এইচএসসি রেজাল্ট ২০১৪ সবার আগে পেতে চান? জেনে রাখুন বেশ কয়েকটি রাস্তা !!! [এক্সক্লুসিভ টিউন]

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় একটি পাবলিক পরীক্ষা হল এইচএসসি। আগামীকাল অর্থাৎ ১৩ আগস্ট, ২০১৪ তারিখে বের হতে যাচ্ছে এইচএসসি ২০১৪ সালের পরীক্ষার ফলফাফল। আর এই রেজাল্টের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে এগারো লাখ পরীক্ষার্থী সাথে তো তাদের অভিভাবকরা রয়েছেনই। যাই হোক এইচএসসি রেজাল্টের অপেক্ষায় থাকা প্রতিটা মানুষই রেজাল্ট জানার নিয়মগুলো জানেন। কিন্তু রেজাল্টের দিন কিংবা আগের দিন সেই চিরায়িত পদ্ধতিগুলোও টেনশনে ভুলে গিয়ে বসেন। আর সেজন্যই লিখছি এই টিউন। জানিয়ে দিচ্ছি সবার আগে রেজাল্ট পেতে কয়েকটা উপায় বা রাস্তা। সবগুলোই জেনে রাখুন অবশ্যই যেকোন একটা উপায়ে সহজেই মিলে যাবে আপনার কাঙ্ক্ষিত ফলফাফল সবার আগে!

অনলাইনে পেতে পারেন এইচএসসি রেজাল্ট ২০১৪

পরীক্ষার ফলাফল জানতে প্রথমেই মুখে চলে আসে অনলাইন। প্রায় সবাই অনলাইনেই প্রথম চেষ্টা করে থাকেন রেজাল্ট পাওয়ার জন্য। অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০১৪ জানতে ভিজিট করুন http://www.educationboardresults.gov.bd/lite/index.php । কিন্তু দুঃখের বিষয় অনলাইনে এক সাথে লক্ষ লক্ষ মানুষের চাপ থাকায় সার্ভার গুলো প্রায় কাহিল, নাজেহাল এবং অচল হয়ে যায়। তবুও চেষ্টার মাইর নাই। হাল না ছেড়ে চেষ্টা করতে পারেন। হাল না ছেড়ে চেষ্টা করুন লাখ লাখ মানুষের ভিড়ে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফলফল অনলাইনেই!

হাতের মুঠোফোনেই পাবেন এইচএসসি রেজাল্ট ২০১৪

ডিজিটাল বাংলাদেশে এখন আরেকটি সহজ উপায় হল মোবাইলেই পরীক্ষার ফলাফল জানা। এটা নতুন খবর নয় তবে মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানার প্রক্রিয়াটি অনেকেই ভুলে গেছেন। শুধুমাত্র সেটাই মনে করে দিচ্ছি।

  • সর্বপ্রথম আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
  • তারপর একটি নতুন এসএমএস কম্পোজ করুন।
  • মেসেজ কম্পোজে লিখুন HSC তারপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর। এবার আরেকটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর। আবার একটী স্পেস দিয়ে লিখুন ২০১৪ এবং মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
  • শিক্ষা বোর্ডের প্রথম দিন অক্ষর সমূহঃ Madrasah: MAD, Dhaka: DHA, Comilla: COM, Chittagong: CHI, Jessore: JES, Rajshahi: RAJ, Dinajpur: DIN, Barisal: BAR, Sylhet: SYL
  • এসএমএস উদাহরনঃ HSC <space> DIN <space> 814580 <space> 2014 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে দেখুন এইচএসসি রেজাল্ট ২০১৪

নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও দেখে নিতে পারেন আপনার এইচএসসি রেজাল্ট ২০১৪। এই রীতিটা সাধারনত এখন আর নেই বললেই চলে। আগে সবাই ধাক্কাধাক্কি করে নিজের কলেজের বোর্ডে রেজাল্ট দেখে নিত। রেজাল্ট ভালো হলে মজা করত বন্ধুদের সাথে। আর রেজাল্ট খারাপ হলে মন খারাপ করে হয়ত বাসায় ফিরত। এখন এই প্রথা নেই বললেই চলে। কেউ চাইলে রেজাল্ট প্রকাশের পরই নিজের কলেজে রেজাল্ট দেখে নিতে পারবে।

ফেসবুকে পাবেন আপনার এইচএসসি রেজাল্ট ২০১৪

রেজাল্ট প্রকাশের পরে অনেকেই ফেসবুকে ঘোরাফেরা করেন রেজাল্টের আশায়। আর সেজন্য ব্লগার মারুফ আপনাদের সুবিধার কথা ভেবে ফেসবুকে চালু করেছে রেজাল্ট জানিয়ে দেয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। ফেসবুকে এই লিংক এ ঢুকে পেজটির সর্বশেষ এইচএসসি বিষয়ক টিউনটিতে টিউমেন্ট করুন আপনার শিক্ষা বোর্ডের নাম এবং রোল নম্বর। রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই ফেসবুকে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।

ফ্রি এসএমএস মাধ্যমে মোবাইলেই পেয়ে যান এইচএসসি রেজাল্ট ২০১৪

কি অবাক হচ্ছেন? না অবাক হওয়ার কিছুই নেই। এটি ব্লগার মারুফের ক্ষুদ্র আরেকটি প্রচেষ্টা। চাইলে আপনি এই টিউনের পরই সাবমিট করে রাখতে পারেন আপনার রোল নম্বর, বোর্ড এবং মোবাইল নম্বর সহ [email protected] ইমেইল ঠিকানায়। আমি এবং আমার সহযোগীরা এইচএসসি রেজাল্ট প্রকাশের পর অনলাইনে একটিভ থাকার চেষ্টা করব। ফেসবুক এবং মেইল মিলিয়ে সকল রেজাল্ট জানার অনুরোধগুলো পূরন করার যথাসাধ্য চেষ্টা করব। মেইলে যারা মোবাইল নম্বর সহ অনুরোধ করবেন তাদের রেজাল্ট জানা সম্ভব হলে তাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দিব রেজাল্টটি সম্পূর্ণ বিনা পয়সায়। আবারো বলছি এটি একটি চেষ্টা মাত্র। যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে রেজাল্ট জানানোর। তবে ১০০% আশায় নির্ভর করবেন না আমার এই ফ্রি সার্ভিসে।

সবশেষে...

যারা এইচএসসি পরীক্ষা দিয়ে রেজাল্টের আশায় সময় গুনছেন। তাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক অনেক অনেক শুভ কামনা। Best Of Luck । সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ মারুফ ভাই। এই রাস্তা টাও অ্যাড করে দিতে পারেন
https://apps.facebook.com/bresult/

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।আপনার টিউন গুলো সত্যি উপকারী ।

এখান থেকেও ফলাফল পেতে পারেন- http://www.educarebd24.com/2014/08/blog-post.html

ধন্যবাদ দিতে পারলাম না কারন এখন পর্যন্ত কোন ফল পাই নাই।