ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনীদের উপর নৃশংস হত্যাযজ্ঞের ছবি এবং বর্ননা সোস্যাল মিডিয়ার কারনে ছড়িয়ে পড়ায়, বিশ্বব্যাপী ইসরায়েলী পন্য বর্জনের একটা গনযোগ দেখা যাচ্ছে। কিন্তু এটা আসলে কতটা কার্যকরী হবে সেটা বিবেচনা করা জরুরী। একটা দেশের পন্য বর্জন করলে সে দেশের সরকারকে একটা অর্থনৈতিক ধাক্কা দেওয়া যায় বটে, তবে সেটা খুবই সাময়িক হয়। মনে করে দেখেন এই দেশটির বিরুদ্ধে প্রায়ই এই ধরনের অন্যায় হত্যাযজ্ঞের অভিযোগ উঠে এবং বিশ্ববাসী তাদের পন্য বর্জনের হুংকার দেয়। কয়েকদিন পরে আমরা আবার সেই আগের অভ্যাসেই ফিরে যাই।
আরও একটা বিষয় হচ্ছে, এই অর্থনৈতিক ধাক্কাধাক্কির লড়াইয়ে প্রযুক্তি ভিত্তক প্রতিষ্ঠান তেমন একটা নেই অথচ প্রযুক্তির ধাক্কা অনেক বেশী ফলপ্রসু। যদিও আইটি ভিত্তিক পন্যগুলি ইউরোপ/আমেরিকার নামে বিক্রয় হচ্ছে, তারপরও কিন্তু ঐ পন্য গুলী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে সর্মথন দিচ্ছে এবং ঐগুলি বর্জনের মাধ্যমে ইসরায়েলকে বর্জন করা যায়।
মাইক্রোসফট এর আধুনিক উইন্ডোজ এর রুপকার "Windows NT" এর উদ্ভাবন এবং পরিবর্ধন হয়ছিল ইসরায়েলে। শুধু তাই নয়, উইন্ডোজ এর সহযোগী অনেক সফ্টওয়ার এখনও ইসরায়েলে তৈরি হয় এবং এবং প্রায় ৬০০ প্রযুক্তিকর্মীর সমন্বয়ে প্লান্ট করেছে মাইক্রোসফট ।
প্রায় ৮০০০ কর্মী নিয়ে Intel এবং ৬০০০ HP কর্মী নিয়ে তাদের আলাদা manufacturing plant করেছে ইসরায়েলে।
পৃথিবীর অন্যতম বৃহৎ বিজনেস সফ্টওয়্যার SAP, যার প্রায় ৮০০ কর্মী নিয়ে উন্নয়ন সেন্টার এই ইসরায়েলেই এবং SAP এর মূল উদ্ভাবক ইসরায়েল।
ডাটাবেইজ দুনিয়ার বেতাজ বাদশা Oracle, যাদের ৮০০ কর্মীর প্লান্ট রয়েছে ইসরায়েলে এবং শুধু তাই না গত ৮ বছরে তারা প্রায় ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ইসরায়েলী কয়েকটি প্রতিষ্ঠানে।
আমরা উইন্ডোজ ব্যবহার না করে open-source পন্যগুলী ব্যবহার করতে পারি। ইন্টেল ব্যবহার না করে এএমডি চিপের কম্পউটার ব্যবহার করতে পারি যেগুলি দামেও বেশী সস্তা।
কোটি কোটি টাকা দিয়ে SAP না কিনে Adempiere বা OpenERP ব্যবহার করতে পারি।
এই পরির্বতন হয়ত একদিনে অনেক কিছু করতে পারবে না কিন্তু এই পরিবর্তনের ফলাফল যখন তারা পাবে ততক্ষনে অনেক বেশী ক্ষতি হয়ে যবে।
আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bro for ur kind information most popular VIBER VoIP voice protocol service is also owner Israeli…so can u avoid it plz???