বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ায় বিভিন্ন কোম্পানী তাদের ইচ্ছা অনুযায়ী ব্যবসা করে যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের অন্যতম সেরা মোবাইল কোম্পানী বাংলালিংক নিরবে পাবলিকের সাথে প্রতারণা করে যাচ্ছে। একটু খুলেই বলি। আমার মোবাইল ৪/৫ দিন পর পর ৩টি এসএমএস আসে তাতে লেখা আছে ৪৪৮ টাকা রিচার্জ করলে পেলে বা ম্যারাডোনার অটোগ্রাফসহ জার্সি ফ্রি। বিষয়টা জানতে আমি ১২১ এ কল করি তারাও আমাকে মগজ ধোলাই করে বুঝিয়ে দিলেন কিছু নিয়ম। চিন্তা করলাম ম্যারাডনার স্বাক্ষর করা একখানা জার্সি নিয়ে নিই। সুযোগ কি সব সময় আছে? পাশ থেকে আমার এক ছোট ভাই বলল যে, ভাই পেলে এবং ম্যারাডোনার এত জার্সিতে অটোগ্রাফ দিল কি করে? আর তাদের হাতে এত জার্সিতে অটোগ্রাফ দেবার সময় কি?
কিছুক্ষণ আগে চিন্তা করলাম বাংলালিংক অনলাইন সার্ভিস মাধ্যমে ওদের সাথে চ্যাটিং করে বিষয়টি আবার জেনে নিই। ফারজানা নামের এক ভদ্র মহিলা ওপাশ থেকে যা জনালেন তাতে রীতিমত আমি হতাশ কারণ তিনি জানালেন পেলে এবং ম্যারাডোনা যে স্বাক্ষর ব্যবহার করেন সেটার হুবহু প্রিন্ট করে দেয়া হবে উক্ত জার্সিতে। দেখুন এবং ভাবুন পাবলিকের সাথে কত বড় প্রতারণনা।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
নতুন প্রতারণা । ধন্যবাদ শেয়ার করার জন্য ।