টাকার অংকে এটি মাত্র ২ হাজার ৫শ' ৫৫ টাকায় পাওয়া যাবে।
ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল এ সপ্তায় এই ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়ে জানান, এটি মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে।
বাণিজ্যিকভাবেও এটি উৎপাদনের জন্য তার মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে ।
এক সংবাদ সম্মেলনে শৈবাল জানান, "আমরা এই ল্যাপটপ তৈরির ব্যাপারে সর্বশেষ পর্যায়ে রয়েছি। সবকিছু মিলে এর মূল্য দাঁড়াবে ৩৫ ডলার।"
তিনি আরো বলেন, অপারেটিং সিস্টেম লিনাক্স ভিত্তিক এই ল্যাপটপটি চলবে টাচ স্ক্রিনের মাধ্যমে। উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটি ২০১১ সাল থেকে দেওয়ার ইচ্ছে থাকলেও পরবর্তী সময়ে এর মূল্য ২০ থেকে ১০ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
ভারতের সর্বোচ্চ কারিগরি প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্সের গবেষক দল এই ল্যাপটপের পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ঘ.
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
মাত্র ৩৫ ডলার !!! বাংলাদেশে এই ল্যাপটপ কবে আসবে??? নুরজাহান টিউন টি ভালো হয়েছে। ধন্যবাদ