ইসরায়েলী পন্য বর্জনের ভীড়ে আইটি পন্য

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনীদের উপর নৃশংস হত্যাযজ্ঞের ছবি এবং বর্ননা সোস্যাল মিডিয়ার কারনে ছড়িয়ে পড়ায়, বিশ্বব্যাপী ইসরায়েলী পন্য বর্জনের একটা গনযোগ দেখা যাচ্ছে। কিন্তু এটা আসলে কতটা কার্যকরী হবে সেটা বিবেচনা করা জরুরী। একটা দেশের পন্য বর্জন করলে সে দেশের সরকারকে একটা অর্থনৈতিক ধাক্কা দেওয়া যায় বটে, তবে সেটা খুবই সাময়িক হয়। মনে করে দেখেন এই দেশটির বিরুদ্ধে প্রায়ই এই ধরনের অন্যায় হত্যাযজ্ঞের অভিযোগ উঠে এবং বিশ্ববাসী তাদের পন্য বর্জনের হুংকার দেয়। কয়েকদিন পরে আমরা আবার সেই আগের অভ্যাসেই ফিরে যাই।

আরও একটা বিষয় হচ্ছে, এই অর্থনৈতিক ধাক্কাধাক্কির লড়াইয়ে প্রযুক্তি ভিত্তক প্রতিষ্ঠান তেমন একটা নেই অথচ প্রযুক্তির ধাক্কা অনেক বেশী ফলপ্রসু। যদিও আইটি ভিত্তিক পন্যগুলি ইউরোপ/আমেরিকার নামে বিক্রয় হচ্ছে, তারপরও কিন্তু ঐ পন্য গুলী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে সর্মথন দিচ্ছে এবং ঐগুলি বর্জনের মাধ্যমে ইসরায়েলকে বর্জন করা যায়।

মাইক্রোসফট এর আধুনিক উইন্ডোজ এর রুপকার "Windows NT" এর উদ্ভাবন এবং পরিবর্ধন হয়ছিল ইসরায়েলে। শুধু তাই নয়, উইন্ডোজ এর সহযোগী অনেক সফ্টওয়ার এখনও ইসরায়েলে তৈরি হয় এবং এবং প্রায় ৬০০ প্রযুক্তিকর্মীর সমন্বয়ে প্লান্ট করেছে মাইক্রোসফট ।

প্রায় ৮০০০ কর্মী নিয়ে Intel এবং ৬০০০ HP কর্মী নিয়ে তাদের আলাদা manufacturing plant করেছে ইসরায়েলে।

পৃথিবীর অন্যতম বৃহৎ বিজনেস সফ্টওয়্যার SAP, যার প্রায় ৮০০ কর্মী নিয়ে উন্নয়ন সেন্টার এই ইসরায়েলেই এবং SAP এর মূল উদ্ভাবক ইসরায়েল।

ডাটাবেইজ দুনিয়ার বেতাজ বাদশা Oracle, যাদের ৮০০ কর্মীর প্লান্ট রয়েছে ইসরায়েলে এবং শুধু তাই না গত ৮ বছরে তারা প্রায় ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ইসরায়েলী কয়েকটি প্রতিষ্ঠানে।

আমরা উইন্ডোজ ব্যবহার না করে open-source পন্যগুলী ব্যবহার করতে পারি। ইন্টেল ব্যবহার না করে এএমডি চিপের কম্পউটার ব্যবহার করতে পারি যেগুলি দামেও বেশী সস্তা।

কোটি কোটি টাকা দিয়ে SAP না কিনে Adempiere বা OpenERP ব্যবহার করতে পারি।

এই পরির্বতন হয়ত একদিনে অনেক কিছু করতে পারবে না কিন্তু এই পরিবর্তনের ফলাফল যখন তারা পাবে ততক্ষনে অনেক বেশী ক্ষতি হয়ে যবে।

Level 0

আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bro for ur kind information most popular VIBER VoIP voice protocol service is also owner Israeli…so can u avoid it plz???

If you can, I also can. by the way, I don’t use viber.

Why do you challenge me? Are you not agree with anti-israel economy? Or you are just a ” তর্কের খাতিরেই তর্ক করিলাম, আসলে আমি খেউ খেউ”.

ধন্যবাদ, গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য।

প্রযুক্তি আর শিক্ষা – এ দুটোকে যারা দেশ, কাল আর সমাজ দিয়ে মাপে তারা গরু বই কিছু নয়। আমি যদিও একজন লিনাক্স ডিস্ট্রো ইউজার তারমানে এই নয় যে আমি ইজরায়েলের ইস্যু দেখিয়ে উইন্ডোজ ইউজ করতে নিষেধ করব। সবচেয়ে হাস্যকর লাগল ইন্টেলের সাথে এএমডির তুলনাটা। ভাই আপনার মাথায় সমস্যা আছে, নয়তো এরকম একটা তুলনা করতেন না কখনো।

    @অতৃপ্ত কোডার: প্রযুক্তি কে যারা শিক্ষার সাথে আলাদা করে হিসেব করে তাদের আবার ক্লাস সিক্সে ভর্তি হওয়া উচিৎ এবং অবসরে আধুনিক কম্পিউটার শিক্ষা চর্চা করা উচিৎ। আর আপনি কেমন লিনাক্স ডিষ্ট্রো উইজার তা আপনার উইন্ডোজ প্রীতি দেখেই বুঝেছি।

    ইন্টেল এর সাথে এএমিডর তুলনায় তারাই হাসে যারা এএমডি সম্পর্কে জ্ঞানমূর্খ। আর আমি তুলনা করিনি, শুধু বলতে চেয়েছি আপনাদের আতেলদের কম্পিটার এর যে ব্যবহার তা এএমডির অনেক ভালভাবেই করা যায়।

    আমার মাথায় সমস্যা না থাকলে আপনার মত গর্দভদের আমি ভাল কথা শুনাতে যাই নাকি!!!

      @এ্যাপাচি: @এ্যাপাচি: আমাকে সিক্সে ভর্তি করার চিন্তা না করে নিজে ভর্তি হোন ভাই। লিনাক্স ডিস্ট্রো ইউজার আমি, এর মানে এই নয় যে আমি উইন্ডোজ বিদ্বেষী হব। আর গর্দভ তো সে যে ওপেনসোর্সের বিষয়টাই জানেনা। আর আপনি তো অকৃতজ্ঞ ভাই। ইউজার ফ্রেন্ডলী ওএসের পথ দেখিয়েছে মাইক্রোসফট। আমি লিনাক্স ইউজার তাই বলে অন্যের জ্ঞানকে সম্মান করব না কেন? যদিও উইন্ডোজ এইটের অনেক কিছু লিনাক্স ডিস্ট্রো থেকে নেওয়া তারপরও আমি উইন্ডোজকে অবহেলা করতে পারি না ।কারণ বর্তমান বিশ্বে উইন্ডোজ ইউজার বেশি।
      ইন্টেলের সাথে এএমডি? 🙂 হাসব নাকি কাঁদব? ভাই, প্রসেসর জগতে ইন্টেল পথ প্রদর্শক। পরে এসে অন্য কেউ যাই করুক তা সে কোনদিনই ইন্টেলকে ছাড়াতে পারবে না। কারণ পথ প্রদর্শনই বড় কথা।
      “প্রায় ৮০০০ কর্মী নিয়ে Intel এবং ৬০০০ HP কর্মী নিয়ে তাদের আলাদা manufacturing plant করেছে ইসরায়েলে।”- ওরে বলদ, ওরা ইন্টারন্যাশনাল কোম্পানি। ওদের অনেক দেশে ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে। ইন্টেল ২০১৩ সালে বাংলাদেশেও একটা প্লান্ট বসাতে চেয়েছে। কিন্তু দক্ষ জনশক্তি নেই বলে আর বসায় নাই। ধরুন, ইন্টেল আমাদের দেশে প্লান্ট বসাল, তখনও কি আপনি ইজরায়েলের প্লান্টের প্রসঙ্গ টেনে আপত্তি করবেন? সবচেয়ে বড় কথা, আমাদের দেশে যেগুলো আসে সেগুলো চীনে বানানো। সুতরাং, ঝামেলা কোথায়?
      ভাই, আপনার কথা-বার্তাতেই প্রকাশ পায় যে আপনি নাম্বার-ওয়ান গর্দভ। ব্যাপার না, দুইবেলা চব্যণপ্রাশ খাবেন। 🙂

        @অতৃপ্ত কোডার: ভাই, এখন আপনার বয়স কম তো, তাই একটু রক্ত গরম আছে। অনেক কিছুই গায়ের জোরে বোঝার চেষ্টা করেন। আমার এই টিউনের মূল উদ্দেশ্য আপনার বুঝতে আপনার আরও ৫-৭ বছর সময় লাগবে। পাশ করে বের হন, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেন, তখন ভাল বুঝতে পারবেন। সে পর্যন্ত বাদ দেন, কষ্ট করে এত বড় বড় কমেন্ট লিখার দরকার নাই। আপনি কি বলতে চাচ্ছেন তা আমি বুঝেছি, আর আমি কি বোঝাতে চাইছি তা আপনার এখন না বুঝলেও চলবে।

Level 0

মূর্খদের টিউন এই রকম ই হয়

    @CAKS: ভুল কথা ভাই, মূর্খদের টিউন আপনার মত হয়, একথায় শেষ। আমাদের টিউন যথেষ্ট ডিটেইল এবং তথ্য নির্ভর হয়।

Level 0

এমনভাবে বলেছেন যেন , ওপেনসোর্স কোন পণ্যই ইসরাইলইরা ডেভেলপ করে নাই । আমি
“অতৃপ্ত কোডার” – ভাইয়ের সাথে একমত 🙂 …

    @mehedi09: ওপেন সোর্সের পতাকা নিয়া আসি নাই। শুধু আপনাদের মত অকালপক্ক জ্ঞানপাপী মানুষকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আসলে কি জানেন, আপনারা সবাইকে নিজেদের মত ভাবেন। কেউ ভাল কিছু বলতে চেষ্টা করলেই মনে করেন সে মনে হয় কিছু বেচতে আসছে, আমার পকেট কাটতে আসছে। । Get Well Soon, Bro

Level 0

” ইন্টেল ব্যবহার না করে এএমডি চিপের কম্পউটার ব্যবহার করতে পারি যেগুলি দামেও বেশী সস্তা।”

ভাই আমারে কিছু এএমডি চিপের “কম্পিউটার” দেখান যেগুলা ইন্টেলের তুলনায় সস্তা!

    @m0bst3r: একটু কষ্ট কইরা মার্কেটে গিয়া একই জেনারেশনের দাম তুলনা করে দ্যাখেন। জেনারেশন জ্ঞান না থাকলে সহানুভূতি রইল।

আমাদের তো উচিত যেভাবে পারা যায় সেই ভাবেই ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করা । টিউনার ভাই একটা রাস্তা দেখিয়েছেন মাত্র , আপনাদের ভাল লাগলে অনুসরন করুন , না লাগলে করবেন না … অথবা ইচ্ছা করলে ইসরায়েলকেও সমর্থন করতে পারেন … এটা আপনার একান্ত বাক্তিগত বাপার … কিন্তু এই ধরনের বাজে ভাষা কমেন্টে ব্যবহার করা তো বিকৃত মানসিকতার পরিচয় বহন করে।

    @green poison: ধন্যবাদ ভাই। সমস্যাটা হচ্ছে, একটা সাধারন বিষয় প্রতি দশজন বাঙ্গালীর একজন বোঝে আর বাকিরা নিজেদের বড় করার ধান্দায় পুরো সোস্যাল মিডিয়া ধরে খেউ খেউ করে। এই জন্য আমরা ১৬কোটি হয়েও উন্নয়নশীল দেশ হতে পারছি না বরং অন্য দেশ আমাদের বেচে বেচে খাচ্ছে।

    @green poison: বাংলাদেশ ইজারয়েলের সাথে যুদ্ধ ঘোষণা করেই বসে আছে। নতুন করে ঘোষণা করার নাই। তবে কেউ যদি মূর্খের মত কিছু টপিক টেনে ইজরায়েলকে খারাপ বানাতে চায়, তবে সেটা দুষণীয়। ভাই, এরাবিক অঞ্চলের প্রথম দেশ হল ইজরায়েল যারা আমাদের স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছিল। যদিও বাংলাদেশ সরকার সে স্বীকৃতিকে গ্রহণ করেননি কারণ এদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ আর ইজরায়েল মুসলিম দেশগুলোর প্রতি রুঢ়।

Level 0

মার্ক জুকারবার্গ ও একজন ইহুদী কিন্তু নিজেকে দাবী করেন an atheist.
কিন্তু ফেসবুক ছাড়া কি চলা সম্ভব? এফবিআিই অনেক তথ্য ফেসবুক থেকে সংগ্রহ করে ।

http://www.beliefnet.com/Celebrity-Faith-Database/Z/Mark-Zuckerberg.aspx#

    @chetamal: ভূল জাগায় আসছেন ভাই। এই পোষ্ট ইহুদীদের বিরুদ্ধে না। একটা দেশের ভূল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ভাষার।

ভাই কম্পিউটার ই ব্যভার কইরেন না। কারন প্রায় সব কিছুই Israel এ হয়।AMD নিয়ে লাফাই তেসেনতো তাই নিচের লিংক টা দিলাম।Advanced Micro Devices Israel Ltd., Gibor Sport Bldg. (28th floor),7 Menachem Begin Rd.,Ramat Gan 52681,Israel 060Middle East & Africa R&D and Design
দেখে নেনঃ
[http://www.amd.com/en-us/who-we-are/contact/locations]

    @পাভেল: আপনার প্রতি আমার সহানুভূতি রইল। আশা করি আরেকটু বড় হলে বিষয়গুলি আরও ভালভাবে বুঝবেন।

This tuner is trying to show some ways, how can we protest the brutality of Israel.
But the idiots are trying to fuse him….any human should try to find out as much way as possible to protest Israel.
The man who is trying to say that AMD is also from Israel, may be that is true. But that should not be the fact, should find as much possible ways to stand against Israel.

ধন্যবাদ আমার টিউনের উদ্দেশ্য বোঝার জন্য।

Level 0

জ্ঞানপাপী !! হা ভাই আমি জ্ঞানপাপী । হাসালেন ভাই । জ্ঞান বিতরণ করছেন আর সাথে সাথে classified করে দিচ্ছেন যে কার জ্ঞান ব্যবহার করবো কারটা করব না । সে যাই হোক । আরেকটা কথা , computer science/ open source এ আপনার কি এমন contribution আছে যে আপনি open source এর পতাকা হাতে নিবেন ? kindly জানাবেন 🙂 । আর ইসরাইল টপিক নিয়ে আমি যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলেছি আপনি বুঝতে পারেন নি । আপনার , আমার , পণ্য বর্জন কোন সলিউসান হতে পারে না । গুগলকে যখন মহানবী (সঃ) এর ব্যঙ্গাত্মক ভিডিওটি সরাতে বলার পরও যখন সরাল না আপনি কি তারপর গুগল ব্যবহার ছেড়ে দিয়েছেন ??? আমার ত মনে হয় না । সে যাই হোক, আপনার যদি কোন সমস্যা না থাকে ত একটা কথা বলি , আপনি ত অনেক জ্ঞানী , তারপরও বলছি সমালোচনাকে পজেটিভলি নিতে শিখুন । ভালো থাকবেন । 🙂

Level 0

জি ভাই । ধন্যবাদ 🙂

Level 0

টিউনার এ্যাপাচি আসলে মারাত্মক রকমের জ্ঞানী ব্যাক্তি, প্রসেসরের “জেনারেশনে”র জ্ঞান যিনি একাই রাখেন!যাক গা. . .উপরের কমেন্টগুলোর রিপ্লােইগুলো দেখে যা বুঝতে পারলাম তা হল টিউনার এ্যাপাচি সাহেবের জ্ঞানের মত উনার বয়সও অত্যাধিক বেশি এবং একথা বলা বাহুল্য যে উনি আমাদের সকলের আদুভা. . .থুক্কু.. মুরুব্বী।উনার রিপ্লাইগুলোর একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে, “আরেকটু বড় হোন” “বুঝার মত বয়স হয়নাই” ইত্যাদি ইত্যাদি যা আসলে উনার জ্ঞানাধিক্যের মত বয়সাধিক্যকেই(!) প্রকাশ করে।আর উনি প্রতি কমেন্টে কমেন্টে যেভাবে “সহানুভূতি” শব্দটি বিলাচ্ছেন তাতে উনাকে জ্ঞানী মুরুব্বী সহানুভূতির হোলসেলার বলে বোধ হচ্ছে।

এরকম জ্ঞানী মুরুব্বী ব্যাক্তি নিতান্তই দয়াপরবশ হয়ে আমাদের মত মূর্খ,কমপোক্ত, কঁচি-কাঁচাদের টেকটিউনে এসে পদধূুলি দিয়েছেন তাতে আমরা সকল টেকটিউনবাসী ধন্য হয়ে গেলাম।সুতরাং আমাদের সকলের উচিত হবে এই বিশেষ জ্ঞানী মুরুব্বী সহানুভূতিশীল ব্যাক্তিটির টিউনের সাথে নির্দ্বিধায় ১০০%সহমত পোষণ করা ও তাঁর জ্ঞানকে আমাদের আহরন করার মত সুযোগ করে নেয়া।।