এবার গ্রামীণফোন দিচ্ছে কিস্তিতে আইফোন ৬ কেনার সুযোগ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

 

ইন্সটলমেন্টের মাধ্যমে আইফোন ৬ ও ৬ প্লাস কেনার সুযোগ নিয়ে আসছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। বিনামূল্যে সিমসহ গ্রামীণফোনের স্পেশাল প্যাকেজের আরো কিছু সুবিধাসহ এ সেট কিনতে পারবেন ক্রেতারা।

গ্রামীণফোন সূত্রে জানা গেছে, আইফোন ৬ ও ৬ প্লাস হ্যান্ডসেট পেতে আগামী শুক্রবার থেকে অগ্রিম বুকিং নেবে গ্রামীণফোন। বুকিং দেওয়া গ্রাহকরা ২০ নভেম্বর থেকে সেটগুলো কিনতে পারবেন।

তবে কত মাসের ইন্সটলমেন্টে কেনা যাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ সম্পর্কে গ্রামীণফোনের এক কর্মকর্তা বলেন, বিষয়টি চমক হিসেবে রাখতে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

সূত্র জানায়, আইফোন ৬ ও ৬ প্লাস হ্যান্ডসেট বুকিংয়ের পর গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার থেকে তা কিনতে পারবেন।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বাংলানিউজকে বলেন, গ্রামীণফোনের মাধ্যমে আইফোন ৬ ও ৬ প্লাস কিনলে প্রোমোশনাল অফার হিসেবে কিছু স্পেশাল প্যাকেজের সুবিধা দেওয়া হবে।

তবে গ্রামীণফোন সূত্রে জানা গেছে, গ্রামীণফোনে বুকিং দিয়ে আইফোন ৬ ও ৬ প্লাস কিনলে ফ্রি ইন্টারনেট প্যাকেজ, বিনামূল্যে সিম পাবেন ক্রেতারা। বাজারে অনেকভাবে হ্যান্ডসেট আসছে। এক্ষেত্রে গ্রামীণফোনের মাধ্যমে কিনলে অরিজিনাল সেটটিই পাবেন ক্রেতা।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Level 1

আমি দেবতা হেমব্রম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি কখনো হারিনি। জিতেছি না হয় শিখেছি। আমার ওয়েবসাইট https://debotahembram.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস