অক্টোপাস পলকে খেয়ে ফেলো, হুমকি হতাশ জার্মানদের,..

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জার্মানরা নিজেদের তৈরী করা ফাঁদে নিজেরাই পরেছে।অক্টপাস বলে ছিল জার্মান হারবে ,তাই হয়েছে।একেই বলে ঘরের শত্রু ।তাই জার্মানরা অক্টপাস পলকে খেয়ে ফেলার হুমকি দিচ্ছে।এখন সময় এসেছে অক্টপাসের নিজের ভাগ্য নিজেই গননা করতে হবে।দেখাযাক কি হয়।

নিচের লিংকে বিস্তারিত দেখুন:

http://202.79.16.19/index.php?option=com_content&task=blogcategory&id=45&Itemid=64

Level 2

আমি নেয়ামুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হে হে

Level 0

নেয়ামুল ভাই, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

Level 0

অক্টোপাস পল এখন বিশ্বজুড়ে আলোচিত নাম। একের পর এক নির্ভুল ভবিষ্যদ্বাণী করে সেলিব্রেটির কাতারে পৌঁছে গেছে ৮ পা বিশিষ্ট এ সামুদ্রিক প্রাণীটি। পুরো জার্মানি জুড়ে মাতামাতি চলছিল পলকে নিয়ে। কিন্তু হঠাৎ করেই বদলে গেলো চালচিত্র। সেমিফাইনালের আগে পল যখন স্পেনকে বিজয়ী হিসেবে নির্দেশ করলো তখন শঙ্কিত জার্মানরা কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন এ যাত্রা যেন এ দৈব ড়্গমতাবিশিষ্ট প্রাণীটির ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। কিন্তু অক্টোপাসেরই জয় হয়েছে।
স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে এবারের বিশ্বকাপে দুর্বার জার্মানিকে। আর এখন হতাশ এবং ুব্ধ জার্মানদের রাগ গিয়ে পড়েছে নষ্টের গোড়া এবং অকৃতজ্ঞ ওই অক্টোপাস পলের ওপর। বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার জন্য জার্মানরা এখন দায়ী করছে পলকেই। তারা এখন দৈবশক্তির অধিকারী অক্টোপাসকে শুধু মেরে ফেলারই নয়, খেয়ে ফেলারও হুমকি দিচ্ছে। অবশ্য অক্টোপাস পলকে প্রতিপালনকারী জার্মানিরাই শুধু যে হত্যার হুমকি দিয়েছে তা কিন্তু নয়। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হারের ভবিষ্যদ্বাণী করার পর আর্জেন্টিনা হেরে গেলে গোটা আর্জেন্টিনা জুড়েও পলকে মেরে ফেলার সম্ভাবনা যাচাই করা হচ্ছিল। বুয়েন্স আয়ার্স থেকে প্রকাশিত এক পত্রিকায় কিভাবে পল একটি মজাদার এবং সুস্বাদু খাবারে পরিণত হবে সে ব্যাপারেও আলোকপাত করা হয়। পত্রিকাটি পলকে রান্নার রেসিপিও বাতলে দেয়। সেখানে বলা হয়, ৪টি আলু, জলপাই তেল এবং সামান্য কিছু মরিচ সহযোগে চমৎকার হবে রান্না করা পল’র স্বাদ। এখন জার্মানজুড়েও রব উঠেছে পলকে বিভিন্ন উপায়ে হত্যার। বিভিন্ন ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক সম্পর্কের ওয়েবসাইটে হাজার হাজার মনত্মব্যকারীরা বলছেন পলকে ভাজা উচিত। কারও মতে, ওকে বারবিকিউ করা হোক। অনেকের মতে, তাকে সামুদ্রিক সালাদ হিসেবে পরিবেশন করা হোক। তবে বেশির ভাগ ুব্ধ সমর্থকরা মনে করেন, তাকে হাঙ্গরের আসত্মানায় নিড়্গেপ করা উচিত। কিন্তু যে যাই বলুক, অক্টোপাস পল এখন বিশ্বজোড়া একটি তারকার নাম। আর, জার্মানি-আর্জেন্টিনার মতো দলগুলো হেরে গেলেও বিজয়ী কিন্তু পলই। (C.P)

দেখা যাচ্ছে অক্টোপাসের ভবিষ্যৎ উজ্জল। সে সহজেই তাকে খাওয়ার কথা বলবে, আর জার্মানরা তাকে ভুল প্রমান করার জন্য মারবে না। হাহাহা 🙂

হু মানুষ আমরা খুবই পারি, নাচতে না জানলে উঠোন বাকা।

খাঁ খাঁ ভাজি করে খাঁ

    Level 0

    হা হা হা
    আপনারও স্বপ্ন ভাংলো নাকি ?????