আগামীকাল ১৫ জুলাই প্রকাশিত হচ্ছে ২০১০ সালের এইচএসসি পরীক্ষার ফল। তিন মাসেরও কম সময়ের মধ্যে এবার এই ফল প্রকাশিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রতিবছরের মতো এবারো এইচএসসি পরীক্ষার ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাছাড়া পরীক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে এসএসম করে তাদের নিজ নিজ পরীক্ষার ফল জানতে পারবে।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রশন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার ই-মেইলে নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফল ই-মেইল করে দেয়া হবে।
এছাড়া এসএমএসের মাধ্যমে মোবাইলফোনে পরীক্ষার ফল জানতে হলে নিচে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে:
মোবাইল ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে সংশ্লিষ্ট বোর্ডের ইংরেজি নামের প্রথম তিনটি অক্ষর লেখার পর একটি স্পেস বা ফাঁক দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২তে এসএমএস পাঠাতে হবে।
To get instruction in English: http://www.digitalbangladesh.gov.bd/blog.php?ID=251
বাংলার জন্য: http://www.digitalbangladesh.gov.bd/bangla/blog.php?ID=250
আমি ডিবিব্লগ এডিটর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Digital Bangladesh is not a promise for a different Bangladesh but for the same one where technology is used merely as a tool to ensure that people receive services they deserve and expect at their doorsteps.
nice tune
computer tips n tricks
http://www.onlinetips24.blogspot.com