টেঁকি খবর : Weekly Tech news

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম । ভাইয়ারা বোনেরা । কেমন আছেন সব্বাই ।

আজ আমি আপনাদের মাঝে টেক নিয়ে কিছু খবর উপস্থাপন করব আশা করি ভাল লাগবে 😀 আশা করি এটা নিয়মিত দিয়ে যেতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন।

প্রথমেই শুরু করব পুরান খবর দিয়ে । যারা জানেননা তাদের জন্য । সবই যদি অজানা খবর দেই কেমন দেখায় না 😀 ।

অ্যাপেল (Apple)  ৪ বিলিওন ডলার দিয়ে Beats Founded by Dr, dryer একটা ব্র্যান্ড অনেকের পসন্দের Headphone কিনে নিয়েছে । কিনে নিয়েছে বলতে কিরকম পুরো Acquire করে নিয়েছে তাই এরপর থেকে আমরা beats এর যত প্রোডাক্ট দেখব সেটা অ্যাপেল এর (Apple) সাথে ট্যাগ করা থাকবে । যদিও এর আগে Beats অনেক Company ব্যাবহার করত HP তারপর HTC । কিন্তু পরে তারা এটা ব্যাবহার করা বন্ধ করে দিয়েছে । তবুও অ্যাপেল কিনেছে কারন তারা জানে কোনটা Trendy আর কোনটা থেকে পইসা বেশি আশবে 😀 । তবে ধারনা করা জাচ্ছে Apple এবং Beats এর Designer রা মিলে নতুন কোণও headphone Design বের করবে ।আপ্নারা এখন যদি অ্যাপলের ওয়েবপেজ এ জান দেখবেন Music Straming Service আছে  জারা beats Dedicatee Customer তাদের জন্য ।  নতুন Iphone আইফন সেটার সাথে নতুন আইফন বোধয় সেপ্টেম্বর এর ৯ তারিখ বের হবে । If I not wrong একি সাথে তারা নতুন IOS ৮ নতুন Mac এবং একই সাথে নতুন অ্যাপেল ট্যাগ ক্রীত Beats এর Headphone বের করবে । আর এটা সবাই জানে Apple এ Game খেলতে কত মজা ।

২য় News 😀 এটা খুব Interesting News । চোর সাধু হয়ে গেলে যা হয় আর কি ? 😛

এবং সেটাই হয়েছে । Romania নামক যায়গায় এক ATM চোর যে আর কি Card যালিয়াতি করে Bond তার নাম ৩৪ বছর বয়স সে ধরা খেয়ে এখন জেলে । কিন্তু মজার বেপার হচ্ছে জেলের ভিতন বসেই সে যেটা করেছে Thieft Proof   একটা Process এবং এলগরিদম System বের করেছে  তার নতুন system টির নাম দিচ্ছে Secure revolving system |  আমি যতটুকু ইউটিউবের ভিডিওতে যেটা পেয়েছি কার্ড হাফ বা Quater punch করে সবাই আগে চেষ্টা করে দেখে যে এটা থেকে কোনো ডেটা বা চুরি করা যায় কিনা | কিন্তু তারা পারেনি | তো তার নতুন টেকনোলজি যেটা সেটা রোমানিয়ার টেক ফার্ম এনবি টেলিকম ব্যবহার করা শুরু করে দিয়েছে | হয়তো জলদি তারা এটা বিশ্বের সব দেশে পাওয়া যাবে | এগুলো সব এটিএম বুথগুলোতে Apply করা হবে | কিন্তু প্রশ্নটা হল সে জেলের ভেতর এ কাজটি করলো কিভাবে ? ভাবতে থাকেন আমি ততখনে পরের খবরে যাই

৩য় খবর : লোভনিয় এক খবর এটা | C gate overaly প্রথম বাজারে ৮ টেরাবাইটের হার্ডডিস্ক আনছে বাজারে | কি মাথা ঘুরছে ? ৮ মেগাবাইট না গিগাবাইট ও না টেরাবাইট | আপনার জীবনে অর্ধেক Collection সংগ্রহ করে রাখতে পারবেন | এটা সবচেয়ে সুবিধা দিবে গেমারদের দ্বিতীয়ত যারা কালেকটর যেমন টিভি প্রোগাম অথবা মুভি তাদের জন্য তো অসাধারন | আমি নিজে কম্পিউটারে ৩ টা হার্ডডাইভ ব্যবহার করি | আমি পেলে আগামি ৪ ৫ বছরের জন্য হার্ডডিস্কের কথা ভুলে যেতাম | কারন আমি আবার গেম পাগলা | 😀 | যাই হোক এটা বাংলাদেশে আসতে পারে ৩ থেকে ৪ মাস পরে | দাম জানা না গেলেও ধারনা করা হচ্ছে 50০00K 60000K মানে নিযুতের ঘরে |

তো যাই হোক । আজকের মত যাই। যে খবর শুনালাম হয়ত ভাল লাগেনাই। লাগলে কমেন্ট করতেন 😀 । ভাল থাকবেন সব্বাই ।

আর সময় পেলে আমার ব্লগ টাও ঘুরে আসবেন ।

আল্লাহ হাফিজ ।

Level 0

আমি প্রান্ত আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো,চালিয়ে যান।কিন্তু বানানে ভুলগুলো চোখে লাগে।

    দুঃখিত ভাইয়া । অভ্র দিয়ে লিকছি তো প্রথম বার । আমি এটা দিয়ে লিখেতে পারিনা। আমার বিজয় সফটওয়্যার এ প্রবলেম তাই । পরের বার বানান ঠিক করে দিব। ধন্যবাদ পরার জন্য এবং কমেন্ট করে ভুল ধরিয়ে দেবার জন্য:)

সুন্দর। কিন্তু 500000K একটা ০ বেসি হয়ে গেলনা ??

    দুঃখিত ভাইয়া । ঠিক করে দিয়েছি । ধন্যবাদ কমেন্ট এর জন্য 🙂