জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে ই-সার্ভিস চালুর প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার ঢাকায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি ‘ব্রেইন স্টর্মিং’ অধিবেশনের আয়োজন করা হয়।
এতে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, কৃষি বিপণন, কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, পাট গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি গবেষণা পরিষদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৩০ জন কর্মকর্তা অংশ নেন। খবর বিজ্ঞপ্তির।
‘উপজেলা ওয়ান স্টপ সার্ভিস’ ব্যবস্থার মাধ্যমে জনগণকে কী ধরনের তথ্য ও সেবা কোন পদ্ধতিতে দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয় এ অধিবেশনে। অংশগ্রহণকারীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে উপজেলা পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনের সেবাগুলো চিহ্নিত করেন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে কীভাবে জনগণকে এসব সেবা দেওয়া যায় সে বিষয়ে সুপারিশ করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উদ্বোধনী এবং সমাপনী বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় এ অধিবেশনের আয়োজন করা হয়।
প্রথম প্রকাশ: http://www.prothom-alo.com/detail/date/2010-07-24/news/81036
আমি মোঃ হামিদুল হক (সাগর)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো ঊদ্দ্যেগ।