পাবনায় ২ মাসব্যাপী ফ্রি “প্রফেশনাল ওয়েব ডিজাইন” প্রশিক্ষণ – ভিশন টিউটোরিয়্যাল।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

(. 😛 ...........সুখবর....... 😛 ....... সুখবর...... 😛 ........  সুখবর.............. 😛 )

পাবনা জেলাতে এই প্রথম শুরা হতে যাচ্ছে ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষন কর্মশালা আপনিও এই কর্মশালায় যোগ দিন। নীজেকে ওয়েব ডেভেলপার হিসেব আত্মপ্রকাশ করুন। সন্ধা কালীন প্রশিক্ষন এবং সর্বোচ্চ ২০টি আসন সংখ্যা।
মাস ব্যাপী প্রশিক্ষনে সপ্তাহে শুক্রবার ব্যতিত প্রতিদিন চলবে “প্রফেশনাল ওয়েব ডিজাইন প্রশিক্ষণ”। অনলাইন ক্যারিয়ারের জন্য সঠিক পথটি খুঁজে নেয়ার সিদ্ধান্ত এখনই নিন।
কোর্সটি কেন এবং কি কি আছে?
বর্তমানে ওয়েব ডিজাইন একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়। বিশেষ করে সম্ভাবনাময় ও নিশ্চিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য। বাংলাদেশের অনেক তরুণেই তাদের পছন্দের ক্যারিয়ার বেছে নিয়েছে ওয়েব ডিজাইনিংকে। তারা দেশ এবং দেশের বাইরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে যথেষ্ট অর্থ উপার্জন করছে। তবে সেই স্তরে পৌঁছোতে প্রয়োজন সঠিক গাইডলাইন এবং দক্ষহাতের প্রশিক্ষণ। এই লক্ষ্যেই ভিশন টিউটোরিয়্যালের পথ চলা এবং আমরাই প্রথম শুরু করছে “প্রফেশনাল ওয়েব ডিজাইন প্রশিক্ষণ”। কোর্সে থাকছে ওয়েব ডিজাইনিং এর গুরুত্বপূর্ন বিষয়াবলী।

তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি হাতে কলমে লাইভ প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সমস্ত প্রশিক্ষনের ভিডিও টিউটোরিয়্যাল সরবরাহ করা হবে।
কোর্সে যে বিষয়গুলা থাকছেঃ

১) এইচটিএমএল-৪।
২) সি এস এস-৩ ।
৩) জাভাস্ক্রিপ্ট ব্যাসিক।
৪) পিএইচপি ব্যসিক।
৫) ওয়ার্ডপ্রেস।
৬) টেমপ্লেট ডিজাইন।
৭) ডোমেইন এবং হোস্টিং।
৮) সিপ্যানেল ।

কোর্স ফি:
ভিশন টিউটোরিয়্যাল এর পক্ষ থেকে উক্ত কোর্সটি সম্পূর্ন বিনামূলে সিমিত সংক্ষক শিক্ষার্থির জন্যে করানো হবে। ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে।

ভিশন টিউটোরিয়্যাল এর উদ্দেশ্য হল প্রফেশনাল মানের ডেভেলপার তৈরি এবং তাদের সঠিক গাইডলাইনর মাধ্যমে আর্নিংস নিশ্চিত করা। আমাদের তৈরিকৃত ভিডিও টিউটোরিয়্যাল সম্পূর্ন ফ্রি তে বিতরণ করা। যে কেউ আমাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন। মূলত প্রযুক্তি জ্ঞানের প্রসারই আমাদের টিমের প্রধান উদ্দেশ্য।
এইচটি এম এল, সি এস এস, পি এইচপি, ওয়ার্ডপ্রেসস,অফিস, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট লিনাক্স লোগো ডিজাইন ইত্যাদি টিউটোরিয়াল আমরা প্রকাশ করতে যাচ্ছি। এছাড়াও ধীরে ধীরে বিভিন্ন প্রকার নতুন বিষয়াবলী আমাদের বিভাগে যোগ করা হচ্ছে।
ফ্রি ভিডিও টিউটোরিয়্যাল বিতরণ সহ আমরা সার্বক্ষনিক সাপোর্ট দিয়ে থাকি। এবং আমাদের ফেসবুকের ভিশন টিউটোরিয়্যাল গ্রুপে লাইভ হেল্প এবং সোর্স ফাইল সবার জন্যে উন্মুক্ত। বিডি বিগ বাজার এবং ভিশন টিউটোরিয়্যাল টিমের সাথেই থাকুন।

প্রযুক্তি হউক উন্মুক্ত, সবার জন্য।

ভিশন টিউটোরিয়্যালে উক্ত কোর্সের বিস্তারিতঃ
ক্লাশ শুরুঃ ১ সেপ্টেম্বর , ২০১৪
প্রশিক্ষণের মেয়াদঃ ১ মাস
ক্লাশ অনুষ্ঠিত হবেঃ প্রতিদিন শুক্রবার ব্যতিত পলিটেকনিক সংলগ্ন এলাকা সিংগাতে।

সময় : প্রতিদিন সন্ধা ৭.০০টা থেকে ৮.০০ টা পর্যন্ত।
ভর্তি ফিঃ ১০০/= টাকা,
কোর্স ফি: কোর্স সম্পূর্ণ ফ্রি
প্রজেক্ট ভিডিও টিউটোরিয়্যাল: ১,০০০ টাকা।
আসন সংখ্যা সীমিত। তাই আজই আপনি আসনটি নিশ্চিত করতে নিচের ঠিকানাতে যোগাযোগ করুন।

Tuton Kumar Sakr
Admin: Vision Tutorial, BDBigBazar.com

E-mail: [email protected]
Contact No: 01674486722
বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুনঃ-

তুহিন হোমিও হল
সিংগা বাজার সংলগ্ন, পলিটেকনিক রোড,

পাবনা সদর, পাবনা।
মোবাইলঃ ০১৬৭৪-৪৮৬৭২২, ০১৭১৯-৮৯৮৭৫০
ইমেইলঃ [email protected], [email protected]
বিস্তারিত তথ্যের জন্য - http://www.bdbigbazar.com

Level 3

আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ। আমি পাবনাতে থাকি…………. দেখি কোর্সটা করতে পারি কিনা।

Level 0

ভালো কাজ এগিয়ে চলুন ……