যদিও একজন পুরনো টেকটিউনস প্রেমিক! কিন্তু এতদিন প্রায় অজ্ঞাতবাসে কাটানোর পর অবশেষে ফিরে এলাম আমি " সিস্টেম অ্যাডমিন" । এই দীর্ঘ সময়টিতে কিন্তু প্রতি মুহূর্তে সঙ্গে থেকে , ধীরে ধীরে ক্রমশ পরিনত টেকটিউনস এর বেড়ে ওঠাকে সব সময়ই খুব কাছ থেকে প্রত্যক্ষ করলেও কেন জানিনা ছিলাম নীরবে ! 🙁
এবার সমস্ত বাঁধা অতিক্রম করে আপনাদের সামনে , আপনাদের ভালবাসা এবং সহযোগিতাকে সম্বল করে অজানা কে জানতে আবার ফিরে এলাম।
সকলের দিনটি শুভ হোক ।
ত্রুটি মার্জনীয়
ধন্যবাদান্তে,
সিস্টেম অ্যাডমিন
আমি সিস্টেম অ্যাডমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ফেসবুক এর ফ্যান সংখ্যা ৪০০+ , আমি এখন চাইছি আমার ফ্যান পেজের নামটা ইংলিশ থেকে বাংলা করার জন্য। কনও ভাবে পারতেছি না , যদি কেও জানেন দয়া করে হেল্প করেন……………।
note- ফেসবুক ২০০ ফ্যান হলে আর নাম পরিবর্তন করতে দেই না।
e-mail- [email protected]