সকলেই আমার সালাম নিবেন । টেকটিউন্সে এইটি আমার প্রথম ব্লগ।সকলে দেখি বিভিন্ন ব্লগে দেশি সিনেমার চেয়ে বিদেশী সিনেমা নিয়ে বেশি লেখালেখি করে । আবার অনেকে জানেই না যে আমাদের দেশের ফিল্মে এখন পরিবর্তনের হাওয়া বইছে।তাই আমি আজকে আপনাদের সামনে আমাদের দেশি ফিল্মকে তুলে ধরব।আর আমার এই পোস্টটি লেখার মূল উদ্দেশ্য হল আমরা যাতে সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখি এবং আমাদের দেশের ছবিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি।আর বেশি কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক-
আমাদের দেশীও ফিল্মগুলো খুবই ভালো হচ্ছে দিন দিন। আশা করি আগামি ৩-৫ বছর এর ভিতরে আমরা ইন্টারনেশনাল পর্যায়ে যেতে পারবে।আমি এই পর্যন্ত ২০১৩-২০১৪ সাল পর্যন্ত বাংলা পাঁচটি মুভি দেখেছি ।এই পাঁচটি মুভি হলঃ অগ্নি , রাজত্ব , দবির সাহেবের সংসার ,দেহরক্ষী,চোরাবালি এবং টেলিভিশন। সব মুভিতেই কিছু না কিছু পরিবর্তন দেখতে পেয়েছি এবং নতুনত্তের ছোঁয়া পেয়েছি।আর মোস্তফা সারয়ার ফারুকির "টেলিভিশন" ছবিটিতো Asia Pacific Screen Award,Kolkata International Film Festival,Dubai International Film Festival Award জিতে নিয়েছে । আমি আশা করছি আপনারা সকলে এখন থেকে হলে গিয়ে ছবি দেখবেন এবং আমাদের দেশের ছবিকে এগিয়ে নিয়ে যাবেন। যে মুভি গুলো মুক্তি পেয়েছে এবং যেগুলো মুক্তি পাবে সেগুলোর পোস্টার এবং ট্রেইলার নিচে দেয়া হলঃ
২০১৩-২০১৪ পর্যন্ত মুক্তি পাওয়া ছবি -
১।অগ্নিঃ
অগ্নির ট্রেইলার- https://www.youtube.com/watch?v=FFjrN2_ySSM
অগ্নি মুভিটি ডাউনলোড করতে চাইলে-https://www.youtube.com/watch?v=c4yevXgd4kM
২। রাজত্বঃ
রাজত্বর ট্রেইলার - https://www.youtube.com/watch?v=3uF7hvDPzLo
রাজত্ব মুভিটি ডাউনলোড করতে চাইলে - পার্ট ১- https://www.youtube.com/watch?v=iGdIeSKO1gU
পার্ট ২ -https://www.youtube.com/watch?v=diZb2JfGlTs
৩। টেলিভিশনঃ
টেলিভিশনের ট্রেইলার - https://www.youtube.com/watch?v=XNEDEag7qiI
টেলিভিশন মুভিটি ডাউনলোড করতে চাইলে - https://www.youtube.com/watch?v=LMILmfdoFuU
৪। দবির সাহেবের সংসারঃ
দবির সাহেবের সংসারের ট্রেইলার-https://www.youtube.com/watch?v=A6NIfd8-4dg
৫। দেহরক্ষিঃ
দেহরক্ষী এর ট্রেইলার -https://www.youtube.com/watch?v=CHGM2vIYIpQ
দেহরক্ষী মুভিটি ডাউনলোড করতে চাইলে - https://www.youtube.com/watch?v=isJG8NauGQY
৬। চোরাবালিঃ
চোরাবালির ট্রেইলার-https://www.youtube.com/watch?v=mPkYqj228y8
চোরাবালি মুভিটি ডাউনলোড করতে চাইলেঃhttps://www.youtube.com/watch?v=OOtcbkdKiRU
৭। ৭১ এর সংগ্রামঃ
৭১ এর সংগ্রাম ট্রেইলার - https://www.youtube.com/watch?v=7d2kX7f0g7E
৭১ এর সংগ্রাম এর ওয়েবসাইট - http://www.shongram.com/
৭১ এর সংগ্রাম এর ফেসবুক পেজ - https://www.facebook.com/shongramthemovie
৮।পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনিঃ
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনির ট্রেইলার -https://www.youtube.com/watch?v=O0OGb70v4Bc
মুক্তি পাওয়ার অপেক্ষায় আছেঃ
১। তারকাটাঃ
তারকাটা মুভির ট্রেইলার- https://www.youtube.com/watch?v=wi1BRgYFLGE
২।কিস্তিমাতঃ
কিস্তিমাত মুভির ট্রেইলার-https://www.youtube.com/watch?v=arKZep7AWBQ
৩।নৃ(Nree):
নৃ মুভির ট্রেইলার-https://www.youtube.com/watch?v=stxL0ZHKnno&feature=youtu.be
নৃ মুভির ফেসবুক পেজ - https://www.facebook.com/cinema.nree
নৃ মুভি সম্পর্কে আরো জানতে এই লেখাটি পড়ুন -http://bioscopeblog.net/gr8masum/25222
৪।পিঁপড়াবিদ্যাঃ
পিঁপড়াবিদ্যা ট্রেইলার- https://www.youtube.com/watch?v=dLQzYXsjVt0
৫। দেশা দ্যা লিডারঃ
এই মুভিটির ট্রেইলার এখনো মুক্তি দেয়া হয় নি।
দেশা দ্যা লিডার এর ফেসবুক পেজ - https://www.facebook.com/pages/DESHA-The-Leader/596035800475328
৬।পরবাসিনীঃ
এই মুভিটির ট্রেইলার এখনো মুক্তি দেয়া হয় নি।
পরবাসিনী ছবির ফেসবুক পেজ - https://www.facebook.com/Porobashinee
৭।রানা প্লাজাঃ
এই মুভিটির ট্রেইলার এখনো মুক্তি দেয়া হয় নি ।
আমি সাইফ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রানাপ্লাজা ছবিটি দেখব। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।