প্রিয় টেকটিউন ভাই।
আশা করি ভালো আছেন। অনেক দিন থেকে টেকটিউন সাইট নিয়মিত ব্যবহার করে থাকি। পরিবর্তন এর যুগে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। এর ফলে অনেক কিছু আর সহজতর হচ্ছে। আবার অনেক সময় পরিবর্তন অনেক বিরক্তের কারন হয়েও দারায় যেমন টেকটিউন। আবার বেশি জনপ্রিয় হলেও গুনগত মান নষ্ট হয়ে যায়।
১। টেকটিউন এ ঢুকেই দেখবেন একগাদা অ্যাড, টেকটিউন লোগ ছাড়া বুঝার উপাই নেই এটা টেকটিউন সাইড। অ্যাড এর কারনে নিজের মেনুবার হাইলাইট করতে পারে নাই।
২। আরেকটু নিচে গেলে দেখবেন ডান দিকে বড় করে বিক্রয় ডটকম এর বড় একটা অ্যাড, বাম দিকে হচ্ছে টিউনার লিষ্ট, টিউনার লিষ্ট এখানে এত বড় করে হাইলাইট করার কি মানে ঠিক বুঝলাম না। টিউন বিভাগে আলাদা একটা ক্যাটাগরি করে হাইলাইট করে রাখলেই হত।
৩। এর পর দেখবেন টেকটিউন এর এক বিশাল অ্যাড, এতা ঠিক আছে এই অ্যাডটা মেনে নেওয়া যায় কিন্তু তার নিচে দেখবেন স্পন্সার অ্যাড, কিন্তু মজার বিষয় হল ২ এবং ৩ এই দুইটার অ্যাড এর মাঝখানে হট নিউজ। মনে হচ্ছে অ্যাডের চাপে হট নিউজ মাইঙ্কা চিপায় পরছে।
৪। আরেকটু নিচে গেলে দেখবেন আবার সেই অ্যাড, আপনার তখন মনে হতে পারে এটা কি টেকটিউন নাকি অ্যাডটিউন। আমরা বাঙালি তাই সব কিছু চোখ বন্ধ করে হজম করতে হয় কি আর করব।
৫। ৫নাম্বারে এসে আপনি পাবেন সেই কাঙ্ক্ষিত টেকটিউন। যা পরার জন্য আপনি এই সাইডে ঢুকেছেন। কিন্তু সেখানেও এক ধরনের বিরক্তিকর অবস্থা, যারা নতুন ইউজার তারা হয়তো বুঝতে পারবেনা কিন্তু যারা পুরাতন ইউজার তার বুঝতে পারবে বিষয়টা
এর পর টিউনের মাঝে মাঝে আর ৭ খান অ্যাড পাবেন। একটা কথা আছে প্রচারই প্রসার। তার নিচে যথারিতি রয়েছে
* নতুন পর্বের চেইন টিউন, সেখানেও অ্যাড এর মাফ নাই ডান দিকে রয়েছে আরেকটা অ্যাড
* টেকটিউন্স হেল্প জ্যাকেট
* নতুন টিউমেন্ট
* টেক টিউন জরিপ * সবচে প্রিয় টিউনস * টপটিউনার
এই হচ্ছে পুরা টেকটিউনের অবস্থা। পুরাটা দেখে মনে হচ্ছে টেকটিউনের অবস্থা আর বিটিভি অবস্থা এক। ক্রিকেটে ১ বল হয়েযায় কিন্তু অ্যাড আর শেষ হয়না। প্রযুক্তি বিষয়ের একটা সাইড বলে আমরা এখানে পরতে আসি কিন্তু পরতে আসি বলে আমাদের এভাবে বিরক্তিকর অবস্থা ফেলার মানে কি। অথচ আমি যখন প্রথম এই সাইডে ভিজিট করি তখন সব কিছু এত সহজ ভাবে দেখে আমার ভাল লেগে যায় এখন পযন্ত এই সাইড ব্যবহার করে থাকি। সব কিছু আপডেট হক এটা আমরা চাই কিন্তু আপডেটের নামে সব কিছু উল্ট পাল্ট করে ফেলা সহজ জিনিষ কে কঠিন করে ফেলা আর পুরা সাইডটাকে অ্যাড দিয়ে পাবলিসিটি করা এসব আমরা চাইনা। তাই এডমিন ভাইকে বলব বিষয়টা একটু চিন্তা করে দেখবেন। আর বিষয় করে
আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
u r r8