টেলিকম খাতের রবি সর্বপ্রথম ভিসা ক্রেডিট কার্ড চালু করলো !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেলিকম খাতে প্রথম যৌথ ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ড-সেবা চালু করল দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর ROBI AXIATA লিমিটেড। এ জন্য ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে একটি যৌথ ব্র্যান্ডের ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে অপারেটরটি। আর এই সেবা উপভোগ করতে পারবেন রবি উদয় পোস্টপেইডের গ্রাহকরা।

এ বিষয়ে রবির গণমাধ্যম মুখপাত্র তালাত কামাল জানিয়েছেন, প্লাটিনাম ও গোল্ড- এ দুই ধরনের গ্রাহকরা রবি-ইবিএল যৌথ ব্র্যান্ডের ভিসা কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। এই কার্ড ব্যবহারকারীরা লোকাল ভয়েস কলের পোস্টপেইডে
রবির মাসিক বিলে ৫ শতাংশ ছাড় ও বিনামূল্যে আন্তর্জাতিক রোমিং সেবা উপভোগ করতে পারবেন। রবি-ইবিএল কার্ডের কোনো ইস্যু ফি নেই এবং গ্রাহকরা বছরে ১৮টি ট্রানজেকশনের মাধ্যমে বার্ষিক ফি মওকুফের সুযোগ পাবেন।
তালাত কামাল আরও জানান, রবি-ইবিএল প্লাটিনাম কার্ড ব্যবহারকারীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে প্রবেশের অনুমতি পাবেন এবং শিগগিরই ওই বিমানবন্দরে ইবিএল স্কাই লাউঞ্জ চালু করা হবে। এ ছাড়া তারা বিনামূল্যে ইবিএল স্কাই মাইলস প্রোগ্রামে যোগ দেয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, কার্ডের নতুন গ্রাহকদের বিনামূল্যে একটি রবি উদয় পোস্টপেইড সংযোগ দেয়া হবে। তারা দেশের ১০০টির বেশি শীর্ষস্থানীয় আউটলেটে এবং বিশ্বজুড়ে ২০০টি গলফ ক্লাব ও তিন হাজার ৫০০টি হোটেলে মূল্যছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া রবি-ইবিএল কার্ড ব্যবহারকারীরা বৃহত্তম অনলাইন হোটল বুকিং সাইট ’অ্যাগোডা’-তে অনলাইনে বুকিং দেয়ার সুযোগ গ্রহণ ও মূল্যছাড় উপভোগ করতে পারবেন।
আগ্রহী ব্যক্তিরা যেকোনো রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিওআইসি) অথবা ইবিএলের শাখা থেকে নিবন্ধনপত্র সংগ্রহ করতে পারবেন।
আমি আছি ফেসবুকেঃ ইয়ুসুফ

Level 0

আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম ভাল কথা।