বিশ্বকাপের ম্যাচ সম্পর্কে নির্ভুল পুর্বানুমানের জন্য রাতারাতি বিখ্যাত হয়েগেছে জার্মানির একটি “অক্টোপাস” । মঙ্গলবার আর্জেনটাইন ভক্তদের শংকায় ফেলে দিয়েছে “পল” নামের এই জ্যোতাষী অক্টোপাস । পলের ভবিষ্যদ্বাণী ঠিক হলে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হবে ম্যারাডোনার দলকে ।
পলের ভবিষ্যদ্বাণীর পদ্দতিটা বেশ মজার ।বিশালাকৃতির একটি আ্যাকুরিয়ামের তলদেশে লোভনীয় খাবারসহ দু’টি প্রাস্টিকের পাত্র রাখা হয় । পাত্র দুিটতে থাকে প্রতিদ্বন্দ্বী দুই দেশের পতাকা । পলকে পানিতে ছেরে দেয়ার পর যে পাত্রটির উপর সে বসে, সাধারনত সেই দল জয়ী হয় ।এপর্যন্ত পলের সব কয়টি ভবিষ্যদ্বাণীই সফল হয়েছে ।মেসিরা কি পারবেন অক্টোপাসকে ভুয়া প্রমান করতে ।
অক্টপাসের গননার ভিডিও ফুটেজটি আপনাদের মাঝেশেয়ার করছি । নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখুন (সত্যিই অবিশ্বাস্য)
http://www.ziddu.com/download/10518514/OctopusoraclePaulpredictsGermany_svictoryBappy.mp4.html
আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত লেখার অপেক্ষায়...
আমি আগেই বলেছিলাম জামার্নি ইংল্যান্ড এর সাথে যা খেলেছে তার ৫০ ভাগ খেললেই চলবে। বিশ্বকাপের সকল ম্যাচের রেজাল্ট জানতে এই লিংক এ যান। http://livestreaming50.blogspot.com/2010/06/watch-fifa-world-cup-2010-live.html