পুরুষদের ল্যাপটপ ব্যবহারে সতর্কত, ল্যাপটপ নিয়ে কাজ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

যে সব পুরুষ ঘন্টার পর ঘন্টা প্রতি দিন কোলের উপর ল্যাপটপ নিয়ে কাজ করে তারা চিরতরে পিতা হওয়ার সুযোগ হতে বঞ্চিত হতে পারেনএমনটাই অভিমত বিঞ্জানীদের। ল্যাপটপ ব্যবহারকারি পুরুষেরা যে ভঙ্গিতে পা ভাজ করে ল্যাপটপ ব্যবহার করে তাতে শুক্রানু পাদনকারি শুক্রাশয়ের তাপমাত্রা . ডিগ্রী বেড়ে যাওয়ার ঝুকি থাকে। বিঞ্জানীদের মতে স্বাভাবিকের চেয়ে ডিগ্রী তাপমাত্রা বাড়লে শুক্রাশয়ের স্পার্ম বা শুক্রানু পাদন ব্যহত হয়। ল্যাপটপ থেকে তাপ পাদিত হয় বলে ব্যবহারকারি পুরুষদের ব্যাপারে সতর্ক থাকা উচি। আরো

দেখুন এখানে।

Join us http://www.bgdzone.com

Level 0

আমি রাতের স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ল্যাপটপও তাহলে জনসংখ্যা সমস্যা নিরসনে এগিয়ে এসেছে। জনসংখ্যা সমস্যা নিরসনে ঘরে ঘরে বিনামুল্যে ল্যাপটপ দিতে হবে। সাবাস ল্যাপটপ সাবাস। মজা করলাম।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ল্যাপটপও তাহলে জনসংখ্যা সমস্যা নিরসনে এগিয়ে এসেছে। জনসংখ্যা সমস্যা নিরসনে ঘরে ঘরে বিনামুল্যে ল্যাপটপ দিতে হবে। মজা করলাম।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

জিনিসটা আগেই পরেছি, চেস্টায় সাইদ ভাই জোসসসস মজা পাইলাম।

জানতে চাই, বিঞ্জানীরা মহিলাদের নিয়ে কোন জরিপ চালিয়েছেন কি? মহিলাদের ডিম্বানু তৈরিতে কি কোন সমস্যা হয় সেটাও জানা উচিত। আমার কমেন্ট পড়ে হাসবেন না প্লিজ। আমি ল্যাপটপ ব্যবহার করি তাই…….জানতে চাইলাম।

বড়ই চিন্তার বিষয় !!! এটা তো আপনার জন্য আরও বেশি দুঃসংবাদ । ল্যাপটপ ব্যবহার করলে আপনি তো রাতের ফ্লপ ষ্টার হইয়া যাইবেন । তা ভাই আপনি ল্যাপটপটি বিক্রি করছেন কবে ??? বেচনের আগে আমারে একটা মেইল করে জানাবেন !!!!

Level 3

এইটা অনেক দিন আগের খবর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার শিরোনামে “সতর্কতা” বানানটি ভুল আছে। একটু খেয়াল করুন।

আমি ল্যাপটপ বিক্রয় করে দিব । তানাহলে তো বাবা হতে পারব না । কে কিনবেন হাত উচু করুন আমার বংশ রক্ষা করুন।

শুধু মাত্র মজা করলাম,
শেয়ার করার জন্য ধন্যবাদ,

আমরা যারা প্রচন্ড গরমের মধ্যে, লোডশেডিং নিয়ে সুস্থ শরীরে বেঁচে আছি। মুড়ির টিন মার্কা টাউন বাসগুলোর ইঞ্জিন কভারের সীটগুলোতে বসে নির্বিকারে যাতায়াত করছি- ল্যাপটপের তাপমাত্রা তাদের শুক্রাশয়ে প্রভাব ফেলবে বলে মনে হয় না।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

amar ki hove ???????ami daily 4 gonta laptop use kori.pls advise me

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

ভাই আমার কি হবে । আমি প্রতিদিন ১৪-১৫ ঘন্টা ল্যাপটপ ব্যবহার করি। PLS সমাধান চাই।

Comments are closed.