বাংলাদেশে শীঘ্রই আসছে স্বল্প মূল্যে গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অ্যান্ড্রয়েড ওয়ান চালিত সাশ্রয়ী দামের স্মার্টফোন নিয়ে শিগগিরই বাংলাদেশের বাজারে আসছে গুগল। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ভারতে অ্যান্ড্রয়েড ওয়ান-নির্ভর স্মার্টফোন উদ্বোধন উপলক্ষে এ কথা জানিয়েছেন গুগলের অ্যান্ড্রয়েড-প্রধান সুন্দর পিশাই। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সুন্দর পিশাই বলেন, ‘পশ্চিমা বিশ্বে অ্যান্ড্রয়েড ওয়ান চালিত ফোন উন্মুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত নেই আমাদের। তবে শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার বাজারে এই ফোন আনা হবে।’

তিনি জানান, অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে, স্বল্প মূল্যে ভালোমানের ও ইন্টারনেট সুবিধার ফোন মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই ফোনের নিরাপত্তা, আপডেট বা সফটওয়্যার সংক্রান্ত সব দায়িত্ব গুগল নেবে।
ভারতের বাজারে গুগলের নতুন এ স্মার্টফোন প্রস্তুত করে দিচ্ছে ভারতীয় মোবাইল ব্র্যান্ড মাইক্রোম্যাক্স, স্পাইস ও কার্বন। গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনটি স্পাইস ৬,২৯৯ টাকায় (মডেল: স্পাইস ড্রিম ইউএনও) অনলাইন স্টোর ফ্লিপকার্ট, কার্বন ৬,৩৯৯ টাকায় (মডেল: স্পার্কল ভি) অনলাইন স্টোর স্ল্যাপডিল এবং মাইক্রোম্যাক্স ৬,৪৯৯ টাকায় (মডেল: মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১) অনলাইন স্টোর অ্যামাজনের মাধ্যমে দিচ্ছে বলে খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। অনলাইনের পাশাপাশি আগামী মাস থেকে রিটেইল স্টোরগুলোতে পাওয়া যাবে গুগলের এই হ্যান্ডসেট।

মাইক্রোম্যাক্স, স্পাইস ও কার্বন ব্র্যান্ডের মাধ্যমে বাজারে আসা গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৪.৫ ইঞ্চি ডিসপ্লে (যার রেজ্যুলেশন এফডব্লিউভিজিএ ৪৮০ বাই ৮৫৪ পিক্সেল), ১.৩ গিগাহার্জ মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর, মালি ৪০০এমপি গ্রাফিক্স, ১ গিগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট, এফএম রেডিও, ১৭০০এমএএইচ ব্যাটারি ও ডুয়াল সিম সুবিধা। এছাড়া ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধার জন্য সেটটিতে রয়েছে ফ্ল্যাশ সুবিধাসহ ৫.০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ভয়েস কলিং বা সেলফি তোলার সুবিধার জন্য ২.০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেটটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী ভারসনও ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের পরবর্তী স্মার্টফোনগুলোতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহৃত হতে পারে বলে জানিয়েছে গুগল। পরবর্তী স্মার্টফোনগুলোর হার্ডওয়্যার নির্মাণের জন্য ইতিমধ্যে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এসার, অ্যালকাটেল, আসসু, এইচটিসি, ইনটেক্স, লাভা, প্যানাসনিক, লেনোভো, জোলো এবং কোয়ালকমের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে গুগল।

সুন্দর পিশাই বলেন, অ্যান্ড্রয়েড ওয়ান চালিত স্মার্টফোন হচ্ছে এন্ট্রি লেভেলের স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে বাজারে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ছাড়া হচ্ছে। ভারতের বাজারে ছয় হাজার ৩৯৯ রুপিতে পাওয়া যাবে স্মার্টফোন। আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী দামে ভালোমানের ও ইন্টারনেট সুবিধার ফোন মানুষের কাছে পৌঁছে দেওয়া। অ্যান্ড্রয়েড ওয়ান চালিত স্মার্টফোনএই ফোনের নিরাপত্তা, আপডেট বা সফটওয়্যার-সংক্রান্ত সব দায়িত্ব গুগল নেবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সবার হাতে সাশ্রয়ী স্মার্টফোন পৌঁছে দেয়ার পরিকল্পনা থেকে অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্ম তৈরি করেছে গুগল। অ্যান্ড্রয়েড ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ, যা কম দামি মোবাইল ফোনে ব্যবহার করা যায়। গুগলের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের এই সংস্করণনির্ভর স্মার্টফোনে এফএম রেডিওর মতো বেশ কিছু বেসিক ফিচার থাকবে। এই স্মার্টফোনগুলো হবে পাঁচ ইঞ্চির চেয়ে ছোট মাপের। দাম হবে ১০০ ডলারের মধ্যে। এতে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে। নতুন এই প্ল্যাটফর্মে স্মার্টফোন নির্মাতা ও টেলিকম অপারেটরগুলো নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে। এই সফটওয়্যারটি হবে স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার, যা নিয়মিত হালনাগাদ করবে গুগল।

নিউজটি প্রকাশিত এখানে

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দামটা একটু বেশি । walton,symphony ই অনেক ভাল।

ধন্যবাদ ।