আজ আমাদের দেশের মহিলারা/মেয়েরা কতটা আসক্ত হয়ে পরেছে এই সিরিয়াল নামক এক নেশায়? ফেনসিডিল এর মত আরেক মরণ নেশা হল সিরিয়াল। যার কারনে আত্মহত্যা করে অভুঝ মেয়েরা। একটি পাখি জামার জন্য স্ত্রী তালাক দেয় তার স্বামীকে। আমরা এমন সমাজ চাই না। যে সমাজে সিরিয়াল নামক এই নেশার কারনে নষ্ট হয়ে যাবে কত জীবন। আমরা চাই ফরমালিন মুক্ত আমের মত একটি সুখী সমাজ জীবন বাবস্থা।
প্রায় ১ মিনিট ৪৮ সেকেন্ডের দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চান মিয়া, সায়মা, এবং শাওন।
এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন ” আমাদের সমাজে এক আজব বাক্স রয়েছে যার মোহ মানুষকে বিকৃতি করছে , বিনোদনকে প্রাধান্য দিতে গিয়ে অযত্ন এবং পারিবারিক ভাঙ্গন দেখা দিচ্ছে। যার কারণে আমার এই আজব বাক্সের মাধ্যমে সবাইকে একটি বার্তা দেওয়ার জন্যই আমি এই চলচ্চিত্র নির্মাণ করেছি এবং বেশ সারা পাচ্ছি।
এদিকে রায়হান রাফি নিজের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যে চলচ্চিত্রের কাজ করছেন । ”মাসুম” শিরোনামের এই ছবিটির প্রায় ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। সম্প্রতি এই ছবির অংশবিশেষ অনলাইনে ছাড়া হলে শুধু জনপ্রিয়তাই নয় বিতর্কেরও ঝড় উঠে।
Youtube Link: https://www.youtube.com/watch?v=qtOblZsyZfs
এই সিরিয়াল নামক নেশার প্রকৃত রুপ তুলে ধরেছে আমাদের মতই এক ভাই Raihan Rafi। তিনি "আজব বাক্স" নামক এই শর্ট ফ্লিমে তুলে ধরেছেন সিরিয়াল এর প্রকৃত রুপ। ভিডিও টি দেখুনঃ
ভিডিওটি দেখুন। পারলে শেয়ার করে সতর্ক করে দিন আশে পাশের মা-বোন কে।
আমি ব্লগার বীরবল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কী বলব । ভাষা হারিয়ে ফেলেছি …………………