আপনার, আমার, সবার বিরক্তিকর পপ আপ অ্যাডের নির্মাতা এবার ক্ষমা চাইলেন!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নেট ব্রাউজ করছেন বা গুরুত্বপূর্ণ কিছু খুঁজছেন, হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল পপ-আপ বিজ্ঞাপন! অসম্ভব বিরক্তিকর একটি মূহুর্ত। আর এমন বিরক্তির শিকার স্বয়ং এমন বিজ্ঞাপন উদ্ভাবক ইথান জাকারম্যান।

নিজের ‘কৃতকর্মের’ জন্য ক্ষমা চেয়েছেন জাকারম্যান।

সংবাদমাধ্যম সিএনএন-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৪ থেকে ১৯৯৯ সালে ইথান জাকারম্যান কাজ করতেন ওয়েবসাইট হোস্টিং প্রতিষ্ঠান ট্রাইপড ডটকম-এ। ওই সময় তারা রেভিনিউ মডেল তৈরি করা নিয়ে কাজ করছিলেন। আর এ প্রক্রিয়ায় তিনি উদ্ভাবন করেন পপ-আপ বিজ্ঞাপন।

জাকারম্যান বলেন, “রেভিনিউ মডেল তৈরির প্রক্রিয়ায় আমরা তৈরি করেছিলাম ইন্টারনেট ব্যবহারকারীদের সবচেয়ে অপছন্দের অ্যাডভার্টাইজার টুলকিট: পপ-আপ।”

একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অভিযোগ আনে যে তাদের ব্যানার বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে ‘এক্স রেটেড’ একটি সাইটে। আর তাই জাকারম্যান ভিন্ন ভিন্ন সাইটে বিজ্ঞাপন প্রচারের জন্য পপ-আপ বিজ্ঞাপনের কোড তৈরি করেন। এক পর্যায়ে এটি হয়ে দাঁড়ায় ওয়েবের উপদ্রব।

জাকারম্যান বলেন, “সরাসরি ওয়েব পেজে স্থায়ী একটি বিজ্ঞাপন বা ব্যানার তৈরি না করে ওয়েব পেজের সঙ্গে মিল রেখে বিজ্ঞাপন প্রচারের একটি মাধ্যম হিসেবে আমরা পপ-আপ বিজ্ঞাপন তৈরি করি। আর বিজ্ঞাপনদাতারা মনে করেছিলেন এটি তাদের ব্র্যান্ড এবং ওয়েব পেজটির মধ্যে একটি পরোক্ষ সম্পর্ক স্থাপন করতে পারবে।”

“তবে এটি হয়ে দাঁড়ায় ব্যবহারকারীর অন্যতম বিরক্তির কারণ। আমি অত্যন্ত দুঃখিত। তবে আমাদের উদ্দেশ্য ভালো ছিলো”-- বলেন জাকারম্যান।

বর্তমানে এমআইটির (ম্যাসাটুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি) ‘সেন্টার অফ সিভিক মিডিয়ার’ পরিচালক এবং এমআইটি মিডিয়া ল্যাবের প্রিন্সিপাল রিসার্চ সায়েনটিস্ট হিসেবে কাজ করছেন জাকারম্যান। তিনি জানান, বিজ্ঞাপন ছাড়াই তিনি এখন ইন্টারনেট ব্যবহার করতে চান।

জাকারম্যান বলেন, “অ্যাড-সাপোর্টেড ওয়েবের বয়স প্রায় ২০ বছর। আর এই দীর্ঘ সময়ে আমরা দেখেছি বিজ্ঞাপনের এই মডেল খুবই দুর্বল এবং নড়বড়ে।”

লেখাঃ ইরা ডি. কস্তা এবং প্রকাশিতঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

he he he

Level 0

আমাকে একটু সাহায্য করুন মারুফ ভাই।
আমি একটি নতুন ব্লগ খুলেছি …………
এখন আমি আমার ব্লগ এ এড এর কোড বসাবো কোথায়??

আর আমার ব্লগ amartrick2allblogspot.com

হা হা হা !!!

খুব ভালো হয়েছে ।

এই সিস্টেমটা আসলেই অনেক বিরক্তিকর ছিল ।

Level 0

ভালো হয়েছে ।

Level 0

😀