বিশ্বকাপে খেলছেন নেইমার- ভক্তদের মাঝে স্বস্তি।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে মেরুদন্ডে ব্যাথা পাওয়া নেইমার আগামী ১১/৮/২০১৪ এর সেমি ফাইনালে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন বলে জানিয়েছেন ব্রাজিলের ফিজিও Gary Lewin. শেষ ম্যাচের ৮৯ মিনিটের সময় নেইমারকে হাটু দিয়ে আঘাত করেন কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা। এতে নেইমারের কশেরুকার হাড্ডিতে চির ধরে। ওই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জিতলে নেইমার ইনজুরড হওয়ায় ব্রাজিল সমর্থকদের মন ভেংগে যায়। কিন্তু ফিজিওর মতে এখন সে অনেকটাই সুস্থ। তবে সদ্য ইনজুরি

থেকে ফেরা নেইমার কে কো ফিলিপ সোলারি পুরো ৯০ মিনিট খেলাবেন কিনা তাই দেখার বিষয়। 😎  :mrgreen:

সবাইকে ধন্যবাদ। ভুল হলে মাফ করবেন।

Level 0

আমি Roni the X-man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আপনি কী বললেন কিছুই বুঝলাম না।

Level 0

Vai apnar mathar taar ki dui ta chire gese. Apni ki 2018 world cup er kotha koitasen naki?

ভাই টাইম ট্রাভেলিং করছে! বুঝতে হবে! 😛

মনে হয় আগে লিখা।Publish করতে ভুলে গেসিল!:D

Level 0

GPO !!!
এই রকম অবাস্তব পোস্ট কিভাবে পোস্ট হয় টেকটিউনে ???

    @neoshahin: ভাই আপনি কোন দুনিয়ায় আচেন?

Level New

মডারেটর সাহেব কোথায়

নতুন রেজিস্ট্রেশন করতে দেয়াটা অনেক বড় ভুল হইছে -_-

    @Roni the X-man: টেকটিউনস এর পরিবেশ নস্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি টেকটিউনস নীতি মালা না পড়ে টিউন করেন আবার কেউ তার প্রতিবাদ করলে তাকে গালি গালাজ করেন… কি মনে করে নিজেকে? আপনার বিরুদ্ধে অবশ্যই টেকটিউনস ডেস্ক কে জানাবো।

      @অনন্ত জলিল দ্যা বস: নতুন রেজিস্ট্রেশন করতে দেয়াটা অনেক বড় ভুল হইছে -_-

        @অনন্ত জলিল দ্যা বস: আপনার মত সংকীর্ণ মনের লোকরাই শুধু এরকম মনে করে।

          Level New

          @Roni the X-man: আপনি তো খুবি প্রশস্ত মনের লোক, তবে একটু মাঝে মধ্যে ক্যালেন্ডার দেখেন। হালনাগাদ থাকাটা জরুরি ,

            @Surya: ভাই আমি দিনে কম করে হলেও ৪/৫ নিউজ পেপার পড়ি আর ব্লগতো আছেই। নিজের ঢোল নিজে পিটানোর জন্য বলছি না। আপনি “হালনাগাদ” এর কথা বললেন তাই বললাম।

      @অনন্ত জলিল দ্যা বস: ভাই আমি গালিগালাজ কখন করলাম আজব !

আমি কি past এ চলে আসলাম নাকি ???
মডারেটর ভাইয়েরা কই ?????

কেউ আমারে মাইরালা … মনে হয় এই ছেলে কোমায় চলে গিয়েছিল আজ গ্যান ফিরে আসছে।।So Sad

সুন্দর পোস্ট। আরো টাশকি খাইতে চাই। Keep it up boss!