তো চলছেই সাথে ওয়াই-ফাই জোন বানিয়ে মোবাইল ও চালাচ্ছি।

আমারো কোনো সমস্যা হয় নাই । ভালোই তো চলতেছে ।

Level 2

আমিও চালাইতেছি, না বুঝে মদন এর মত টিউন করে বসলেন? আগে ঐ টিউন টা ভাল করে পড়ে দেখেন।

নাইট আনলিমিটেড প্যক চালানোর সময় সিমে মেগাবাইট রাখলে সেটাই আগে কাটে এটা হয়তো আপনি জানেন না।

আমার পিসি রাত ১২টার আগে থেকেই চালু ছিল। কিন্তু ১২টার পরে ট্রাই করলাম, আমার একাউন্ট থেকে টাকা কাটতেছিল।রাত ১টার পরে ট্রাই করলাম তারপরেও একাউন্ট থেকে টাকা কাটতেছিল।তারপর পিসি রিস্টার্ট দেওয়ার পরে একাউন্ট থেকে টাকা কাটা বন্ধ হল এবং অবশেষে নেট চালাতে পারলাম।

আমি মনের সুখে বাশ দিতে গিয়া নিজে বাশ খাইচি ১৩০ টাকা। পরে অনেক কষ্টে ওদের কেয়ার এ কথা বললে বলে যে, তাদের একটু সমস্যা হয়েচে। ভোর ৫ টার পর ঠিক হবে। বাশ খাবার পর আজ বাশ দিচ্ছি।

2g te valo vabei choltacha

great offer

আমিও ঠিকঠাক মত বাঁশ দিচ্ছি, আম আজ থেকেই শুরু করলাম আহা আহা কি দারুন স্পিড মনে করলাম আরামে পেইন্ডিং থকা সব ডাউনলোড দিমু আর দুই জিবি শেষ হলে পোর্টএবল প্রক্সি আছে। কিন্তু ভাই দুক্ষের বিষয় হল দুই জিবি পর্যন্ত ধুমছে ডাউনলোড দিলাম, তারপর মেগা শেষ হওয়ার পর স্পিড কমে গেল আমিও পোর্টএবল পোক্সি টা ওপেন করলাম দেখি স্পিডের একই অবস্থ।

কোন সমাধান থাকলে বলেন

আমি চাচ্ছি সারাদিন অথবা 12-10 পযন্ত যেন 50 জিবি ডাউনলোড দিলেও ফেয়ার ইউজেস পলিসি না হয়

সবই মাইনা নিমু কিন্তু ইউজেস পলিসি মাইনা নিমুনা

আমিও ঠিকঠাক মত বাঁশ দিচ্ছি, আম আজ থেকেই শুরু করলাম আহা আহা কি দারুন স্পিড মনে করলাম আরামে পেইন্ডিং থকা সব ডাউনলোড দিমু আর দুই জিবি শেষ হলে পোর্টএবল প্রক্সি আছে। কিন্তু ভাই দুক্ষের বিষয় হল দুই জিবি পর্যন্ত ধুমছে ডাউনলোড দিলাম, তারপর মেগা শেষ হওয়ার পর স্পিড কমে গেল আমিও পোর্টএবল পোক্সি টা ওপেন করলাম দেখি স্পিডের একই অবস্থ।

কোন সমাধান থাকলে বলেন

আমি চাচ্ছি সারাদিন অথবা 12am-10pm পযন্ত যেন 50 জিবি ডাউনলোড দিলেও ফেয়ার ইউজেস পলিসি না হয়

সবই মাইনা নিমু কিন্তু ইউজেস পলিসি মাইনা নিমুনা

আমারো তো দিব্ব্যি চলে !! কোনো সমস্যাই নাই

আমারো চলছে ধুমছে !! কিন্তু বার বার ডিস্কানেক্টড হয়ে যায় কেন 🙁

আমিতো বুঝতে পারছিনা কিভাবে জিপি বাশ খাচ্ছে 🙁
রাতে এন্টেনা সেল ফাকা থাকে ফলে ওদের নেটওয়ার্কে এক্সট্রা চাপ থাকেনা।
আর এভারেজ ওদের কেনা ব্যান্ডউইথের দামের চেয়ে অনেক বেসি টাকা নেয়।

আর সারারাত জাগিয়ে রেখে জিপিতো ইউজারদের ঘুমেরও কম বাশ দিচ্ছেনা 😛
যাহোক ক্যারি অন টু গিভ ব্যাম্বো টু জিপি

Everything is ok.I think ur is not bondho pakage.At first u change ur pakage than try is.

আমার কোনও সমস্যা হচ্ছে না । স্পীড চরম পাচ্ছি

আমার গেছে ১০০ টাকা।। এখন আবার ডাউনলোড করতে বসলাম… এখন আবার দওলয়াদ হচ্ছে

boss meyed 1din na 30din

ভাই, এ সমস্যার সমাধানের জন্য রাত বারোটার পর মোবাইল একবার রিস্টার্ট(Restart) দিয়ে নিবেন। আমার কিনতু রাত বারটা থেকে ঠিকই আনলিমিটেড চলছে।

Level New

আমার তো চলছে ! সেইরাম স্পিড ।

আমার কোনো সমস্যা হয় নাই ।
ভালোই তো চলতেছে ।

আমি এখন পর্যন্ত কোন টাকা লোড করি নাই এবং এই অফার টাও এক্টিভ করি নাই। But কাল থেকেই আমি PP দিয়ে টোটাল 5.31 GB Use করে ফেলেছি।
তবে রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত 1MBPS স্পিড পাই। এর পর স্পিড UPDOWN করে।
তবে সকাল ১০টার পর নেট Disconect করলে আর চলে না।

কথায় আছে না অল্প বিদ্যা ভয়ংকর। বুঝবে কম লাফাবে বেশি আর বাঁশ কিনে এনে জায়গা মতো ধুকাবে। লাগলে দোষ দিবে বাঁশের। আগে বুজেন,বিষয়টা নিয়ে জানেন। কোন ফ্রি নেট এর টিপস পেলেই আমরা বাঁশ হাতে নিয়া দৌড়াই। একবার জিপি, একবার বাংলালিংক। কিন্তু তারা কি এতটাই বোকা যে ফ্রি চালাইতে দিবে সারাজীবন? আরে ভাই তারা এমন ফাঁদ পেতে রাখছে যেইখান থেকে আমরা চাইলেও বের হয়ে আসতে পারি না। এখন নাকি ৫ কোটি গ্রাহক তাদের। তারা প্রতিনিয়ত এই ৫ কোটি গ্রাহকে বাঁশ দিয়েই যাচ্ছে আর আপনি ২দিন ধরে ফ্রি নেট চালাতে পেরেই বাঁশ হাতে নিয়ে দৌড়া দিলেন! ইচ্ছা সবারি করে বাঁশ দেওয়ার কিন্তু সম্ভব হয় না। কেননা আমরা শুধুমাত্র নামে স্বাধীন। তারা যাই করবে আমাদের মেনে নিতে হবে।
তবে যারা যারা বাঁশ দিতে গিয়ে বাঁশ খাইছেন তাদের জন্য আমার পক্ষ থেকে হয় মেগাবাইট কিনে চালানো শেখেন আর নয়তো ০.ফেসবুক চালাই। এইটাই ফ্রি।

    @আকাশ মাহমুদ: আপনার কথার সাথে কিছুটা একমত, আসলে আমরা যে বলি এ সিমকে বাশ দিলাম ও সিমকে বাশ দিলাম আসলে সেটা বাশ দেওয়া নয়। আমার হয়ত ভাবি যে সিম অপারেটর গুলোকে না জানিয়ে আমরা আরামচে কোন সফটওয়ার দ্বারা বা অন্য কোন মাধ্যম দিয়ে নেট চালাবো সেটা আসলে ভুল। তারা ঠিকই যানে যে আপনি কি ভাবে ডাটা খরচ করলেন।

    আমারা যে মেগাবাইট চুরি করি সিম কোম্পনী গুলো থেকে তা আসলে সিম কোম্পনী গুলোকে বাঁশ দেইনা বরং বাশ দেই বিটিআরসিকে মানে বাংলাদেশ সরকারকে, কোম্পানীগুলোতো চাই যে কাস্টমার গুলো ইন্টরনেট ব্যবহার করুক, কিন্তু 15% সরকার খায়, আর আপনি যদি হ্যাক রে ব্যবহার করেন তাহলে সরকার কে সেই টাকা দিতে হচ্ছেনা।
    পাবলিককে ফ্রি দিয়ে কোম্পানীগুলো তো আর সরকারকে ভ্যাট দিবে না।

    @আকাশ মাহমুদ: আপনার কথার সাথে কিছুটা একমত, আসলে আমরা যে বলি এ সিমকে বাশ দিলাম ও সিমকে বাশ দিলাম আসলে সেটা বাশ দেওয়া নয়। আমার হয়ত ভাবি যে সিম অপারেটর গুলোকে না জানিয়ে আমরা আরামচে কোন সফটওয়ার দ্বারা বা অন্য কোন মাধ্যম দিয়ে নেট চালাবো সেটা আসলে ভুল। তারা ঠিকই যানে যে আপনি কি ভাবে ডাটা খরচ করলেন।

    আমারা যে মেগাবাইট চুরি করি সিম কোম্পনী গুলো থেকে তা আসলে সিম কোম্পনী গুলোকে বাঁশ দেইনা বরং বাশ দেই বিটিআরসিকে মানে বাংলাদেশ সরকারকে, কোম্পানীগুলোতো চাই যে কাস্টমার গুলো ইন্টরনেট ব্যবহার করুক, কিন্তু 15% সরকার খায়, আর আপনি যদি হ্যাক রে ব্যবহার করেন তাহলে সরকার কে সেই টাকা দিতে হচ্ছেনা।
    পাবলিককে ফ্রি দিয়ে কোম্পানীগুলো তো আর সরকারকে ভ্যাট দিবে না।

    আর ভাই ইদানিং আমরা কেন ফ্রি নেট ব্যবহারের সুবিধা পাচ্ছি। কারণ অপারেটর কোম্পনী গুগো পানির দামে ব্রান্ডউইড পাচ্ছে।

গ্রামিনফোন যদি আজকে তাদের 80 পোর্ট সার্ভার বন্ধ করে দেয় তাহলে কারো বাবার সার্থ নেই যে ফ্রি ইন্টরনেট ব্যবহার করে।

কারণ 80 পোর্ট করলে akhoni.com, ekhanei.com, internet.grameenphone.com এই সাইট গুলো বন্ধ হয়ে যাবে।

আমরা গ্রামিনে ফ্রি ব্যবহার করি করণ গ্রামিনে মেগাবাইট শেষ হওয়ার পরেও নেট কানেক্ট থাকে। কিন্তু MPSP সিস্টেম বন্ধ করলে দেখবেন মেগাবাইট শেষ হওয়ার সাথে সাথেই আপনার ইন্টারনেট কানেকশন অটো ডিসকানেক্ট হয়ে যাবে।

Mr.Abdullah if ur govt. take 100% tax from public pocket then public can do nothing. So leave it.

ধুর মিয়া আপনার মত লকেরাই অমুরা বাশ খায় আমি চালাইতেছি আরামে কথায় আছে না বাঙালি মাংনা পেলে মবেল ও খায় তেমন হইছে আপনার

এর চাইতে আবার কত ভাল চান আপনি যতসব ফালতু টিউন করেন আর আমাদের সময় নস্ট করেন

Level New

প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি

এখানে অনেক ভাই এরা টিউমেন্ট করেছেন! ণানা ধরনের কথা বলেছেন!

সামান্য বুঝতে ভুল হয়েছিলো তাই আবেগ সামলাতে না পেরে এই ফালতু টিউন টা করেছিলাম

এখন আমার কোনো সমস্যা হচ্ছে না।

আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী 🙁

@নীল।অনেক কিছুই বলতাম,আপনি ভুল স্বীকার করছেন তাই বাদ দিলাম।এখন টিউন টা এডিট করে দিন,তাতে মানুষ ভুল কম বুঝবে।
আর রাত ১২ টা ৫ এ ফোন রিস্টার্ট দিলে এধরনের কোন সমস্যা হতো না।

চলতেছে বাঁশ কিন্তু সমস্যা এক্টাই বেটারা ১ MBps বললেও আসলে এইটা ৫১২ কেবিপিএস এর চাইতেও স্পিড কম দিচ্ছে ! এখন ৫১২ এর জিপির লাইন এ ২০০ কেবি মিনিমাম পায় !~ আর এইটাতে ৭০-১৫০ এর মদ্ধে ঘুরা ঘুরি করতেছে !

Level New

স্পিড ৩০০ থেকে কমতে কমতে ০ হয়ে যায় । ডিস্কানেক্ট করে আবার কানেক্ট করলে স্পিড আসে কিন্তু একটু পরে আবার স্পিড কমে যায় ।

Level 0

পাগল নাকি। আমার ও চলে। পিসিতে মডেম দিয়ে চালাই। ৭০০ এমবি এর “১৮ হুইলস অব স্টিল এক্সট্রিম ট্রেকার টু” গেমস টা ডাউনলোড করতে আমার ১৫ মিনিট লাগছে।

Amra to dhumaia calaitaci ….. Tune remove koren

1st din only 2 hour ei 2GB 320-370KB/s e use krsi bt nxt day theke onno sim e apply krlam bt speed 330KB/s theke 3-4KB/s e neme jay… disconnect krle 2min speed pay thn aabaar sei 3-4KB/s … Gp er kas theke er theke besi kisu asha kora nitantoi bokami sara kisui naaa… :@

আমার তো ভালোই চলতেছে। কোন সমস্যা ছাড়াই

এরকম কি হয় নাকি ?
১১ টাকায় ১ মাস নাইট । নিশ্চয়ই ঘাপলা আছে ।

speed prothoma thik thakche kinto kichukhon por speed koma 3/4 kbps hoa jache. abar disconnect kora connect korla speed 1,2 minute thik tkakche tarpor abar 3,4 kbps a neme jache. eta sotto abong eta sobar khetrai hoche. jara bolche j kono somossa hoche na 300-400 kbps speed pachi tara asola bujtai parchana j speed komche kokhon asola speed komche download dela. r speed jode nai koma tahole apni rat 12 ta theke 10 ta porjonto minimum 6 GB porjonto download korta parben ai speed a kintu kau ki perachen ???

Level New

Bibeg vai@apnar kotha sotti! Amaro apnar moto hocche! Wait next tune e er somadhan dibo

vai ata ami agge theke jani