দারুন অফার Grameenphone -এ ১০০% বোনাস প্রতিদিন!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি।
Grameenphone ১০০% বোনাস প্রতিদিন!
প্রথমে অফারটিতে ফ্রি রেজিস্ট্রেশন করতে ডায়াল
করুন *999*1# পুরো ক্যাম্পেইন মেয়াদের জন্য
গ্রাহককে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
*এই অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড গ্রাহক
( ইন্টারনেট সিম ও ফ্লেক্সিলোড কানেকশন
ব্যতীত) এর জন্য প্রযোজ্য।
*অফার নিতে রেজিস্ট্রেশন করার
পরে গ্রাহককে প্রথমে তার প্রতিদিনের নির্দিষ্ট
টার্গেট পূরণ করতে হবে। টার্গেট পূরণ করার
সাথে সাথেই পরবর্তী প্রতি ১ টাকা ভয়েস কল
ব্যবহারে পাওয়া যাবে ১০০% জিপি-জিপি বোনাস
টকটাইম।
* ভয়েস কল মানে যেকোনো অপারেটরে (যেমন,
জিপি-জিপি, জিপি-অন্য অপারেটর, জিপি-ল্যান্ড
ফোন/জিপি-এনডব্লিউডি) করা লোকাল কল।
ইন্টারন্যাশনাল ভয়েস কল, আইভিআর কল (যেমন,
১২১, ৪০০০) পে ফর মি, ভয়েস এসএমএস, ভয়েস
ইমেইল, MY Zone, অন্য কোনো ক্যাম্পেইন/
চলমান ক্যাম্পেইনে পাওয়া বোনাস/
সুবিধা কিংবা অন্য কোনো বান্ডেল
সুবিধা কিনতে ব্যবহার করা কল এর অন্তর্ভুক্ত
নয়।
*দৈনিক টার্গেট জানতে গ্রাহককে GP OFFER
থেকে আসা এসএমএস চেক করতে হবে।
* একবার রেজিস্ট্রেশন করলেই অফার চলাকালীন
গ্রাহক দৈনিক টার্গেট পূরণ করা সাপেক্ষে বোনাস
পাবেন।
* অফারে প্রাপ্ত বোনাসের টাকা শুধুমাত্র জিপি-
জিপি কলের ক্ষেত্রে প্রযোজ্য (৬০ পয়সা বা এর
বেশি কল স্লটে) এবং বোনাসের মেয়াদ বোনাস
প্রাপ্তির দিন পর্যন্ত (অর্থাৎ রাত
১১.৫৯পর্যন্ত) প্রযোজ্য হবে। এই মুহূর্তে অন্য
কোনো ক্যাম্পেইনের বোনাস টকটাইম (একই বোনাস
অ্যাকাউন্টে) উপভোগ করা গ্রাহক এই ক্যাম্পেইন
নিলে তাদের বোনাসের মেয়াদও ঐদিন রাত ১১.৫৯
পর্যন্ত প্রযোজ্য হবে।
*যেকোনো একটি কলে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত
বোনাস পাওয়া যাবে।
* প্রাপ্ত বোনাস জানতে ফ্রি ডায়াল করুন
*566*8#
* বর্তমান ব্যবহার জানতে ফ্রি ডায়াল করুন
*577*17#
* অফারটি যেসকল গ্রাহক অক্টোবর ২০১৩ এর
মাঝে তাদের সংযোগটি চালু করেছেন এবং অক্টোবর
২০১৩ থেকে ব্যবহার করছেন তাদের জন্য
প্রযোজ্য।
*কোনো “নিশ্চিন্ত” গ্রাহক এই অফারটি চালু
করলে ক্যাম্পেইন চলাকালীন তার দৈনিক ক্যাশ
ব্যাক এর অফারটি আর প্রযোজ্য হবে না।
*অফারটি প্রতিদিন রাত ১.০০ টা থেকে রাত
১১.৫৯ টা পর্যন্ত করা লোকাল ভয়েস কল এর
ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো ‘আমন্ত্রণ’ গ্রাহক
তার স্টার্টআপ অফারের সাথে ইনস্ট্যান্ট বোনাস
অফার উপভোগ করেন এবং এই
ক্যাম্পেইনে রেজিস্টার করেন তাহলে ‘আমন্ত্রণ’
প্রোডাক্ট এর ইনস্ট্যান্ট বোনাস
অফারটি প্রযোজ্য হবে না।
* যে সমস্ত কল একদিন শুরু হয়ে অন্যদিন শেষ
হবে সেই কলগুলোর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য
হবে না। (যেমন, কোনো একটি কল যদি রাত ১১.৫৯
এ শুরু হয়ে রাত ১২.০১ এ শেষ হয়)।
*যে সকল কলের চার্জ বোনাস অ্যাকাউন্ট শেষ
হয়ে যাওয়ার পর মূল অ্যাকাউন্ট থেকে চার্জ হবে,
সে ক্ষেত্রে মূল অ্যাকাউন্ট ব্যবহারের উপর
কোনো বোনাস প্রযোজ্য হবে না।
* অফারটি থেকে আন-রেজিস্টার করতে ফ্রি SMS
করুন Stop লিখে 8425
নম্বরে (পরবর্তী ৭২ঘন্টার মধ্যে কার্যকর হবে)।
* একবার আনরেজিস্টার্ড হয়ে গেলে গ্রাহক এই
অফারের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন
না।
*শুক্র ও শনিবারের নিয়মিত টার্গেট পূরণ করার পর
আপনি পাচ্ছেন অতিরিক্ত ৫০টি জিপি-জিপি SMS
এবং ৫০ MB ইন্টারনেট। একদিনের মেয়াদ
সহকারে এই বোনাসটি পরবর্তী ৭২ঘন্টার
মধ্যে আপনার একাউন্টে পৌছে যাবে।
*বোনাস SMS এর ব্যালেন্স এবং মেয়াদ
জানতে ফ্রি ডায়াল করুন *566*2#, বোনাস
ইন্টারনেটের ব্যালেন্স এবং মেয়াদ
জানতে ফ্রি ডায়াল করুন *566*10#
* সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।

সময় হলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন । আমার ব্লগ
ফেইসবুক এ আমি
আমাদের ফেইসবুক ফ্যানপেজ টি লাইক করুন আপডেট থাকুন ।

Level 0

আমি রাসেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস