এফটিএফএল প্রোগ্রামে যোগ দিন আইটিতে সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সরকারের লিভারেজিং আইসিটিফরগ্রোথ,এমপ্লয়মেন্ট এন্ডগভর্ন্যান্স(এলআইসিটি) প্রকল্প দেশের আইটি শিল্পের জন্য একুশ শতকের উপযোগী দক্ষ জনবল তৈরি করছে।এ প্রকল্পের অধীন ফাস্টট্রাকফিউচারলিডার(এফটিএফএল) প্রোগ্রামের প্রথম ব্যাচের১ ৫০জন স্নাতক ওস্নাতকোত্তর তরুণ-তরুণীর প্রশিক্ষণ এখন শেষ পর্যায়ে।শুরু হচ্ছে দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণার্থী নিয়োগ প্রক্রিয়া।এ ব্যাচে উন্মুক্ত প্রতিযোগিতামূলক অনলাইন পরীক্ষার মাধ্যমে ১৮০ জনকে নির্বাচিত করা হবে

নিম্নের তিনটি ট্র্যাকেঃ

১। আইটি সার্ভিসেস (আইটিএস)- ৮০ জন;

২। আইটি এনাবলড সার্ভিসেস ( আইটিইএস)- ৮০ জন; ও

৩। আইটি সাপোর্ট সার্ভিস (আইটিএসএস)- ২০ জন।

আবেদনের যোগ্যতা নিম্নরূপঃ

১। আইটি সার্ভিসেস (আইটিএস)- সিএসই/আইটি স্নাতক অথবা প্রোগ্রামিং এ অভিজ্ঞ বিজ্ঞানে স্নাতক;

২। আইটি এনাবলড সার্ভিসেস ( আইটিইএস)- কম্পিউটারে পারদর্শী যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর;

৩। আইটি সাপোর্ট সার্ভিস (আইটিএসএস)- কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর বা তদুর্ধ্ব মেয়াদী ডিপ্লোমা।

৪। সকল ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

৫।ইতঃপূর্বে যারা আবেদন করেছিলেন তারা পুণরায় আবেদন করতে পারবেন।

প্রাথমিক বাছাই, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষাঃ

  • অনলাইনে আবেদনের ভিত্তিতে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে;
  • অনলাইন লিখিত পরীক্ষা পরীক্ষার্থীর পছন্দানুযায়ীঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও ফরিদপুরের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত হবে; কোন টিএ/ডিএ দেয়া হবে না।
  • এমসিকিউ পদ্ধতিতে অনলাইন লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। এর মধ্যে ৪০ নম্বর থাকবে কম্পিউটার, ইংরেজি, গণিত ও চিন্তামূলক মৌলিক জ্ঞানের ওপর এবং বাকি ২০ নম্বর থাকবে ট্র্যাকভিত্তিক মৌলিক জ্ঞান। প্রত্যেক ক্যাটাগরিতে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক প্রশ্নের জন্য ১ মিনিট হিসেবে মোট সময় ৬০ মিনিট।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৪০ নম্বরের দলভিত্তিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; এতেও আলাদাভাবে পাশ করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের আবাসিক প্রশিক্ষণে পাঠানোর পূর্বে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত পোশাকে অভিভাবকসহ এ প্রোগ্রামে অংশগ্রহণ বাধ্যতামূলক।

 স্বাস্থ্য পরীক্ষাঃ

চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজ উদ্যোগে ও ব্যয়ে স্বাস্থ্যগত উপযুক্ততা প্রমাণের জন্য মেডিকেল সনদ জমা দিতে হবে।

 প্রশিক্ষণঃ

১। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১ মাসের আবাসিক প্রশিক্ষণ দেয়া হবে, যার মধ্যে শরীরচর্চা, সফট স্কিল ও আইটি ইন্ডাস্ট্রির মৌলিক জ্ঞান প্রদান করা হবে। আবাসিক প্রশিক্ষণটি ঢাকার বাইরের এক/একাধিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এ অনুষ্ঠিত হবে; যা কঠোর নিয়মানুবর্তী ও শৃঙ্খলামূলক। এ সময়ে কোনো ছুটি প্রদান করা হবে না। প্রশিক্ষণার্থীর থাকা-খাওয়া্র খরচ প্রকল্প হতে বহন করা হবে।

২। আবাসিক প্রশিক্ষণ শেষে ঢাকায় অথবা বিভাগীয় শহরে ২ মাস অনাবাসিক ট্র্যাকভিত্তিক বিশেষায়িত প্রাযুক্তিক প্রশিক্ষণ দেয়া হবে; এ প্রশিক্ষণের জন্যও প্রশিক্ষণার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না। আহার ও বাসস্থানের ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে।

৩। মোট ৩ মাসের প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন আইটি কোম্পানিতে এফটিএফএল-দের বাস্তব জ্ঞান অর্জনের জন্য সংযুক্ত করা হবে; এ সময়ে প্রকল্প হতে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে হাত-খরচ প্রদান করা হবে এবং নিজের যোগ্যতা সাপেক্ষে একই কোম্পানির নিয়মিত চাকুরিজীবী হিসেবে তারা যোগ দেবেন।

৪। প্রশিক্ষণ চলাকালীন ও পরবর্তী ২ বছর প্রশিক্ষণার্থীদের সকল কর্মকান্ডের ট্র্যাকিং রাখা হবে।

 শর্তাবলীঃ

১। প্রশিক্ষণ শেষে কমপক্ষে ২ বছর দেশীয় কোম্পানিতে চাকরি করতে হবে;

২। প্রশিক্ষণ চলাকালে কোনো অবস্থাতেই ট্র্যাক পরিবর্তন করা যাবে না;

৩। বর্তমানে চাকরিরতদের আবেদন গ্রহণযোগ্য হবে না;

৪। প্রশিক্ষণকালীন কোনো শিক্ষা ছুটি প্রদান করা হবে না;

৫। প্রশিক্ষণ চলাকালে অন্য কোনো প্রশিক্ষণ বা একাডেমিক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকা যাবে না;

৬। এতদ্বিষয়ক সকল শর্তে অভিভাবকের সম্মতি থাকতে হবে;

৭। প্রশিক্ষণ চলাকালে কোনো পূর্ণ/খণ্ডকালীন চাকরির সাথে সংযুক্ত থাকা যাবে না;

৮। ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিন সকল কাগজপত্রের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি আনতে হবে;

৯। আবাসিক প্রশিক্ষণ চলাকালে যে কোনো শারীরিক অসুস্থতার চিকিৎসা খরচ প্রশিক্ষণার্থীকে বহন করতে হবে এবং গুরুতর অসুস্থ হলে তাকে এ প্রশিক্ষণ হতে অব্যাহতি প্রদান করা হবে;

১০। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের  প্রকল্পের সাথে ৩০০ (তিনশত) টাকা নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে একটি চুক্তি করতে হবে;

১১। বাছাই প্রক্রিয়া চলাকালীন যে কোনো সময় যে কারো প্রার্থীতা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 আবেদনের পদ্ধতিঃ

প্রথমে http://www.lict.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।হোম পেজের ডান দিকের নীল রঙের বৃত্তাকৃতির FTFL Register Hereঅংশে ক্লিক করুন।এবার Create an accountলিঙ্কে ক্লিক করুন। এখন  Applicant রেডিও বাটন নির্বাচন করুন এবং আপনার ইমেইল, মোবাইল নম্বর ও সিকিউরিটি কোড প্রবেশ করিয়ে Registerবাটনে ক্লিক করুন।

কিছুক্ষণ পরে আপনার ইমেইলে লগ-ইন করুন। আপনার কাছে একটি কনফার্মেশন মেইল পাঠানো হবে। ইনবক্সে মেইলটি না পেলে স্পাম/জাংক এ খুঁজুন। এখন কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে কনফার্ম করুন।

এবার ইমেইলে পাওয়া পাসওয়ার্ড  দিয়ে লগ ইন করুন এবং আপনার বিস্তারিত তথ্য পূরণ করুন। সকল তথ্য পূরণ শেষে আপনার একটি সাম্প্রতিক ছবি আপলোড করুন এবং আবেদনটি সাবমিট করুন।

আপনি যদি অনলাইন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন তবে আপনার ইমেইলে যথাসময়ে প্রবেশপত্র প্রেরণ করা হবে। এছাড়া, আবেদনের শেষ তারিখের ৭ কর্মদিবসের মধ্যে আপনার একাউন্টে লগইন করে নোটিশ বোর্ড এ সর্বশেষ তথ্য জানা যাবে।

সর্বশেষ তারিখঃ

১৪ সেপ্টেম্বর, ২০১৪, রাত ১১.৫৯ টা পর্যন্ত

সতর্কতাঃ

বেশিরভাগ আবেদনকারী শেষ সপ্তাহে আবেদনের চেষ্টা করেন। একই সাথে অসংখ্য প্রার্থী লগ ইনের চেষ্টা করায় কারিগরি সমস্যা দেখা দিতে পারে। তাই, শেষ মূহুর্তের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এখন থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

 দৃষ্টি আকর্ষণঃ

  • মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে।
  • ছাত্র ও চাকুরিজীবীদের আবেদন কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না।
  • পরবর্তী ব্যাচসমূহের জন্য খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 যোগাযোগঃ

  • হটলাইনঃ ০১৭৯৫০৯০৪১৫, ০১৯৫৪৮৫৫৭৯৮
  • ইমেইলঃ ftfl.lict@bcc

Level 0

আমি গোলাম ছাদেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস