ক্রিকেট জ্বরে এখন গোটা বিশ্ব কাঁপছে। দেশ মেতেছে ক্রিকেট এর উল্লাসে। আর দেশবাসীর এই উল্লাসকে মাতাতে রংপুর জিলা স্কুল,রংপুর এর ছাত্ররা অসাম এক ফ্লাস মোব বানিয়েছে।
এতে অংশ নিয়েছে প্রায় ৩০০ জন ছাত্র এবং ক্রিকেট প্রেমি রংপুরবাসী।
অসাম এই ফ্লাস মোবটি তৈরি করতে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে।
কিন্তু রংপুর জিলা স্কুল এর ছাত্ররা কখন হারেনা,তা আবারো প্রমাকরেছে,দেশের সবচেয়ে বড় ফ্লাশ মোব বানিয়ে।
আপনারা এই ফ্লাস মোবটি সরাসরি ইউটিউব থেকে দেখতে পারেন।
অথবা এখান থেকে পছন্দমত রেজুলেশনে ডাইনলোড দিতে পারেন।
↓↓↓↓
ফেসবুকে আমি >>> রিপন
আমি AponMona Ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো হয়েছে 😀