২০১৫ এর জানুয়ারীর মধ্যে গুগল নিয়ে আ্সছে নতুন প্রযুক্তির এরা মডুলার স্মার্টফোন।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এরা মডুলার ফোন হচ্ছে আপনার পছন্দ মতো বাছাইকৃত হার্ডওয়্যার দিয়ে তৈরী কোন স্মার্টফোন। কম্পিউটার ক্রয়ের সময় আমরা যেমন পেনটিয়াম, সেলেরন, কোরআই ৭, ইত্যাদির পছন্দ মতো পার্টস কিনে এসেম্বলিং করি বিষয়টি সেরকম এতে সুবিধা হলো ধরুন আপনি ৫১২ মেগাবাইট র‌্যামের একটি এরা মডুলার স্মার্টফোন চালাচ্ছেন এখন দরকার হলে র‌্যাম  ১ গিগা করে নিলেন অথবা ক্যামেরা সহ যে কোন পার্টস আপডেট করলেন, কি মজা না !!

বিগত এপ্রিলে  গুগল একটি  ডেভেলপার সম্মেলনের আয়োজন করে এর জন্য শ্রেষ্ঠ মডেলটি তৈরীর অনুরোধ করেছে, সেরা মডেলটির জন্য  ডেভেলপার গ্রুপকে পুরস্কার হিসেবেয $ 100,000 দিবে গুগল, যা কিনা আজ থেকে (১৭/০৭/২০১৪ ইং) এরা মডেলের জন্য ডেভেলপারের আবেদনপত্র নেয়া শুরু করেছে গুগল যা চলবে এ মাসের শেষ পর্যন্ত,  এবং ডেভেলপার দলগুলো ১৭ আগষ্ট থেকে তাদের মডেলটি তৈরীর জন্য ২য় রাউন্ডের কাজ শুরু করবে।
নভেম্বর ২০১৪ ইং তারিখের পর নতুন প্রযুক্তির এ স্মার্টফোনটির জন্য হার্ডওয়্যার প্রয়োজন মাফিক সরবরাহ করতে পারবে বলে গুগল আসা করছে এবং জানুয়ারী ২০১৫ মধ্যে সাধারনের কাছে বাজারে ফোনটি বিক্রি করা যাবে বলে গুগল আসাবাদী।

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস