সল্পমূল্যে স্মার্টফোন বাজারে আনছে মজিলা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

শুনে অনেক খুসি হলেন মনে হয়। মজিলার মত একটি প্রতিষ্ঠান স্মার্টফোন বাজারে আনছে তাও আবার কম দামে! হা কথা সত্যি, কিন্তু সমস্যা হোল তা এখনো বাংলাদেশে আসেনায়। ১,৯৯৯ রুপিতে ইন্ডিয়াতে এর বিক্রয় সুরু হয়েছে। যদিও এই মোবাইলটি এশিয়ার কম বেশি সব দেশেয় বাজারজাত করবে মজিলা। বাংলাদেশে ৩জি সুবিধা নিয়ে এই ফোনটি আসবে কিছুদিনের মাঝে, যদিও ইন্ডিয়াতে মজিলা তার মোবাইলের বাজারজাতকরণ করছে ২জি সুবিধা দিয়ে। তাই বাংলাদেশে এই মোবাইলের দাম কিছুটা বারতে পারে। মজিলা বলেছে তারা স্বল্প মূল্যে স্মার্টফোন তৈরি করে এসিয়ার বাজার ধরতে চায়।

সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার মতে মজিলার বাজার ধরা কঠিন হবে। কেননা, তারা এই মোবাইল বানাচ্ছে অএস অপারেটিং সিস্টেমে। এন্ড্রয়েড বাদ দিয়ে কয়জন এই মোবাইল কিনবে আমার সন্দেহ আছে। কেননা বাংলাদেশে এখন ৩০০০-৪০০০ টাকাতেয় এন্ড্রয়েড সেট পাওয়া যায়।

আমার ওয়েব সাইট থেকে ঘুরে আসতে ক্লিক করুণ।

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কয়টি মডেলের সেট নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করবে মজিলা?

    বিস্তারিত যানা যায়নি