সালাম সবাইকে। জানিনা শিরোনামটিকে কে কিভাবে নিয়েছেন, তবে আমার কাছে আজব লাগতেসে। মনে হয় সামসাং অন্য কাওকে ব্যবসা করতে দিবে না। সম্পূর্ণ মার্কেট তারাই দখল করে রাখবে। যখন থেকে তারা স্মার্টফোন বাজারে আনা শুরু করেছে তখন থেকে কিছু দিন পর পর একটার পর একটা নতুন মোবাইল মার্কেটে নিয়ে আসে আর অন্যদের কাছ থেকে কাস্টমার নিয়ে যায়। এইতো কিছুদিন আগে তারা সামসাং galaxy S5 বিক্রয় করছিল এখন বিক্রি করবে সামসাং galaxy Note 4. তাদের আর খেয়ে দেয়ে কাজ নাই।
হা হা হা ! আপনারা হয়ত মনে করেছিলেন যে আমি সামসাং মোবাইল সম্পর্কে খারাপ কিছু বলব। আসলে না। আমি বলতে চাচ্ছি যে, তারা এত হাই configuration এর মোবাইল এনেছে যে অন্য যেকোনো টপ ক্লাস মোবাইল কে টক্কর দিতে পারবে। এইটার আউট লুকটাও অনেক সুন্দর।
ভালো লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাইজলামি মারেন মিয়া?? টিটি কি আপনার ব্লগের অ্যাড দেওয়ার জন্য বানাইছে??