পৃথিবীর অদ্ভুত কিছু আবিস্কার এবং আমার কিছু টিউন!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজকের পোস্টটি অদ্ভুত কিছু আভিস্কার নিয়ে সাজিয়েছি। প্রথমেই আলোচনা করব Quadski নামক একটি অদ্ভুত বাইক নিয়ে। দ্বিতীয়তে আলোচনা করব "শোলার পাওয়ার টেন্ট" নামক অদ্ভুত একটি তাবু নিয়ে। তৃতীয়েতে বহনযোগ্য ঘড় নিয়ে এবং সবশেষে থাকছে সুর্যের আলোয় চলা একটি জাহাজ সম্পর্কে।

  • Quadski শুধু বাইকই নয় বরং স্পীড বোটও বটেঃ

Quadski শুধু বাইকই নয় বরং স্পীড বোটও বটেঃ  Quadski নামক এই বাইকটি পানি এবং ভুমি উভয় অবস্থাতেই চলতে সক্ষম, শুধু তাই নয় উভয় অবস্থাতেই এই বাইকটি ঘন্টায় ৪৫মিঃ বেগে চলতে সক্ষম! ফলে Quadski এই যানটি কে বাইক না বলে বাইক কাম স্পীড বোট বলাই ভাল। পৃথিবীর সদ্য আবিষ্কৃত তিনটি বাইক নিয়ে আমার আরেকটি লিখা রয়েছে এই ব্লগে, আপনি যদি বাইক প্রেমী হন তবে এই পোস্টিও দেখতে পারেন ""।

Quadski নামক এই বাইকটি পানি এবং ভুমি উভয় অবস্থাতেই চলতে সক্ষম, শুধু তাই নয় উভয় অবস্থাতেই এই বাইকটি ঘন্টায় ৪৫মিঃ বেগে চলতে সক্ষম! ফলে Quadski এই যানটি কে বাইক না বলে বাইক কাম স্পীড বোট বলাই ভাল। পৃথিবীর সদ্য আবিষ্কৃত তিনটি বাইক নিয়ে আমার আরেকটি লিখা রয়েছে এই ব্লগে, আপনি যদি বাইক প্রেমী হন তবে এই পোস্টিও দেখতে পারেন "তিনটি অদ্ভুত দু-চক্র যানের আবিস্কার – ভিডিও এবং ছবি সহ বিস্তারিত! (View)"।

  • অন্ধকার জংগলে জ্বলন্ত তাবু, শোলার পাওয়ার টেন্টঃ

    অন্ধকার জংগলে জ্বলন্ত তাবু, শোলার পাওয়ার টেন্টঃ   শোলার পাওয়ার টেন্ট, দিনে চার্জ নিবে রাতে আপনাকে চার্জ দিবে। জঙ্গলে থাকতেও কোন সমস্যা হবে না! যারা টুর লাভার তাদের কাছের এই অন্ধকার জংগলে জ্বলন্ত তাবুটির  বা শোলার পাওয়ার টেন্টটির চাহিদা আকাশ চুম্বী। শোলার পাওয়ারই হতে পারে ভবিষ্যত প্রজন্মের জন্য সুপার পাওয়ার। এমন একটি শোলার পাওয়ার বিশিষ্ট ছকেট নিয়েও রয়েছে আমার অপর একটি পোস্ট দেখতে পারেন আশা করি ভাল লাগবে ""।
শোলার পাওয়ার টেন্ট, দিনে চার্জ নিবে রাতে আপনাকে চার্জ দিবে। জঙ্গলে থাকতেও কোন সমস্যা হবে না! যারা টুর লাভার তাদের কাছের এই অন্ধকার জংগলে জ্বলন্ত তাবুটির বা শোলার পাওয়ার টেন্টটির চাহিদা আকাশ চুম্বী। শোলার পাওয়ারই হতে পারে ভবিষ্যত প্রজন্মের জন্য সুপার পাওয়ার। এমন একটি শোলার পাওয়ার বিশিষ্ট ছকেট নিয়েও রয়েছে আমার অপর একটি পোস্ট দেখতে পারেন আশা করি ভাল লাগবে "চকলেটের কি-বোর্ড, মানুষের তৈরি হাতি এবং আউডির তৈরি ছাইকেল, বিদ্যুৎহীন ছকেট!(View)"।

  • বহনযোগ্য অসাধারন একটি ঘড়ঃ

    বহনযোগ্য অসাধারন একটি ঘড়ঃ     এই ঘড়টির পছন্দ হয় কিনা? বহনযোগ্য অসাধারন এই ঘড়টির যে কোন স্থান থেকে যে কোন স্থানে মুহুর্তের মধ্যেই সরিয়ে নেওয়া সম্ভব। এটি একটি চলমান পিক-আপের উপর বানানো হয়েছে ফলে ভ্রমন পিয়াসু মানুষের জন্য এমন একটি ঘড় হতে পারে আলাদিনের চেড়াগের মতই!
এই ঘড়টির পছন্দ হয় কিনা? বহনযোগ্য অসাধারন এই ঘড়টির যে কোন স্থান থেকে যে কোন স্থানে মুহুর্তের মধ্যেই সরিয়ে নেওয়া সম্ভব। এটি একটি চলমান পিক-আপের উপর বানানো হয়েছে ফলে ভ্রমন পিয়াসু মানুষের জন্য এমন একটি ঘড় হতে পারে আলাদিনের চেড়াগের মতই!

  • সুর্যের আলোয় চলা একটি জাহাজঃ

    সুর্যের আলোয় চলা একটি জাহাজঃ   এই বোটটি কোন প্রকার জালানি কিংবা ব্যাটারি ছারা দিনের পড় দিন সাগরের উপর দিয়ে চলছে শুধু মাত্র সুর্যের আলোর মাধ্যমে! এই ধরনের বোট বৃহৎ আকারেরও হয়ে থাকে যা সচারাচর অ্যামেরিকান ম্যারিন বাহিনী ব্যবহার করে থাকে।
এই বোটটি কোন প্রকার জালানি কিংবা ব্যাটারি ছারা দিনের পড় দিন সাগরের উপর দিয়ে চলছে শুধু মাত্র সুর্যের আলোর মাধ্যমে! এই ধরনের বোট বৃহৎ আকারেরও হয়ে থাকে যা সচারাচর অ্যামেরিকান ম্যারিন বাহিনী ব্যবহার করে থাকে।

আশা করি সকলেরই ভাল লাগছে আমার এই টিউনটি। মন্তব্যে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর সময় পেলে আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রন রইল। কোন প্রকার প্রশ্ন থাকলে আমার ফেসবুক প্রোফাইলেও নক করতে পারেন!

একই ধরনের আমার আরও কিছু টিউন পড়তে নিম্নের লিংকগুলো দেখতে পারেনঃ

  1. চালকহীন বুদ্ধিমান গাড়ী গুগোলের শ্রেস্ট আবিস্কার, আরেকধাপ এগিয়ে! (View)
  2. চাঁদের উজ্জলাতা বাড়াবে কসমেটিকস কোম্পানি, চাঁদের গাঁয়ের রং হবে আরও ফর্সা! (View)
  3. চকলেটের কি-বোর্ড, মানুষের তৈরি হাতি এবং আউডির তৈরি ছাইকেল, বিদ্যুৎহীন ছকেট! (View)
  4. একই সাথে চার্জ হবে ৪০ টি মোবাইল তাও আবার তারহীন উপায়ে! (View)
  5. জাদুর আয়না! সামনে দাঁড়িয়ে হাসলেই ছবি তুলবে আয়না! (ভিডিও!) (View)

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারণ টিউন।ভালো লেগেছে। carry on brother.

    @bdboy3: ভাল লেগেছে শুনে অনেক বেশী আনন্দিত হলাম!

Level 0

ভালো লাগলো টিউনটি, ধন্যবাদ শেয়ার করার জন্য ।

আপনার লেখনীতে অল্প বিস্তর উন্নতি কাম্য !
ছুটো-খাটো কিছু ব্যপারে নজর দেয়া আবশ্যক। আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে।

    @জুয়েল: ভাই ধন্যবাদ মতব্যের জন্য! ভাই কি ধরনের ভুল বেশী হচ্ছে একটু সতর্ক করলে উপক্রিত হব!

Level 2

দারুন।

দেখুন, একজন টিউনারের সবচেয়ে বড় ভূল এবং দৃষ্টিকটু ব্যাপার হয় তখনি, যখন আপনি যে ভাষায় টিউনটি করছেন, তার শব্দগত, তাত্ত্বিক্গত এবং বানান গত ভূলগুলোর দিকে দৃষ্টিপাত করছেন না,
শব্দগত ভূল গুলো কি হতে পারে ?
আমাদের প্রত্যেকের “চ” কিংবা “ছ” অথবা “ব” কিংবা “ভ” অথবা “স” কিংবা “শ” এর সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করা প্রয়োজন, মুখে বলার সময় সেই ভূল উচ্চারণ মেনে নেয়া যায়, কিন্তু লেখনিতে তা প্রকাশ করা সত্যি দুর্ভাগ্যজনক।
তাত্ত্বিক্গত ব্যাপারগুলো হচ্ছে, একটা উদাহরণ দেই, আপনি লিখেছেন,
“শোলার পাওয়ার টেন্ট, দিনে চার্জ নিবে রাতে আপনাকে চার্জ দিবে।” কথাটা নেহায়েত অর্থবহ নয়, এমনকি হাস্যকর, কারণ আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, আমাকে রাতে ওই তাবু কিভাবে চার্জ দিবে ? আমি কি চার্জ গ্রহণ করার মত উপযুগী কোনো পদার্থ ?
এবার আসুন, বানানগত ভূল, আপনি নিজেই একবার আপনার প্রবন্ধ খানা পড়ে দেখুন, কতো গুলো অশুদ্ধ বানান রয়েছে তাতে? এই একটি ব্যাপার কিন্তু কোনো পাঠক-ই সহ্য করবে না, অশুদ্ধ বানানকে প্রবন্ধ লেখার ক্ষেত্রে বলা হয়, অমার্জনীয় অপরাধ !
পরিশেষে আরো একটা বিষয় বলতে চাচ্ছি, আপনার প্রবন্ধে যদি কোনো অন্য স্থানের সংযোগ / লিঙ্কের কথা উল্লেখ করেন, তা আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে, ওই লিন্কগুলো সঠিক ভাবে কাজ করে কিনা।
সন্দেহাতীত ভাবেই আমরা সবাই আপনার নিকট পরবর্তিতে আরো ভালো, সময়পুযোগী সঠিক টিউন আশা করব এখন থেকে, সেই প্রত্যাশায়।

    @জুয়েল: ভাই আমি দুঃখিত আসলে বানানের ভুলগুলো আমার রয়েছে তা আমি মেনে নিচ্ছি। আমি দ্রুত লিখা দিতে গিয়ে এবং কিছু বানান নিজের অজান্তেই ভুল করেছি। এই জন্য আমি লজ্যিত এবং দুঃখিত!

    তবে বাক্য তৈরির ক্ষেত্রে কিছু কিছু সময় একটু রসকষ দেবার জন্য এমন বাক্য লিখেছি। আর লিংক যুক্তর ক্ষেত্রে বলব আমি লিঙ্কগ গুলো ঠিকই দিয়েছি লাম কিন্ত এখন এমন হল কেন জানি না।

      @BLACK iz IT Institute: ভাই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক বেশী ধন্যবাদ! সত্যিই আমার অনেক বড় উপকার হয়েছে…।।

      লিংক এর ইররগুলো আমি সমাধান করে দিয়েছি…। আশা করি এবার একটু ভাল মার্ক পাব!

টিউনারের বানানে অনেক ভুল আছে। উনি লিখছে “শোলার” আসলে এটা হবে “সোলার”। আশারাখি পরবর্তী টিউনে ঠিক করে নিবেন। ধন্যবাদ

    @রাহাতুল ইসলাম: ধন্যবাদ ভুল দেখিয়ে দেওয়ার জন্য !

Level 0

ভালো লেগেছে।