এরা মডুলার ফোন হচ্ছে আপনার পছন্দ মতো বাছাইকৃত হার্ডওয়্যার দিয়ে তৈরী কোন স্মার্টফোন। কম্পিউটার ক্রয়ের সময় আমরা যেমন পেনটিয়াম, সেলেরন, কোরআই ৭, ইত্যাদির পছন্দ মতো পার্টস কিনে এসেম্বলিং করি বিষয়টি সেরকম এতে সুবিধা হলো ধরুন আপনি ৫১২ মেগাবাইট র্যামের একটি এরা মডুলার স্মার্টফোন চালাচ্ছেন এখন দরকার হলে র্যাম ১ গিগা করে নিলেন অথবা ক্যামেরা সহ যে কোন পার্টস আপডেট করলেন, কি মজা না !!
আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।