কমেন্ট হল কোন ব্লগ পোস্ট এর প্রান স্বরুপ। এই কমেন্টই যদি হয় বিরক্তির, তাহলে কেমন হয় বলুনতো? হ্যা টেকটিউন্স বন্ধুরা আজ আপনাদের সাথে ব্লগার.কম এর নতুন একটি ফিচার শেয়ার করতে এলাম, এটি হল ব্লগার.কম এর নতুন কমেন্ট সিস্টেম, যা আপনারা আপনাদের ব্লগের ড্রাসবোর্ডে “Dashboard” এ পাবেন “Comments” ট্যাব নামে। এটির ফলে আপনি সহজেই আপনার ব্লগের যে কোন কমেন্টকে মডেরেশন কমেন্টকে পাবলিশ, ডিলিট, ইডিট, স্পাম করতে পারবেন। এর জন্য আপনাকে Comments ট্যাব এ যেতে হবে। নিচের চিত্র দুটি লক্ষ করলেই হয়তো বুঝবেন।
শেষকথা, নতুন এই ফিচারটি এখনো চুড়ান্তভাবে সবার জন্য উন্মুক্ত হয় নাই। তাই এখনই সবfই এর সুবিধাটি উপভোগ করতে পারবেন না। ক্ষেত্র বিশেষে এটি কিছু কিছু ব্লগারদের ড্রাসবোর্ডে “Dashboard” দেয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। তবে খুব শিঘ্রই এটি সকলের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছি।
ট্রাইল ভার্সন হিসেবে এটি রিলিজ পাওয়া যেহেতু এখনো ব্যবহারের সুযোগ পাইনাই তাই এটি নিয়ে বেশি কিছু লিখতে পারলাম না। চূড়ান্তভাবে প্রকাশ পেরে ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
কিন্তু মুল কমেন্টস সেকশনেতো কোন চেন্ঝ করেনাই্ ।ওয়ার্ডপ্রেসের মতো ইউজার ফ্রেন্ডলি কমেন্টস সিস্টেম দরকার ।