সবচেয়ে কমদামী ল্যাপটপ যার মূল্য হবে মাত্র ৩৫ ডলার !!!!!!!!!!!!!!!!!!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত

top3

বিশ্বের সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত। যার মূল্য হবে মাত্র ৩৫ ডলার।

টাকার অংকে এটি মাত্র ২ হাজার ৫শ' ৫৫ টাকায় পাওয়া যাবে।

ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল এ সপ্তায় এই ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়ে জানান, এটি মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে।

বাণিজ্যিকভাবেও এটি উৎপাদনের জন্য তার মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে ।

এক সংবাদ সম্মেলনে শৈবাল জানান, "আমরা এই ল্যাপটপ তৈরির ব্যাপারে সর্বশেষ পর্যায়ে রয়েছি। সবকিছু মিলে এর মূল্য দাঁড়াবে ৩৫ ডলার।"

তিনি আরো বলেন, অপারেটিং সিস্টেম লিনাক্স ভিত্তিক এই ল্যাপটপটি চলবে টাচ স্ক্রিনের মাধ্যমে। উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটি ২০১১ সাল থেকে দেওয়ার ইচ্ছে থাকলেও পরবর্তী সময়ে এর মূল্য ২০ থেকে ১০ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

ভারতের সর্বোচ্চ কারিগরি প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্সের গবেষক দল এই ল্যাপটপের পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ঘ.

m~Î : সূত্র :

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাত্র ৩৫ ডলার !!! বাংলাদেশে এই ল্যাপটপ কবে আসবে??? নুরজাহান টিউন টি ভালো হয়েছে। ধন্যবাদ

    Level 0

    বাংলাদেশে !!!!!!!!!!!! হা হা হা হাসালেন।

    হুম হাসারই কথা…এটা সপ্ন ছারা আর কিছুই না…:( বাংলাদেশে দুরনিতির জন্য কিছুই হবে না !!!

কি ভাবে সম্বভ?

    Level 0

    এই প্রশ্ন আমার ও।

    jodi ata somvob hoy tahole ami 1dojon laptop kinbo amake janate volbenna sedin..

আমার মনে হয় না। কারন ৩৫ ডলারে ২০১১ সালে ১ হালি কলা ও পাওয়া যাইব না।

http://www.freedownloadcenter.tk

    আমারও তাই মনে হয়। তবে এমন যদি হয়েই যায়, তাহলে ক্রেতার লিস্টে আমি প্রথমে থাকার চেষ্টা করবো।

    Level 0

    সোহেল ভাই আপনার কথাটি মনে ধরেছে।

অবাক হওয়ার মতো নিউজ!!!
তবে এর ব্যবহারিক সুবিধা কি রকম হবে সেটাই ভাববার বিষয়।
তবুও আশা করছি বাংলাদেশে এসে পৌছাক।
ধন্যবাদ টিউনার আপু!!!!

    Level 0

    স্টুডেন্টদের জন্য মোটামুটি যা লাগে তার বেশি নিশ্চই নয়

    Level 0

    প্রথমে আমিই অবাক হয়েছি !!!!!!

এটা ভারতে বাস্তবায়িত হতে ৫ থেকে ৬ বছর লাগবে ।এমনকি কোন অজুহাতে এটা নাও হতে পারে, আর বাংলাদেশে এটা চিন্তাও করবেননা কারন এই দামে তারা এটা বাজারজাত করবেনা। বাংলাদেশেও আমরা কম দামে ল্যাপটপ কিনতে পারতাম, মালশিয়ার একটা কোম্পানি এ দেশে ল্যাপটপ তৈরি করতে রাজি হয়েছিল, সরকারের সাথে বনিবনা না হওয়ায় সে সম্ভাবনা শেষ। সুতরাং এই খবরে আমাদের খুশি হওয়ার কিছু নেই।

    Level 0

    সহমত

    Level 0

    মাঝে একটা আশা ছিলো যা বাংলাদেশে ১২০০০ টাকায় কেনা যাবে, এখন কি অবস্হায় আছে জানিনা। ধন্যবাদ মাতামতের জন্য।

    ওখানেই থেমে গেছে…আমাদের আশা শুধুই আশাই থেকে যাবে…!

টিউন পড়ে যা একটু আশায় বুক বাঁধছিলাম, ইলিয়াস ভাইয়ের কমেন্ট তাতে পানি ঢাইলা দিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    ভাই এই ল্যাপটপে আশা করে লাভ হবেনা, কারন যদিও সম্ভব হয়, তাহলেও ভারত আমাদেকে এই দামে দিবেনা। ধন্যবাদ আপনাকে।

একটু িডটেলজ িদেল ভালো হত আমরা েয কোেব পাবো

Level 0

নুরজাহান আপু, আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য,সোহেল ভাইয়ে সাথে এক মত,,,।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

শোনেন — ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল এটা ৪ বছর আগে বলেছিলেন , এখনও বলছেন, সামনেও হয়তো বলে যাবেন তিনি না হয় অন্য কেউ। আর আমার মনে হয় ওই ল্যাপটড় দিয়ে বড়জোড় হিন্দি ফিল্ম দেখা যাবে…. আমি সবাইকে অনুরোধ করে বলবো আসুন আমরা ভারত নীর্ভরশীলতা কমাই।

    Level 0

    কিন্তু পজিটিভ যেকোন কিছু আমরা গ্রহন করতে পারি,
    যদিও আপনার কথায় একমত
    আসুন ভারতের উপর নির্ভরশীলতা কমাই

    দাদা আপনি এ খবর কোথায় থেকে পেলেন –ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল এটা ৪ বছর আগে বলেছিলেন।।
    নাকি আপনি নিজের মনগড়া একটা কথা বলে দিলেন।
    আর এই ল্যাপটপ বাজারজাত করার জন্য ভারত বের করছে না। এটা একমাত্র ভারতীয় ঊচ্চশীক্ষায় পাঠরত ছাত্রদের জন্য তৈরী করা হচ্ছে, যা একমাত্র ভারতীয় শীক্ষা প্রতিষ্ঠান গুলির মাধ্যমে বিতরন করা হবে। আর বাজার জাত করা হবে কি না? এবং করা হলেও তা এই দামে করা হবে কি না? এ সব অনেক পরের কথা।

    আর শুধু হিন্দি ফিল্ম দেখা যায় এরকম জিনিস কে আর যাই বলা হোক ল্যাপটপ বলা যায় না— কি বলেন বিজ্ঞ টিউনার গন। তাই বিনীত অনুরোধ, না জেনে শুনে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকুন।
    আর দয়া ক রে সং্কীর্নতা কে ঝেড়ে ফেলে যার যেটা ভাল সেটা খোলা মনে গ্রহন করতে শিখুন।

    Level 0

    ৪ বছর আগে বলেছিলো কিনা আমার জানা নাই। আর হা ভারত প্রতি আমার নাই, তবে হা অবাক করা খবর তাই শেয়ার করলাম, এই আর কি !! ধন্যবাদ মন্তব্যর জন্য।

    Level 0

    @কোয়েল – আমার এইটা (ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল) বলা ভুল হইতে পারে কারন তখন অন্য কেউ হয়ত

    মন্ত্রী ছিলো , কিন্তু ঘোষনা যে তাদের থেকে কেউ দিয়েছিলো এটা নিশ্চত। আর সেই ঘোষনা আমি News-এ পড়েছিলাম

    মনে হয় ২০০৭-এ প্রথম দিকে। আমি সেই Indian News-এর কোন লিংক save করে রাখিনাই বিধায় সরাসরি প্রমান

    দিতে পারছিনা। কখনও পাইলে share করবো।

    আর সংকীর্নতার কথা বলছেন। আমি বলি বেশি সংকীর্নতা ও ভালো না আর কম সংকীর্নতা ও ভালো না। আমি যখনই

    বল্লাম যে [ আসুন আমরা ভারত নীর্ভরশীলতা কমাই ] তখনই আমি সংকীর্ন মনা হইলাম। আর ইন্ডিয়া যে আমাদের একটা

    tv channel-ও চলতে দেয় না ওইটা কি?? (একটা example দিলাম এরকম example অনেক দিতে পারবো)

    আর যেসব বাংলাদেশী খবর শুনেই কেনার জন্য পাগল হয়ে গেলেন তাদের বলি — ইন্ডিয়ার সীমান্ত রক্ষীরা daily যে

    বাংলাদেশীদের মারছে সেটা তো জানেন.. ভাই যারা আপনাকে মারলো ওদের জিনিস কেনার জন্য টাকা জমাতে শুরু

    করলেন। ল্যাপটপ তো অন্য দেশের ও পাওয়া যায় বাংলাদেশে।

    @ নূরজাহান : আপরা টিউনটা দিয়ে ভারত প্রীতি প্রকাশ পায়নাই তো। হুদাই টেনশন নিয়েন না।

এইটা আমাদের দেশে পাওয়া গেলে মনে মনে একটা মিসডকল দিয়েন আমারে। আমি কিনুম। টাকা জমাইতে আরম্ভ করলাম।

সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত! বাংলাদেশে কবে বানাবে?

    Level 0

    বাংলা দেশ লুটেপুটে খবে, না এই সব নিয়ে চিন্তা করবে।

এসব ল্যাপি আমাকে এমনিতেই দিলেও নেব না। কারণ এগুলোর যে ধরনের কোয়ালিটি থাকবে, তার কোন টাই আমার উপকারে আসবে না।

    Level 0

    হতে পারে, ধন্যবাদ মন্তব্যর জন্য।

এই ল্যাপটপ বাজারজাত করার জন্য ভারত বের করছে না। এটা একমাত্র ভারতীয় ঊচ্চশীক্ষায় পাঠরত ছাত্রদের জন্য তৈরী করা হচ্ছে, যা একমাত্র ভারতীয় শীক্ষা প্রতিষ্ঠান গুলির মাধ্যমে বিতরন করা হবে। আর বাজার জাত করা হবে কি না? এবং করা হলেও তা এই দামে করা হবে কি না? এ সব অনেক পরের কথা।

    Level 0

    ধন্যবাদ আপনার জানা শেয়ার করার জন্য।

Level 0

অতি ভালো খবর।
কোয়েল কেমন আছ?ফোন করো না কেন?

    Level 0

    🙂 🙂 🙂 কোয়েলটা আবার কে ভাই জান?

Level 0

This is very bad . You made this tune like copy pest formula of news paper. So don’t do it it. Made this type tunes which is helpful for all. Thanks…………………..

    Level 0

    Dear Paban, What do you mean? Did you seen reference link ? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ঘ. Please open eyes & …………………… Thanks a lot.

আমার জ়ানামতে বাংলাদেশে এই বছরের শেষে চট্টগ্রামে ল্যাপটপ তৈরী হবে।যার মু্ল্য হবে মাত্র ১২০০০ টাকা।
পত্রিকাতেও এর বিজ্ঞাপন ছিল।আপনাদের কি কারো চোখে পরে নাই ? ভারতের কিছহু হইলেই আমরা এতো লাফাই কেন?

    Level 0

    @ রিফাত – ভাই খবরটা শুনেছিলাম…. আরও শুনেছিলাম যে উদ্যক্তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আসলেই ভাই পোলাপাইন যে কেন এত ভারত ভারত করে….

    Level 0

    Sorry.ভাই আমি কখনো ভারত প্রীতি দেখিনা। এইটা একটা আবাক করার মত খবর তাই শেয়ার করা, এই যা। যাই হোক ১২০০০ টাকায় পাওয়া যাবে শুনেছিলাম, বর্তনামে কি অবস্হা জানানেই। দুজনকেই ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

Level New

আপু মনি সংবাদটার জন্য ধন্যবাদ।
আশাই আছি যদি আমরা পাই………..

আলরেডি ৬ বছর হয়ে গেলো ! ভারতের মানবসম্পদমন্ত্রী ৪/৫ টা চেঞ্জ হলো কিন্তু ল্যাপটপ ২ হাজার টাকায় নামলো না 😀 😀 😀 😀 😀