নমস্কার সবাইকে। নিয়ে এলাম ‘অজানা সব তথ্য’ এর জন্য কিছু আরো একটি টিউন। প্রথম টিউনটির পর আরো বৈজ্ঞানিক জ্ঞান বারানোর জন্য আমার এই টিউনটি করা। আচ্ছা, এবার শুরু করা যাক,
*আমাদের সৌরজগতে উপগ্রহের সংখ্যা ৬০টি।
*বুধ, শুক্র, প্রিথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহকে ‘rocky’ গ্রহ বা ‘terrestial’ গ্রহ বলে।
* ইউরেনাস এবং নেপচুনের মধ্যে সবথেকে বেশি পরিমান বরফ, carbon monoxide, frozen water, ammonia, আছে।
*প্রজাপতির প্রক্রিত নাম ছিল ফ্লাটারবি (flutterby)
*একটি হাতির দাতের ওজন ৯ পাউন্ড হতে পারে।
*প্রায় সব রকমের ব্রেকফাস্টি ঘাস জাতীয় দ্রব্য থেকে তৈরী।
*হাতি ই এমন এক প্রকার প্রানী যারা লাফাতে পারেনা।
*প্রতিটি মানুষের জিভের গঠনছাপ আলাদা হই।
* Leonardo Da Vinci একই সময়ে এক হাত দিয়ে লিখতে ও আরেক হাত দিয়ে ছবি আকতে পারতেন।
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু! ধন্যবাদ।
আমি নিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Living life nonsencely, It's difficult to discover me.....but, all the things later I am the guy who is interrupted with computer logically.
অবশ্যই ভাল লেগেছে তাইতো কমেন্ট করলাম ।