টেকটিউন সাইড প্রসঙ্গে কিছু কথা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রিয় টেকটিউন ভাই।

আশা করি ভালো আছেন। অনেক দিন থেকে টেকটিউন সাইট নিয়মিত ব্যবহার করে থাকি। পরিবর্তন এর যুগে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। এর ফলে অনেক কিছু আর সহজতর হচ্ছে। আবার অনেক সময় পরিবর্তন অনেক বিরক্তের কারন হয়েও দারায় যেমন টেকটিউন। আবার বেশি জনপ্রিয় হলেও গুনগত মান নষ্ট হয়ে যায়।

১। টেকটিউন এ ঢুকেই দেখবেন একগাদা অ্যাড, টেকটিউন লোগ ছাড়া বুঝার উপাই নেই এটা টেকটিউন সাইড। অ্যাড এর কারনে নিজের মেনুবার হাইলাইট করতে পারে নাই।

২। আরেকটু নিচে গেলে দেখবেন ডান দিকে বড় করে বিক্রয় ডটকম এর বড় একটা অ্যাড, বাম দিকে হচ্ছে টিউনার লিষ্ট, টিউনার লিষ্ট এখানে এত বড় করে হাইলাইট করার কি মানে ঠিক বুঝলাম না। টিউন বিভাগে আলাদা একটা ক্যাটাগরি করে হাইলাইট করে রাখলেই হত।

৩। এর পর দেখবেন টেকটিউন এর এক বিশাল অ্যাড, এতা ঠিক আছে এই অ্যাডটা মেনে নেওয়া যায় কিন্তু তার নিচে দেখবেন স্পন্সার অ্যাড, কিন্তু মজার বিষয় হল ২ এবং ৩ এই দুইটার অ্যাড এর মাঝখানে হট নিউজ। মনে হচ্ছে অ্যাডের চাপে হট নিউজ মাইঙ্কা চিপায় পরছে।

৪। আরেকটু নিচে গেলে দেখবেন আবার সেই অ্যাড, আপনার তখন মনে হতে পারে এটা কি টেকটিউন নাকি অ্যাডটিউন। আমরা বাঙালি তাই সব কিছু চোখ বন্ধ করে হজম করতে হয় কি আর করব।

৫। ৫নাম্বারে এসে আপনি পাবেন সেই কাঙ্ক্ষিত টেকটিউন। যা পরার জন্য আপনি এই সাইডে ঢুকেছেন। কিন্তু সেখানেও এক ধরনের বিরক্তিকর অবস্থা, যারা নতুন ইউজার তারা হয়তো বুঝতে পারবেনা কিন্তু যারা পুরাতন ইউজার তার বুঝতে পারবে বিষয়টা

এর পর টিউনের মাঝে মাঝে আর ৭ খান অ্যাড পাবেন। একটা কথা আছে প্রচারই প্রসার। তার নিচে যথারিতি রয়েছে

* নতুন পর্বের চেইন টিউন, সেখানেও অ্যাড এর মাফ নাই ডান দিকে রয়েছে আরেকটা অ্যাড

* টেকটিউন্স হেল্প জ্যাকেট

* নতুন টিউমেন্ট

* টেক টিউন জরিপ * সবচে প্রিয় টিউনস * টপটিউনার

এই হচ্ছে পুরা টেকটিউনের অবস্থা। পুরাটা দেখে মনে হচ্ছে টেকটিউনের অবস্থা আর বিটিভি অবস্থা এক। ক্রিকেটে ১ বল হয়েযায় কিন্তু অ্যাড আর শেষ হয়না। প্রযুক্তি বিষয়ের একটা সাইড বলে আমরা এখানে পরতে আসি কিন্তু পরতে আসি বলে আমাদের এভাবে বিরক্তিকর অবস্থা ফেলার মানে কি। অথচ আমি যখন প্রথম এই সাইডে ভিজিট করি তখন সব কিছু এত সহজ ভাবে দেখে আমার ভাল লেগে যায় এখন পযন্ত এই সাইড ব্যবহার করে থাকি। সব কিছু আপডেট হক এটা আমরা চাই কিন্তু আপডেটের নামে সব কিছু উল্ট পাল্ট করে ফেলা সহজ জিনিষ কে কঠিন করে ফেলা আর পুরা সাইডটাকে অ্যাড দিয়ে পাবলিসিটি করা এসব আমরা চাইনা। তাই এডমিন ভাইকে বলব বিষয়টা একটু চিন্তা করে দেখবেন।  আর বিষয় করে

» টিউন বিভাগ : ওয়েব ডিজাইন
» টিউমেন্টস : 7 টিউমেন্টস
» প্রিয় হয়েছে : 1 বার
এই বিষয়টা খুবই বিরক্তি কর লাগে। আর এটাকে আত বড় করে হাইলাইট করার কি দরকার ছিল। আমার সাধারন মাথায় ঢুকেনা।

Level 0

আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

u r r8

আপনার কথার সাথে সম্পর্ন একমত এটা টেকটিউন টিম কে দেখা উচিত

আমি বাধ্য হয়েই Adguard দিয়েই সব অ্যাড রিমুভ করে অ্যাড ফ্রী টেকটিউন্স ব্রাউয করি/ চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। গুগল সারচ করুনঃ Adguard। তারপর অইটা দিয়ে অ্যাড ব্লক করুন।
আর টেক্টিউন্স চলে অ্যাড এর মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে। সাইট তো আর ফ্রী চলে না। আর আমরাও তো টাকা দেই না। তাই অ্যাড বন্ধ করার কোন উপায় দেখি না।

টেকটিউন টিম কে দেখা উচিত

আপনাদের সাথে সহমত

সহমত @ বুঝলাম না আগের টেকটিউনস আর এখন টেকটিউনস অনেক পার্থক্য হয়ে গেল। উপরের বিষয় গুলো টেকটিউনস টিম কে বিবেচনার অনুরোধ রইল। আমাদের টেকটিউনস কে আগের মত দেখতে চাই আমরা।

টেকটিউনস কর্তৃপক্ষকে যেমন ব্লগ পরিচালনার অর্থ সংগ্রহের জন্য অ্যাড দিতে হবে তেমনি তাদের উচিত ভিসিটরদের বিরক্তিকর অবস্থা সম্পর্কে বুঝে ভিসিটরকে বিরক্ত না করে অ্যাড দেয়া।

টেকটিউনস এর এপস টারও বেহাল দশা হইছে। টিউনের শিরোনাম পর্যন্ত দেখা যায় না। বাজে হয়ে গেছে।

Level 0

টেকটিউনস চলে বিজ্ঞাপনে। তাই ওই ব্যাপারে অভিযোগ করাও আমার উচিত হবেনা। তবে নতুন এই টাইটেল সিস্টেম নিয়ে সত্যিই অসম্ভব একটা বাজে ব্যাপার।
আমি নিজেও এই ব্যাপারে একটা পোস্ট করতে চাচ্ছিলাম। ধন্যবাদ সামিউল ভাই 🙂

    @seeam: ২/১ বছর পিছনে দিকে তাকান তখন কিন্তু এত অ্যাড ছিলোনা। কিন্তু টেকটিউন ঠিকই চলেছে। অ্যাডের মাধ্যেমে একটা এক্সট্রা ইনকাম ছাড়া আর কিছুনা।

      Level 0

      @সামিউল: তখন কিন্তু এত ভিজিটরও ছিল না। বেশি ভিজিটর মানে বেশি বড় হোস্টইং খরচ! 🙂
      তবে অ্যাড কম হলে অবশ্যই একজন পাঠক হিসাবে শান্তি লাগে!

অ্যাড নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ আয়টা আসে অ্যাড থেকেই ।
আর ইদানিং বেশ কিছু সাইট দেখতে হুবহু টেকটিউনসের মত – টেকটিউনসের নতুন এই স্টাইল দেওয়ার কারণ সম্ভবত এটাই । যেমন একটা সাইট দিইঃ www. itrongbd .com

টেকটিউনে আপনাকে দিয়ে দিলে এড ছাড়া চালাতে পারবেন? মাসিক বিল কত জানেন?

    @জাবেদ ভূঁইয়া: টেকটিউন এক প্রকার ব্লগের মত। এখানে আমাদের বিষয় গুলা প্রকাশ করে থাকি, আর এখানে মাসিক বিল ঠিক বুঝলাম না। আমি তো জানি প্রতি বছর ডোমেইন আর হোস্টিং এর জন্য এক প্রকার এমাউন্ট দিতে হয় সেটাও তেমন একটা বেশী না।

তবে অতিরিক্ত বিজ্ঞাপনের দিক থেকে আমি আপনার সাথে একমত।

সাইট এ এড তো থাকবেই কিন্তু এখানে খুব বেশি।

অ্যাড থাকুক সেটা সমস্যা নয় টেকটিউনসে দরকারের চাইতে বেশিই অ্যাড দেয়া হচ্ছে যা খুবই বিরক্তিকর।

Level New

ভাই আমিও আপনার সাথে এক মত ।

আমিও একমত। অ্যাড অবশ্যই থাকবে তবে এত বেশি ভালো না। তাছাড়া বর্তমানে যে যে পোস্ট এর টাইটেল এর উপরে মেটা দিয়েছে আমার কাছে এটা সবচেয়ে বাজে মনে হয়েছে।

Level 0

সবকিছুরই একটা লিমিট আছে। টেকটিউনস এখন পুরোটাই একটা লাভজনক ব্যাবসা প্রতিষ্ঠান।

Level New

বিষয়টা খুবই বিরক্তিকর ঠেকছিল। টিউন করে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য ধন্যবাদ। আশা করি টিউনার বোর্ড এটা বুঝতে পারবেন। আর ওনাদের এত অর্থের প্রয়েজন হয় কেন সেটাই বুঝে আসে না। ওনারা তো টিউন করার জন্য কোন টিউনারকে পে করে না।

ভাই আমিও আপনার সাথে এক মত ।