মাথাটা আমার চুলকাচ্ছিলো। ঘুরছিলাম ফিরছিলাম এবং পড়ছিলাম প্রানের প্রিয় প্লাটফর্ম টেকটিউন্সে। তো স্বভাবতই প্রতিদিন আফসোস হয় অনেক আগ্রহী লেখকদের জন্য যারা অধীর আগ্রহে বসে আছে টেকটিউন্সে রেজিস্ট্রেশনের অপেক্ষায়। কি মতলবে যেন আজ কয়েক মাস পর টেকটিউনসের রেজিস্ট্রেশন পাতায় ঢু মারলাম। উমা! এতোদিন যে রেজিশট্রশন বন্ধের নোটিশ ছিল সেটা নেই! কি সর্বনাশ! বিশাল একটি রেজিস্ট্রেশন ফর্ম। ভালোই লাগলো ব্যাপারটা। ভাবলাম এখনই একটা টিউন করা উচিৎ। কিন্তু নিজে একটা রেজিস্ট্রেশন না করে ক্যামনে হুদাই একটা টিউন লিখি? তাই বড় ভাইয়ের নামে একটা রেজিস্ট্রেশন করতে বসলাম। আবারো চমক! সবশেষে রেজিস্ট্রেশনটা হয়েই গেল!!! তবে একটি বিষয় লক্ষ্য করলাম টিটির বর্তমান রেজিস্ট্রেশন ফর্ম বিশাল লম্বা। মানে অনেক তথ্য দিয়ে তারপরই অন্তর্ভুক্ত হতে পারবেন ২কোটি+ এই প্রযুক্তি আস্তানায়। এছাড়া টিটি এখন বাংলা নাম ছাড়া ইংরেজীতে নামও গ্রহন করছেনা। এখন? এখন তো আমারই মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলেই কি টেকটিউন্স আবারো রেজিস্ট্রেশন খুলে দিয়েছে এতোদিন বন্ধ থাকার পর। এই মুহূর্তে খুব মনে পড়ছে যারা শুধু আমাকে না অনেককেই টেকটিউন্সের রেজিস্ট্রেশন সম্পর্কে প্রশ্ন করতে করতে মাথা গরম করায় তুলছিল। তাদের বলছিলাম যে টেকটিউন্সে রেজিস্ট্রেশন খুললে আপনাদেরকে খবর দিব। তো আলাদা আলাদা করে জানানো তো সম্ভব না তাই এই টিউনের মাধ্যমে তাদেরকে খবরটি জানাচ্ছি।
আমি এখনও স্বপ্ন দেখছি কি না জানিনা?! তবে নিজের হাতে একটি রেজিস্ট্রেশন করার পর সন্দেহ কেটেছে। তবুও কোন অ্যাডমিন কিংবা মডারেটর ভাই আমাদেরকে ব্যাপারটা জানান।
নতুন লেখকরা অবশ্যই দক্ষতার সাথে মানসম্মত টিউন করবে আশা করে শেষ করছি এই আউলা ঝাউলা টিউন। ব্লগার মারুফ ডট কম
আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। টেকটিউনস আসলেই একটা জট্টিল, শিক্ষনীয়, বৃহৎ বাংলা প্লাটফর্ম। যেখানে সবাই টেকনোলোজির আকাশে বিমান চালাতে পারে। টেকটিউনসের প্রতি অকৃতজ্ঞ পাবলিক আসলেই খুঁজে পাওয়া দুষ্কর। অনেক ধন্যবাদ মেহেদি হাসান আরিফ ভাইকে যিনি আমাদের বাঙ্গালীদেরকে অসম্ভব সুন্দর পরিবেশের একটি টেকনোলোজি আস্তানা উপহার দেয়ার জন্য। 😆 😛 😀
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
আজকেই আমি এখান থেকে রেজিষ্ট্রেশন করলাম।
টেকটিউন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের জন্য পুনরায় রেজিষ্ট্রেশন খুলে দেওয়ার জন্য।