টেক টিউন্স এর সাথে আমার প্রথম পরিচয় আজ থেকে ৩ বছর আগে ।প্রথম প্রথম শুধু ব্রাউজ করতাম ।এমন একটা অবস্থা ছিল শুধু টেকটিউন্স চেক করার জন্য নেট কিনতাম মোবাইল এ । আর পোস্ট গুলো পড়ে শেখার চেস্টা করতাম নতুন কোণ প্রযুক্তি । মনের অজান্তে একটা অন্যরকম ভালবাসা তৈরি হয়ে গিয়েছিল টেকটিউন্স এর জন্য ।
প্রযুক্তিকে বাংলা ভাষাই আমাদের কাছে এনে দিয়েছিল এই টেকটিউন্স । টিউন করতেন বাঘা বাঘা সব টিউনার । আপডেট কোন কিছু গুগোল এ সারচ দেওয়ার আগে এখানে দিতাম। কারন বাংলা ভাষার চাইতে আর সহজ কি হতে পারে আমাদের কাছে। নতুন সবকিছু এখানে খোজে পেতাম বাংলা ভাষাই । কিন্তু যতই দিন যাচ্ছে ততই এর প্রতি কেন জানি আগ্রহ কমে যাচ্ছে ।
কেন এমন হচ্ছে ? টেক টিউন্স এর ভবিষ্যৎ বা কোন দিকে যাচ্ছে । টেক টিউন্স এর মান কি আমরা ধরে রাখতে পারব ।
আজ টেক টিউন্স যা অর্জন করেছে তার পেছনে আছে এডমিন প্যানেল এর অক্লান্ত পরিশ্রম । এর জন্য আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ । তারা আমাদেরকে যে ভাবে হেল্প করেছে তা সত্যি প্রশংসার দাবিদার । টেক টিউন্স এ প্রকাশিত পোস্ট গুলো সত্যি একসময় অনেক উন্নত ছিল । আমরা অনেক কিছু শিখেছি এখান থেকে । কিন্তু যতই দিন যাচ্ছে ততই এর প্রকাশিত পোস্ট গুলোর মান কেন জানি কমে যাচ্ছে । আগে অনেক এডভান্স টপিক নিয়ে টিউন হত কিন্ত এখন আর খুব বেশি হই না ।
অতীত ঃ
অতীতের টেক টিউন্স আর বরতমানের টেক টিউন্স এর মধ্যে আছে আকাশ পাতাল পার্থক্য । আমার কাছে অতীতের টেক টিউন্সকেই বেশি পছন্দ । আগে আমাদের টপ টিউনার যারা আছেন তারা অনেক এডভান্স টপিক নিয়ে টিউন করতেন । যা জানার জন্য আমরা আকুল হয়ে টেক টিউন্স এর হোমে পরে থাকতাম সবসমই । কিন্ত এখন আর অই সব বিষয় নিয়ে টিউন হয় না । তাই টেক টিউন্স এ ভিসিটওঁ করি কম । দিনে একবার ভিসিট করলে চলে । শিখার মত কিছু খুজে পাই না । এই কারনে হইত আগ্রহ হারাচ্ছি দিন দিন । আমার মনে প্রশ্ন জাগে আমি কি শুধু একা আগ্রহ হারাচ্ছি না কি আমার সাথে আরও কেউ একমত ।
আমার অভিজ্ঞতা ঃ
আমি আজ কম্পিটার সম্পরকে যা জানি বা বুঝি তার ৭০% আমি টেক টিউন্স থেকে শিখেছি-----
১। ফটোশপ সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
২। পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
৩। SEO সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
৪। ওয়েব সাইট বানানো সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
৫। লিনাক্স সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
৬। সিম্বিয়ান সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
৭। বেসিক হ্যাকিং সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
আরও অনেক কিছু সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।
মোট কথা যা জানি তার ৭০% আমি টেক টিউন্স থেকে শিখেছি ।
যাদের কাছে কৃতজ্ঞ ঃ
প্রথমে ধন্যবাদ প্রবাসী ভাই কে, যার কল্যাণে আমি ফটোশপ ও এর প্লাগিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি । তার প্রতিটি টিউন এর জন্য আকুল হইয়া অপেক্ষা করতাম । তিনি সত্যি একজন অসাধারণ মানুষ । এত দূরে থেকেও তিনি আমাদের যা দিয়াছেন তা সত্যি প্রশংসার দাবীদার । তার কাছ থেকে আমি সবচেয়ে বেশি শিখতে পেরেছি । মাঝখানে একটু ভুল বুঝা বুঝির কারনে তিনি চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে কিন্ত আবার ফিরে এসেছেন আমাদের মাঝে তার এবং আমাদের প্রিয় হোম টেক টিউন্স এ । এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
আপনার কাছে আমরা আগের মত ভাল ভাল টিউন আশা করি সবসমই । তাকে ফিরিয়ে আনার জন্য সোর্ডফিশ ভাই কে অনেক ধন্যবাদ ।
মোবাইল সম্পর্কে যা জেনেছি তার জন্য আমি কৃতজ্ঞ সাইফুল ভাই এর কাছে । তার কাছ থেকে আমরা সিম্বিয়ান সম্পর্কে অনেক কিছু শিখেছি ।
আল ফাতাহ ভাই এর কাছ থেকেও অনেক কিছু জেনেছি ।
এছাড়া জাকির ভাই, হোসাইন আহাম্মদ ভাই,হাসিব ভাই এর কাছ থেকেও অনেক কিছু জানতে পেরেছি ।
আরও অনেক টিউনার আছেন যাদের সেচ্ছা শ্রম আমাদের প্রযুক্তি বিষয়ক জ্ঞান কে করেছে আরও বেশি উন্নত ।
এজন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ।
বর্তমান ঃ
আমার মতে বর্তমানে টেক টিউন্স এর অবস্থা খুব একটা ভাল মনে হচ্ছে না । ছোট ছোট আর নিম্ন মানের টিউন দিয়ে ভরে থাকে আমাদের প্রিয় টেক টিউন্স এর হোম পেজ । আগের মত উচু মানের টিউন আর খুজে পাই না । আর কপি পেস্ট ত আছেই । কেও কপি করছে ফেসবুক থেকে কেও আবার অন্য কোন ব্লগ থেকে । টপিক টা নিজেরা যাচায় না করে পোস্ট করছে । এজন্য আমরা ভোগান্তি পোহাচ্ছি । অফ টপিক আর ফেক পোস্ট করে আমাদের কে ভোগান্তিতে ফেলছে । আর অনেক পোস্টে ত ভাইরাস । এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যৎ এ টেক টিউন্স তার জনপ্রিয়তা হারাবে একথা বলার অপেক্ষা রাখে না ।
বর্তমানে বাংলাদেশে টেক টিউন্স ALEXA RANKING অনুসারে ৪ নাম্বার আছে ।
আর প্রতিদিন ১৩৫৬৫৫ ভিসিটর টেক টিউন্স ভিসিট করে আর পেজ ভিউ হয় ৮৫৪৬২৮ বার ।
তাহলে বুঝুন কত জনপ্রিয় আমাদের টেক টিউন্স ।
ভবিষ্যৎ ঃ
এখনি সময় আমাদের সবার প্রিয় টেক টিউন্স এর ভবিষ্যৎ কে secure করার । তানাহলে খুব তারাতারি টেক টিউন্স তার জনপ্রিয়তা এবং তার অবস্থান হারাবে । তাই সকল টিউনারের প্রতি আমার আকুল আবেদন মান সম্পন্ন টিউন আমাদের উপহার দিন আর আমাদের সবার প্রিয় টেক টিউন্স এর ভবিষ্যৎ কে secure করুন ।
এডমিনদের প্রতি আবেদন, আপনাদের সুনজর আর চেষ্টার মিশ্রণই কেবল পারে টেক টিউন্স কে তার টপ স্থান ধরে রাখতে ।
বিঃদ্রঃ এগুলো একান্তই আমার নিজস্ব মতামত । তাই যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ।
আমি BURN THE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
You are 100% right…………