ফেইসবুক আর জিমেইল আইডি হ্যাক থেকে রক্ষা পেতে আজই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করুন ( সত্যি বলছি না হলে কিন্তু পস্তাবেন।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

বন্ধুরা কেমন আছেন, নিশ্চয়ই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য জানাতে এসেছি আপনার ফেইসবুক আইডি আর জিমেইল আইডি রক্ষা করুন হ্যাকাদের হাত থেকে, আজ ফেইসবুক Login করতে গিয়ে দেখি ফেসবুকের পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কিছুতেই ফেইসবুকে Login করতে পারছি না, পরে জিমেইলে গিয়ে Logout করে দেখি Gmail আইডি হ্যাক, জানিনা কিভাবে হ্যাক হয়ে গেল আমার অজান্তে , ভাগ্য ভাল আমি ব্রাউজার দুটি ব্যবহার করি ১টিতে Gmail আইডি+ ফেইসবুক আইডি Login করা ছিল, ফেইসবুকে ঢুকে password রিসেট করলে জিমেইলে ১টি মেসেজ যায় সে নিয়মে খুলে ফেলেছি, প্রায় ১ ঘন্টা সময় ব্যয় করে!! তাই বন্ধুরা আপনাদের খবরটি জানাতে দ্রুত লেখাটি লিখা, লেখাটি সুনদর করে গুছিয়ে লিখতে পারি নাই, তাই সকল জিমেইল আর ফেইসবুক ভাইদের কাছে অনুরোধ আমি হোছাইন এর মত আপনিও যেন হ্যাক এর শিকার না হোন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার আইডি এর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন।

1. Facebook:

2. Gmail:

নিচে দেখুন আমার ফেইসবুকে খারাপ দুটি লিঙ্ক যে কিনা ৪ ঘন্টা আগে হ্যাক করে খারাপ কিছু দেওয়া শুরু করেছে তাই সকলের কাছে আবারো অনুরোধ করছি আপনার আইডি রক্ষা করে বন্ধুদের থেকে আপনার সম্মান টুকু রক্ষা করুন।

আর যাদের অলরেডি জিমেইল আইডি হ্যাক হয়ে গেছে তারা অনুসরণ করুন।
1. link 01
2. link 02

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

:-O ভাই আমিতো কিছুদিন আগেই চেঞ্জ করলাম। আবার করবো?

    @ব্লগার মারুফ: ভাল করেছেন পারলে Stong পাসওয়ার্ড দিন আবার । @ ধন্যবাদ

      @হোছাইন আহম্মদ: ভাই ভালো মতই দিয়েছি, এমন পাসওয়ার্ড দিয়েছি আমি নিজেই জানিনা। ডায়েরিতে নোট করা আছে। 😛

        @ব্লগার মারুফ:ধন্যবাদ @ খেয়াল করবে আবার যেন ডায়েরী চোরে না নিয়ে যায়। 🙂

          @হোছাইন আহম্মদ: ভাই নিয়া গেলে তো শিওর আমার কপালের দোষ। আর দিন বদলাইছে না! ডায়েরী বলতে অ্যান্ড্রয়েডের পাসওয়ার্ড প্রটেক্টেড ডায়েরীর কথা বলছি। এখন তো ডায়েরী মানেই ব্লগ, ফেসবুক, মোবাইল! 😛

Bhai Gmail two step verification on koren taile kew ar jibone apnar a/c hack korte parbe na

    @নাম কওন যাইবনা: কিভাবে করব ভাই যদি বিস্তারিত বলতেন।

      @হোছাইন আহম্মদ: হোছাইন ভাই আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করে টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম চালু করেন। কেউ অন্য পিসিতে থেকে আপনার একাউন্টে লগিন করলেই আপনার ফোনে একটা কোড চলে যাবে।সেই কোড সাবমিট করে তারপর একাউন্টে লগিন হবে। হ্যকার তো এই কোডও জানবেনা হ্যাকও করতে পারবেনা। এটি সম্ভবত জিমেইলের সরবোচ্চ নিরাপত্তা সিস্টেম। আমি চালু করছি।

        @ব্লগার মারুফ: কিভাবে করব two step verification আর ফেইসবুক থেকে লগইন করলে মোবাইলে ১টি মেসেজ যাবে এই সিস্টেম কি জানা আছে @ থাকলে শেয়ার করলে ভাল হয়। @ ধন্যবাদ

          Level 0

          @হোছাইন আহম্মদ: জ্বি হোছাইন আহম্মদ ভাই, আপনাকে অনেক ভাল লাগে। আমারও কিছু হবি সার্কিট টিপস আছে তাই।

          কিভাবে two step verification করব। যদি কিছু মনে না করেন তাহলে আমার সাইটে দেখতে পারেন। আমার জিমেইল এ আছে আর ফেসবুকেও আছে। http://www.skytipsbd.com/what-is-2-step-verification-code-of-google/ ঠিক ভাবে করবেন আশাকরি। আল্লাহ হাফেজ।

Level 0

vai apni ki antivirus use koren?

Level 0

    @abir37: ধন্যবাদ ভাই

      Level 0

      @হোছাইন আহম্মদ: হোছাইন আহম্মদ ভাই, প্লিজ কোন কারণে নয় শুধু আপনার জন্য এই টিউন টি লিখলাম, প্রায় অনেকক্ষণ ধরে। তাই ঘুরে আসবেন আর কি।
      http://www.skytipsbd.com/how-to-setup-facebook-mobile-verification-code-when-log-in/ মোবাইলের মাধ্যমে ফেসবুক এবং জিমেইল একাউন্ট এর কোড ভেরিফাই করে লগইন করুন আর সেফ থাকুন। আমার মনে হয় আপনি অবশ্যই এটা জানেন। তারপরও লিংক দিলাম। আল্লাহ হাফেজ।

        @skytipsbd: ধন্যবাদ আপনার সাইটি ঘুরে আসলাম @ সকলের উপকার করলেন। এগিয়ে যান ভাই @ সাথে আছি

apnar id ami hack korchi..sorry sorry sorry……….. deklam pariki na. tove valo vabe parinai…. sorry sorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorrysorry

    @ইলিয়াছ আহমেদ:
    তাই নাকি @ আপনি তো দেখছি ভাল এক হ্যাকার @ মোবাইলে ১টি মেসেজ দিলাম এটা হ্যাক করে দেখান তো @ দেখি কেমন হ্যাকার আপনি!!!

আরে ভাই খালি কি ফেসবুক জিমেইল হ্যাক হবে ।
না কক্ষনোই না । দেখবে একদিন মানুষ ও হ্যাক হবে ।

54 ক্যারেক্টার কি যথেষ্ট???

    @শাহরিয়ার হাসান: আরে না এত দরকার নাই @ শুধু একটু সাবধান থাকলে হয়।

two step verification on krle apni best security paben. pc theke facebook/gmail e login korun. then ‘security’ option e gelei sob paben. @Hossain Ahmed

আমি ফেইসবুক ইউয করি ২০০৮ এর লাস্টের দিক থেকে। আজ প্রায় ৫ বছর। বাট কোন দিনই আমার ফেইসবুক বা এ মেইল আলহামদুলিল্লাহ হ্যাক হয় নাই ! কারন আমি জানি কিভাবে এই গুলা হ্যাক হয়। একটা পরামর্শ দেই !
১। ফ্রী নেট ইউয করবেন না
২। যে কোন লিঙ্কে ক্লিক করবেন না
৩।কোন পিক/ভিডিও এর লিঙ্ক দিয়ে কেউ বলল তুমারে নিয়ে এই কি পিক বের হলো দেখো। আপনি ক্লিক করলেন তো আপনার আইডি হারাইলেন
৪। কোন লিঙ্কে ঢুকে দেখলেন আপনার ফেইসবুকে লগিন করতে বলতেছে, লগিন করবেন না।
৫। আউল ফাউল ফেইসবুক এপ ইউয করবেন না।
৬। আমি মুটামুটি নিশ্চিত আপনার ফেইসবুক পাস আর মেইল পাস সেইম ছিলো। অই গুলা ডিফেরেন্ট করবেন। অন্তত দুইটাই হারাইবেন না।

Level 2

হা হা হাসি পাইল আমার দুই বছর আগে পরিবর্তন করছিলাম আগের পাসওয়ার্ড এ আর ফিরতে পাড়িনাই
না না না আমি পরিবর্তন করবনা দেখি কে আমরটা হ্যাক করে এমন মার পেলা আছেনাকি দেখতে চাই