টেকটিউনস এ আগ্রহী লেখকদের জন্য আবার খুলল বন্ধ দরজা! টেকটিউনসে আবার রেজিস্ট্রেশন চালু!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মাথাটা আমার চুলকাচ্ছিলো। ঘুরছিলাম ফিরছিলাম এবং পড়ছিলাম প্রানের প্রিয় প্লাটফর্ম টেকটিউন্সে। তো স্বভাবতই প্রতিদিন আফসোস হয় অনেক আগ্রহী লেখকদের জন্য যারা অধীর আগ্রহে বসে আছে টেকটিউন্সে রেজিস্ট্রেশনের অপেক্ষায়। কি মতলবে যেন আজ কয়েক মাস পর টেকটিউনসের রেজিস্ট্রেশন পাতায় ঢু মারলাম। উমা! এতোদিন যে রেজিশট্রশন বন্ধের নোটিশ ছিল সেটা নেই! কি সর্বনাশ! বিশাল একটি রেজিস্ট্রেশন ফর্ম। ভালোই লাগলো ব্যাপারটা। ভাবলাম এখনই একটা টিউন করা উচিৎ। কিন্তু নিজে একটা রেজিস্ট্রেশন না করে ক্যামনে হুদাই একটা টিউন লিখি? তাই বড় ভাইয়ের নামে একটা রেজিস্ট্রেশন করতে বসলাম। আবারো চমক! সবশেষে রেজিস্ট্রেশনটা হয়েই গেল!!! তবে একটি বিষয় লক্ষ্য করলাম টিটির বর্তমান রেজিস্ট্রেশন ফর্ম বিশাল লম্বা। মানে অনেক তথ্য দিয়ে তারপরই অন্তর্ভুক্ত হতে পারবেন ২কোটি+ এই প্রযুক্তি আস্তানায়। এছাড়া টিটি এখন বাংলা নাম ছাড়া ইংরেজীতে নামও গ্রহন করছেনা। এখন? এখন তো আমারই মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলেই কি টেকটিউন্স আবারো রেজিস্ট্রেশন খুলে দিয়েছে এতোদিন বন্ধ থাকার পর। এই মুহূর্তে খুব মনে পড়ছে যারা শুধু আমাকে না অনেককেই টেকটিউন্সের রেজিস্ট্রেশন সম্পর্কে প্রশ্ন করতে করতে মাথা গরম করায় তুলছিল। তাদের বলছিলাম যে টেকটিউন্সে রেজিস্ট্রেশন খুললে আপনাদেরকে খবর দিব। তো আলাদা আলাদা করে জানানো তো সম্ভব না তাই এই টিউনের মাধ্যমে তাদেরকে খবরটি জানাচ্ছি।

আমি এখনও স্বপ্ন দেখছি কি না জানিনা?! তবে নিজের হাতে একটি রেজিস্ট্রেশন করার পর সন্দেহ কেটেছে। তবুও কোন অ্যাডমিন কিংবা মডারেটর ভাই আমাদেরকে ব্যাপারটা জানান।

নতুন লেখকরা অবশ্যই দক্ষতার সাথে মানসম্মত টিউন করবে আশা করে শেষ করছি এই আউলা ঝাউলা টিউন। ব্লগার মারুফ ডট কম

আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। টেকটিউনস আসলেই একটা জট্টিল, শিক্ষনীয়, বৃহৎ বাংলা প্লাটফর্ম। যেখানে সবাই টেকনোলোজির আকাশে বিমান চালাতে পারে। টেকটিউনসের প্রতি অকৃতজ্ঞ পাবলিক আসলেই খুঁজে পাওয়া দুষ্কর। অনেক ধন্যবাদ মেহেদি হাসান আরিফ ভাইকে যিনি আমাদের বাঙ্গালীদেরকে অসম্ভব সুন্দর পরিবেশের একটি টেকনোলোজি আস্তানা উপহার দেয়ার জন্য। 😆 😛 😀

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজকেই আমি এখান থেকে রেজিষ্ট্রেশন করলাম।
টেকটিউন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের জন্য পুনরায় রেজিষ্ট্রেশন খুলে দেওয়ার জন্য।

    @ইসলামের আলো বিডি: আপনাকে দেখেও আজ কিছুটা মনে সন্দেহ জেগেছিল। কারন আপনাকে আগে দেখিনি। আজ হঠাত। পরে রেজিস্ট্রেশন খোলা দেখে বুঝতে পারলাম।
    আপনাকে স্বাগতম :p

      @ব্লগার মারুফ: ধন্যবাদ। আমিও মনে মনে এটাই ধারণা করেছি যখন আপনার এই পোষ্টটি দেখেছি। কারণ আমি এর আগে একটি পোষ্টে কমেন্ট করেছিলাম।

আমি কিছুক্ষন আগে রেজিস্ট্রেশন করলাম। ধন্যবাদ টেকটিউন পরিবার।

যাক অবশেষে খুলে দেওয়া হল টেকটিউনস এর রেজিস্ট্রেশন, এবার নতুন নতুন ভাল মানের টিউনার পাওয়া যাবে, যাদের থেকে অনেক কিছু শিখার আছে।

    @হোছাইন আহম্মদ: ভাই আপনাকে আগে এডমিন ভাবতাম। আপনি জানেন? 😛

      @ব্লগার মারুফ: তাই নাকি মারুফ ভাই আর এডমিন হবার যোগ্যতা তো আমার নেই!

        @হোছাইন আহম্মদ: কি যে বলেন ভাই। সেটা আমরা জানি। আপনার না জানলেও চলবে!

          @ব্লগার মারুফ: আপনার না জানলেও চলবে! এটার মানে বুঝলাম না মারফ ভাই!

        @হোছাইন আহম্মদ: বললাম যে, আপনার যোগ্যতা আছে সেতা আমরা জানি।

অনেক অপেক্ষা করার পর রেজিষ্ট্রেশন করলাম ।

priyo tunes gula kivabe dekhbo? Onek din por Techtunes e login korlam.

    টেকটিউনসে আগে প্রিয় টিউনস নামে একটা মেন্যু ছিল। এখন আর নেই

অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখানে যোগ দেয়ার কিন্তু পারি না রেজিস্ট্রেশন বন্ধ ছিল বলে। আজকে খলার সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেল্লাম খুব ভালো লাগছে যোগ দিতে পেরে। ধন্যবাদ টেকটিউনস কে।

    @জুবায়ের আহমেদ: স্বাগতম । মানসম্মত পোস্ট করবেন আশা করছি।

রেজিষ্ট্রেশন করলাম

অনেকবার রেজিস্টার করতে এসে ঘুরে গেছি! আজ রেজিস্ট্রেশন করতে পেরে অনেক খুশি। প্রায় প্রতিদিনই কয়েকবার করে আসি প্রিয় টেকটিউনস-এ। আজ এর সদস্য হতে পেরে অনেক ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ টেকটিউনস-কে।

    @ডলার মাহমুদ: আপনাকেও ধন্যবাদ টিটির আস্তানায় আসার জন্য। স্বাগতম

Thanks Vai ..অনেক দিন ধরে আশায় ছিলাম

    @শাহাদত হোসেন: আপনাকেও ধন্যবাদ । মানসম্মত টিউনের আশায় রইলাম ।

উফ : এতদিন পরে শান্তি পেলাম । আমি তো ভেবেছিলাম এ Life এ বোধহয় আর Registration করতে পারবো না । Techtunes অনেক অনেক কিছু দিয়েছে ,তাই Comment করতে না পেরে খুব খারাপ লাগতো ।
আর আশাকরি অনেক নতুন Tuner পাব এবং অনেক কিছু জানতে জানতে পারব ।
কবে থেকে New Registration Open করা হল Plz জানাবেন ?

    @নীলোৎপল বেদী: আমি নিজেও জানিনা। আমার তো রেজিস্ট্রশন পেজ দেখার প্রয়োজন হয়না। তবে আজ মাথায় হুট করে ইচ্ছে হওয়াতে রেজিস্ট্রেশন পেজে ঢুকেই দেখি এই কারবার। আর সাথে সাথে শেয়ার করে ফেললাম।

      @ব্লগার মারুফ: বেশ কয়েকদিন আগেই সেই চিরপরিচিত Pinned Post টি দেখতে না পেয়ে Registration Page Visit করেছিলাম । কিন্তু Sign Up এর Option না দেখে হতাশ হয়েছিলাম ।
      But, আপনার এই Tune দেখে খুব ভালো লাগল ।ধন্যবাদ ।
      Techtunes Admin এর উচিত ছিল এটা নিয়ে Post করার ।

        @নীলোৎপল বেদী: আমি জানি টিটি এটি নিয়ে টিউন করবেন না। আর করলেও হয়ত দেরি করবেন। তাই যারা হতাশ হয়ে আর রেজিস্ট্রেশন পেজেই ঢুকেন না তাদের স্বার্থে খবরটি জানায় দিতেই পোস্ট করলাম।

আমি দীর্ঘ কয়েক মাস অপেক্ষা করার প আজ কে Registration করলাম ধন্যবাদ techtunes

আমি টেকটিউনসের একজন নিয়মিত ভিজিটর।অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এখানে রেজিস্ট্রেশন করার।যাক অবশেষে সফল হলাম।খুব ভাল লাগছে আপনাদের সাথে যোগ দিতে পেরে………….

আপনার পোস্টের মাধ্যমে টেকটেউন্স কর্তৃপক্ষের কাছে জানতে চাই, নতুন রেজিস্ট্রেশনে ব্যক্তিগত অনেক তথ্য চাওয়া হয়েছে। আমাদের তথ্যগুলি আপনাদের কাছে কতটুকু নিরাপদ এবং তথ্যগুলি আপনারা বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করবেন কিনা এসব বিষয়ে আপনাদের একটা ডিকলারেশন থাকলে ভালো হতো। পৃথিবীর বড় বড় সব কমিউনিটির ইউজারদের ব্যক্তিগত ডাটার নিরাপত্তার ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় কমিউনিটি হিসেবে আপনাদেরও এরকম কিছু থাকা উচিত। এই ব্যাপারে সকল টিউনারের মতামত আশা করছি।

    @মো আখলাকুজ্জামান: আপনার কথাগুলো আশা করি মডারেটর এবং টেকটেউন্স কর্তৃপক্ষের নজরে আসবে। টেকটেউন্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ব্লগার মারুফ ভাই , আমি আপনার টিউন থেকে জানলাম টেক টিউনসে নতুন করে আবার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম , আজ রেজিস্ট্রেশন করলাম। টিটিতে আমার প্রথম কমেন্ট আপনার টিউনেই করলাম। ধন্যবাদ।

    @রফিকুল ইসলাম: অনেক ভালো লাগলো আপনার প্রথম কমেন্ট আমার টিউনে। স্বাগতম।

অনেক দিন ধরেই সুযোগ টার অপেক্ষায় ছিলাম। অনেক অনেক ধন্যবাদ। আর আমি আপনার ব্লগার মারুফ ডট কম এর অনেক বড় ফ্যান।

    @অয়ন হোসেন রাশেদ: অনেক ধন্যবাদ ভাই। জেনে ভালো লাগলো আপনি আমার ফ্যান।

ভালো করছে।

৫ বছর পর পর জেমন ভোটার হালনাগাদ হয় তেমন ভাবেই মনে হয় টেকনিউনের হালনাগাদ শুরু …

এইটা করার বিশেষ কোন দঙ্কার ছিল না। স্প্যামিং বাড়তে পারে 🙁

    @ফুর্তি মামা: মাথা ব্যাথা করলে তো মাথা কেটে ফেলা যাবেনা। স্পামিং বাড়বে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। আর এতে নতুন নতুন ভালো টিউনারও আমরা পাব/

আমিও আজকে এমনিতেই রেজিস্ট্রেশন পেইজে গেলাম।দেখি যে কোন নোটিশ নাই।রেজিস্ট্রেশন করে ফেললাম।feeling So HAPPY…আমাদের অবশ্যই TECHTUNES এর নিয়ম মানা উচিত।

টেকটিউন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের জন্য পুনরায় রেজিষ্ট্রেশন খুলে দেওয়ার জন্য।

Level 0

টেকটিউন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অনেক অনেক ধন্যবাদ টেকটিউন পরিবারকে, আমি নতুন আপনাদের মাঝে, অনেক ভাল লাগলো টেকটিউন পরিবার এর একজন সদস্য হতে পেরে।

টেকটিউন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের জন্য পুনরায় রেজিষ্ট্রেশন খুলে দেওয়ার জন্য।
আমি টিউন এর মাজখানে image add করতে পারছি না একটু help করলে খুসি হতাম।।
@ব্লগার মারুফ

ধন্যবাদ Help করার জন্য।।
@ব্লগার মারুফ