সবাইকে আমার সালাম জানাই। আশা করি আপনারা ভালো আছেন।
ভাই কি আর বলুম! জিপি তো আমাদের দিন দিন ঠকিয়ে যাচ্ছে
দুই দিন আগে শুনলাম জিপি নাকি ১১টাকায় নাইট আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছে জার মেয়াদ থাকবে ৩০দিন!
শুনেই তো আমি একতা লাফ দিয়েছিলাম! ভাগ্যিস ফান টা একটু উপরে ছিলো, না হয় আমার মুণ্ডু টা গেঁতো!
পরে টেকটিউনস এবং ফেসবুক ঘাঁটাঘাঁটি করে দেখলাম সবাই এই বিষয়ে আলোচনা করছে!
সবাই বলছে ১১টাকায় ১মাস নাইট আনলিমিটেড নেট ব্যবহার করুণ। অ্যাক্টিভ করতে ডায়াল করুণ *৫০০*৩#
তারপর তো আমি আনন্দের সঙ্গে আমার ২টা জিপি সিম এ ৫০ টাকা করে রিচার্জ করলাম এই ভেবে জ্বে গেলে জাক ১০০টাকা, বেটা হারামিড়ফোন এইবার তোরে ইচ্ছা মতো বাঁশ দিমু!
তারপর ২টা সিম এই একটিভ করে নিলাম এই লুলু প্যাকেজ!
ভুলেই তো গেছিলাম এটা আবার রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলবে। খালি ঘড়ি দেখছিলাম কখন রাত ১২টা বাজবে আর কখন জিপি মামু কে বাঁশ দিমু!
একটা সময় ১২টা বাজলো ঠিকই কিন্তু জা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ____ ভাই!
ভাবতেও পারিনি যে এইবার ও জিপি আমাকে বাঁশ দিবে।
কিসের আনলিমিটেড নেট? আর কিসের ১এম্বি পি এস স্পিড!
নেট ইউজ করলে আমার আগের এমবি থেকেই কাটছে
তারপর তো সিকান্দার বক্স এর মতো আমারো আবেগ এ কানতে ইচ্ছা করতাছিল! ঐ ফোইন্নিরফোন? কতো কি ভেবে রেখেছিলাম যে ওইটার পর ওইটা ডাউনলোড করুম!
অফার দেওয়ার নাম এ হাতিয়ে নিচ্ছে আমাদের কষ্টের টাকা!
আবার কাষ্টমার কেয়ার এ ফোন করলে নারী কণ্ঠে বলে উঠে সরি স্যার, আমাদের এরকম কনো অফার নেই।
আর কতো দিন এভাবে চলবে?
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যা আমি রাত 1টার সময় চালাইতাছি তাতেও আমার এমবি কেটে শেষ 120 এমবি ছিল