টেকটিউন্স ও এর ভবিষ্যৎ এবং আমার কিছু কথা।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেক টিউন্স এর সাথে আমার প্রথম পরিচয় আজ থেকে ৩ বছর আগে ।প্রথম প্রথম শুধু ব্রাউজ করতাম ।এমন একটা অবস্থা ছিল শুধু টেকটিউন্স চেক করার জন্য নেট কিনতাম মোবাইল এ । আর পোস্ট গুলো পড়ে শেখার চেস্টা করতাম নতুন কোণ প্রযুক্তি । মনের অজান্তে একটা অন্যরকম ভালবাসা তৈরি হয়ে গিয়েছিল টেকটিউন্স এর জন্য ।

প্রযুক্তিকে বাংলা ভাষাই আমাদের কাছে এনে দিয়েছিল এই টেকটিউন্স । টিউন করতেন বাঘা বাঘা সব টিউনার । আপডেট কোন কিছু গুগোল এ সারচ দেওয়ার আগে এখানে দিতাম। কারন বাংলা ভাষার চাইতে আর সহজ কি হতে পারে আমাদের কাছে। নতুন সবকিছু এখানে খোজে পেতাম বাংলা ভাষাই । কিন্তু যতই দিন যাচ্ছে ততই এর প্রতি কেন জানি আগ্রহ কমে যাচ্ছে ।

কেন এমন হচ্ছে ? টেক টিউন্স এর ভবিষ্যৎ বা কোন দিকে যাচ্ছে । টেক টিউন্স এর মান কি আমরা ধরে রাখতে পারব ।

আজ টেক টিউন্স যা অর্জন করেছে তার পেছনে আছে এডমিন প্যানেল এর অক্লান্ত পরিশ্রম । এর জন্য আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ । তারা আমাদেরকে যে ভাবে হেল্প করেছে তা সত্যি প্রশংসার দাবিদার । টেক টিউন্স এ প্রকাশিত পোস্ট গুলো সত্যি একসময় অনেক উন্নত ছিল । আমরা অনেক কিছু শিখেছি এখান থেকে । কিন্তু যতই দিন যাচ্ছে ততই এর প্রকাশিত পোস্ট গুলোর মান কেন জানি কমে যাচ্ছে । আগে অনেক এডভান্স টপিক নিয়ে টিউন হত কিন্ত এখন আর খুব বেশি হই না ।

অতীত ঃ

অতীতের টেক টিউন্স আর বরতমানের টেক টিউন্স এর মধ্যে আছে আকাশ পাতাল পার্থক্য । আমার কাছে অতীতের টেক টিউন্সকেই বেশি পছন্দ । আগে আমাদের টপ টিউনার যারা আছেন তারা অনেক এডভান্স টপিক নিয়ে টিউন করতেন । যা জানার জন্য আমরা আকুল হয়ে টেক টিউন্স এর হোমে পরে থাকতাম সবসমই । কিন্ত এখন আর অই সব বিষয় নিয়ে টিউন হয় না । তাই টেক টিউন্স এ ভিসিটওঁ করি কম । দিনে একবার ভিসিট করলে চলে । শিখার মত কিছু খুজে পাই না । এই কারনে হইত আগ্রহ হারাচ্ছি দিন দিন । আমার মনে প্রশ্ন জাগে আমি কি শুধু একা আগ্রহ হারাচ্ছি না কি আমার সাথে আরও কেউ একমত ।

আমার অভিজ্ঞতা ঃ

আমি আজ কম্পিটার সম্পরকে যা জানি বা বুঝি তার ৭০% আমি টেক টিউন্স থেকে শিখেছি-----

১। ফটোশপ সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

২। পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

৩। SEO সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

৪। ওয়েব সাইট বানানো সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

৫। লিনাক্স সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

৬। সিম্বিয়ান সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

৭। বেসিক হ্যাকিং সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

আরও অনেক কিছু সম্পর্কে আমার প্রাথমিক ধারনা আমি পেয়েছি টেক টিউন্স থেকে ।

মোট কথা যা জানি তার ৭০% আমি টেক টিউন্স থেকে শিখেছি ।

যাদের কাছে কৃতজ্ঞ ঃ

প্রথমে ধন্যবাদ প্রবাসী ভাই কে, যার কল্যাণে আমি ফটোশপ ও এর প্লাগিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি । তার প্রতিটি টিউন এর জন্য আকুল হইয়া অপেক্ষা করতাম । তিনি সত্যি একজন অসাধারণ মানুষ । এত দূরে থেকেও তিনি আমাদের যা দিয়াছেন তা সত্যি প্রশংসার দাবীদার । তার কাছ থেকে আমি সবচেয়ে বেশি শিখতে পেরেছি । মাঝখানে একটু ভুল বুঝা বুঝির কারনে তিনি চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে কিন্ত আবার ফিরে এসেছেন আমাদের মাঝে তার এবং আমাদের প্রিয় হোম টেক টিউন্স এ । এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

আপনার কাছে আমরা আগের মত ভাল ভাল টিউন আশা করি সবসমই । তাকে ফিরিয়ে আনার জন্য সোর্ডফিশ ভাই কে অনেক ধন্যবাদ ।

মোবাইল সম্পর্কে যা জেনেছি তার জন্য আমি কৃতজ্ঞ সাইফুল ভাই এর কাছে । তার কাছ থেকে আমরা সিম্বিয়ান সম্পর্কে অনেক কিছু শিখেছি ।

আল ফাতাহ ভাই এর কাছ থেকেও অনেক কিছু জেনেছি ।

এছাড়া জাকির ভাই, হোসাইন আহাম্মদ ভাই,হাসিব ভাই এর কাছ থেকেও অনেক কিছু জানতে পেরেছি ।

আরও অনেক টিউনার আছেন যাদের সেচ্ছা শ্রম আমাদের প্রযুক্তি বিষয়ক জ্ঞান কে করেছে আরও বেশি উন্নত ।

এজন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ।

বর্তমান ঃ

আমার মতে বর্তমানে টেক টিউন্স এর অবস্থা খুব একটা ভাল মনে হচ্ছে না । ছোট ছোট আর নিম্ন মানের টিউন দিয়ে ভরে থাকে আমাদের প্রিয় টেক টিউন্স এর হোম পেজ । আগের মত উচু মানের টিউন আর খুজে পাই না । আর কপি পেস্ট ত আছেই । কেও কপি করছে ফেসবুক থেকে কেও আবার অন্য কোন ব্লগ থেকে । টপিক টা নিজেরা যাচায় না করে পোস্ট করছে । এজন্য আমরা ভোগান্তি পোহাচ্ছি । অফ টপিক আর ফেক পোস্ট করে আমাদের কে ভোগান্তিতে ফেলছে । আর অনেক পোস্টে ত ভাইরাস । এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যৎ এ টেক টিউন্স তার জনপ্রিয়তা হারাবে একথা বলার অপেক্ষা রাখে না ।

বর্তমানে বাংলাদেশে টেক টিউন্স ALEXA RANKING অনুসারে ৪ নাম্বার আছে ।

আর প্রতিদিন ১৩৫৬৫৫ ভিসিটর টেক টিউন্স ভিসিট করে আর পেজ ভিউ হয় ৮৫৪৬২৮ বার ।

তাহলে বুঝুন কত জনপ্রিয় আমাদের টেক টিউন্স ।

ভবিষ্যৎ ঃ

এখনি সময় আমাদের সবার প্রিয় টেক টিউন্স এর ভবিষ্যৎ কে secure করার । তানাহলে খুব তারাতারি টেক টিউন্স তার জনপ্রিয়তা এবং তার অবস্থান হারাবে । তাই সকল টিউনারের প্রতি আমার আকুল আবেদন মান সম্পন্ন টিউন আমাদের উপহার দিন আর আমাদের সবার প্রিয় টেক টিউন্স এর ভবিষ্যৎ কে secure করুন ।

এডমিনদের প্রতি আবেদন, আপনাদের সুনজর আর চেষ্টার মিশ্রণই কেবল পারে টেক টিউন্স কে তার টপ স্থান ধরে রাখতে ।

বিঃদ্রঃ এগুলো একান্তই আমার নিজস্ব মতামত । তাই যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ।

Level New

আমি BURN THE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

You are 100% right…………

    @notunpagol: ধন্যবাদ ভাই আমার সাথে একমত পোষন করার জন্য।

Level 0

সুন্দর টিউন এর জন্য অনেক ধন্যবাদ। বিষয়টা আমরা অনেক সাধারণ টিউনাররা লক্ষ করলেও আমাদের কিছুই করার নেয়। আশা করি টেকটিউনস মডারেটরগণ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

আর একজনের নাম উল্লেখ করা উচিত মনে হয়…..সে হচ্ছে আমাদের প্রিয় গেমওয়ালা ফাহাদ ভাই।

    @মঈন: ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস এর জন্য। ফাহাদ ভাই এর মত টিউনাররা আছেন বলেই ত এখনও টেক টিউন্স টিকে আছে। ঘুম এসে পরেছিল বলে সবার কথা লিখতে পারি নি। টেক টিউন্স থেকে অনেক কিছু পেয়েছি এজন্য আরও পেতে ইচ্ছে করে।

Level 0

একদম আমার মনের কথা বলেছেন ভাই… আপনাকে ধন্যবাদ…

    @SK Shagar: এতদিন ভাবতাম আমার বুঝি একার খারাপ লাগে কিন্তু এখন দেখছি আমার মত আরো অনেকের খারাপ লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

আসলেই এখন দুঃখ লাগে টিটির অবস্থা দেখে।আগে আমি যারা সারাদিন টিটিতে পরে থাকত আজ তারা এখানে প্রায় আসেই না।তবে আমি মনে করি টিটির এই অবস্থার পিছনে দায়ি হলেন আমাদের টিটির শ্রদ্ধেয় এডমিনরা। তারা আজ নতুন সাইট খুলছে এবং প্রায় টিটিতে থাকেনা।তাছারা আমাদের সেই তপ টিউনাররাও এখন আর টিটিতে টিউন করেনা।তাদের কাছে মনের আক্ষেপ নিয়ে প্রশ্ন করেছিলাম।তারা বলেন যে বাক্তিগত জীবনে তারা বাস্ত।এখন আর নাকি আগের মত টিউন করার সময় পায় না। তবুও শত বাস্ততার মাঝেও আমাদের রওনক(প্রবাসী),গেমওয়ালা,সাইফুল,হোছাইন আহম্মদ,জাহিদ,কম্পিউটার লাভার এরা মাঝে মাঝে টিউন করে।তবে জাকির,হাসিব,যোবায়ের, swordfish সহ বাকিদের টিটিতে দেখাই যায় না।সর্বোপরি আমাদের সবাইকে আর কেয়ারফুল হতে হবে আমাদের প্রিয় টেকটিউনসকে পূর্বের চেয়েও আরো ভালো করে তুলার জন্য।
হয়ত আপনার টিউনটি তাদের টিটিতে ফিরে আসার অনুপ্রেরনা দিবে।আপনাকে ধন্যবাদ।

প্রবাসি গুরু কে লাল সেলুট!

    @গেমওয়ালা: ভাই আপনাকেও সালাম। টিটির এই সময়ে আপনার মত টিউনার আছে বলেই ত টিকে আছে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।

প্রবাসী,গেমওয়ালা,সাইফুল,হোছাইন আহম্মদ,জাহিদ,কম্পিউটার লাভার ভাই দের প্রতি আক্ষেপ নাই। তারা আমাদের কে অনেক কিছু দিয়েছেন। শত ব্যাস্ততার মাঝে এখনো তারা টিউন করেন এজন্য তাদের প্রতি আমরা ক্রিতজ্ঞ। কিন্তু যাদের হাত ধরে টিটির পথ চলা তারাই জদি টিটিকে সময় না দেন তাহলে ত প্রব্লেম। ধন্যবাদ ভাই।

Level 0

ami jake khub valo bastam tar kotha keno jani amar sojjo hoy na.

সহমত ভাই।
TT এর উপ্রে রুচি হারায়লাইছি 🙁

    @বিল গেটস এর জামাই: এই রুচি ফিরিয়ে আনার জন্য ত ভাই এই টিউন। সবাই জদি সিরিয়াস হয় তাহলে আবার রুচি ফিরে পাবেন। ধন্যবাদ ভাই আপনাকে ।

এইটা এবার টেক টিউনস নির্বাচিত পোস্ট হবে।

আপনার কথার সাথে আমিও একমত।

    @K. J. M. Rezaur Rahman: @ফ্রীওয়্যার সিজান: ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য ।

amar tune korar option bondho kora keno? Admin, amar tune korar option active kore den plz.

Level 0

একদম আমার মনের কথা বলেছেন ভাই… আপনাকে ধন্যবাদ…

    @Himadri: আমি জানি ভাই, আমরা যারা টিটিকে ভালবাসি তাদের অনেকেরি মনের কথা এইটা। ধন্যবাদ ভাই।

তত্ত্ববহুল ও ভাবার মত একটা টিউন… নির্বাচিত টিউন করে সবাইকে এটা নিয়ে ভাবতে দেয়ার সুযোগ করে দেয়া হুক !

    @Onno Manush Foysal: আপনাদের ভোটেই নির্বাচিত হবে হবে এই টিউন ।ধন্যবাদ।

Level New

আপনার সাথে পুরোপুরি একমত। টেকটিউনস থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি। টেকটিউনসের কাছে আমি কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ, এই বিষয়টি তুলে আনার জন্য।

    @mtbiswas: @mtbiswas: ভাই আরও শিখতে চাই টিটির কাছ থেকে।

অনেক সুন্দর করে লিখেছেন ভাল লাগল@ ধন্যবাদ । আর আমিও আপনার মত টেকটিউন্স এর একজন ছাত্র অনেক কিছু শিখেছি এই টেকটিউন্স থেকে আর সাহস করে খুলে ফেলেছি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার সব এই টেকটিউন্স এর অবদান। আসুন আমরা সবাই আমাদের টেকটিউন্স কে আগের মত ফিরেয়ে আনি এবং টেকটিউন্স এর সু-ভবিষ্যত কামনা করি।

    @হোছাইন আহম্মদ: @mtbiswas: @mtbiswas: অনেক ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য। আপনি আমরা সবাই অনেক কিছু শিখেছি টিটির কাছ থেকে। আপনিও আমাদের অনেক কিছু দিয়েছেন এজন্য অনেক ক্রিতজ্ঞ আপনার কাছে আমরা।

ভাল লিখেছেন । অনলাইন আয় -টায় এসব হাবিজাবি পোস্ট করা বন্ধ করা উচিত ।

    @newmission17: ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য।

১০০% সহমত লেখকের সাথে। এই ব্যাপারে একটা টিউন অলরেডি ড্রাফট করেছিলাম। যাক সেটার আর প্রয়োজন হল না। ধন্যবাদ লেখক কে।

Level New

Sohomot 100%

    @Shumon balok: ধন্যবাদ কমেন্টস এর জন্য।

Level New

গেম এর মত ফালতু টিউন দিয়ে টিটির পাতা নস্ট করা উচিত নয়।

    @taher bahari: ভাই যাদের গেম প্রয়োজন বা গেমের প্রতি আসক্তি আছে তারা উপক্রিত হয়েছে ।তাই একজন টিউনার কে ছোট করে দেখাটা আমার মতে উচিত না। তারপরেও আপ নার কমেন্টস এর জন্য ধন্যবাদ।

আপ্নাকেও ধন্যবাদ

You are 100% right…………আর একটি কথা blogspot.com/এর কোন টিউন দেওয়া হয় না কেন। জানতে চাই।

Level New

আসলে মানুষের জীবন বড় মুল্যবান। টিটিতে ফ্রি নেট ব্যবহার, গেম ইত্ত্যাদি টিউনগুলো এর মান বিনস্ট করেছে। একজনতো শুধু গেম নিয়ে টিউন করে ১ নং এর টপ টিউনার হয়ে গেছে!

    @taher bahari: ভাই এটা কি দোষের কিছু?

    @taher bahari: আমি চাইলে দিনে ৮টি করে টিউন দিতে পারি। কিন্তু এতে জামেলা হতো! আর প্রবাসী ভাইয়ের সম্মানে উনার চাইতে একটি টিউনে পিছিয়ে ছিলাম পুরো দুই মাস! আমি উনার ‍উপরে যেতে চাইনি। তারপর উপায় না দেখে টিউন করতে বাধ্য হলাম!

      @গেমওয়ালা: ফাহাদ ভাই যারা গেম ভালবাসেন তারা আপনার কাছ থেকে অনেক উপক্রিত হয়েছে। সবাই ত আর একরকম না। যেমন আমি নিজে গেম খুব একটা খেলি না। তাই কারো কথায় মন খারাপ করবেন না প্লিজ। এর আগে প্রবাসি ভাই আমাদের ছেড়ে চলে গিয়াছিল। তখন বুযতে পেরেছিলাম আমরা কি হারিয়ে ফেলেছিলাম। তাই আমাদের সামান্য ভুলের কারনে আর কাউ কে হারাতে চাই না।

    @taher bahari: ভাই যাদের গেম প্রয়োজন বা গেমের প্রতি আসক্তি আছে তারা উপক্রিত হয়েছে ।তাই একজন টিউনার কে ছোট করে দেখাটা আমার মতে উচিত না। বরং তাদের কথা বলুন যারা নিজেদের সার্থে টিউন করে। ফাহাদ ভাই গেম নিয়ে টিউন করে আমাদের জন্য আমাদের সার্থে। কিন্তু যারা কপি পেস্ট বা রেফারেল লিংক দিয়ে টিউন করে তাদের কি বলবেন। তারা কি আমাদের সার্থে টিউন করল নাকি নিজের সার্থে টিউন করল। তারাই টিটির পরিবেশ নস্ট করছে। ধন্যবাদ কমেন্টস এর জন্য।

ভাল লিখেছেন ধন্যবাদ সুন্দর লেখার জন্য,
টেকটিউন্সকে আজকের অবস্থানে নিয়ে আসাতে যাদের অবদান সবচেয়ে বেশী তাদের মাঝে দুঃসাহসী টিনটিন,বিল্লাহ মামুন,আরিফ নিজামী,শাকিল আরেফিন,নাবিল আমিন,ফাহিম রেজা বাঁধন, আলমাস ইথিক্যাল হ্যাকার,রিয়া,শুভ্র আকাশ, MITHU, টিউটো বিডি,ইনাদের অবদান অগ্রগন্য কারন আজকের টিটির পরিচিতি এবং অবস্থান উনাদের হাত থেকেই এবং টিটির প্রান হল টিউটরিয়াল টিউন গুলু যাহা ইনাদের কাছ থেকে টিটি বেশী পেয়েছে।তবে দুঃখের বিষয় উনাদের এখন আর টিটিতে পাওয়া যায় না।আর আপনি যাদের কথা বললেন তাদেরও বিশাল অবদান আছে যেমন সাইফুল,হাসান যোবায়ের এবং প্রবাসী ভাইদের মতন টিউনারদের,
আমি সত্যি মিস করছি এই সব দুর্দান্ত হারিয়ে যাওয়া টিউনারদের আজ যদি তারা থাকল তাহইলে টিটি আরো উচ্চতায় থাকত নিঃসন্দেহে।

    @আতাউর রহমান: ভাই আপনার মুল্যবান কমেন্টস এর জন্য ধন্যবাদ। যেদিন থেকে টিটির সাথে পরিচয় ওই দিন থেকে আপনাকে দেখছি। আপনার মুল্যবান কমেন্টস দিয়ে সবসময় টিউনার দেরকে অনুপ্রানিত করছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারন টিউমেন্টস হচ্ছে টিউনের প্রান যা থেকে একজন টিউনার তার পরের টিউনের জন্য মানসিক শক্তি পায়।

Level 0

ভাই দুঃখের কথা আর কি বলব আপনি একবারে পেটের কথা বলে ফেলেছেন আগে টিটিতে দিনে তিন চার বার আসতাম যে কোন বাগাবাগা টিউন প্রকাশ হলো নাকি আর এখন তিন চার দিনে একবার আসি। এখন আর কেউ ফ্রিতে কিছু শেখাতে চায়না সবাই নিজের নিজের ব্লগ বা ট্রেনিং সেন্টার খুলে সেখানে তার জ্ঞান বিক্রি করছে ভালো কথা। এখন আর কেউ টিটিতে টিউন করতে আসে না আসে গেষ্ট ব্লগিং করতে, রেফারেল বাড়াতে। টিউন টি নির্বাচিত হোক। আর আপনার এই সাহসিকতার জন্য আপনাকে ধন্যবাদ

    @samir01: আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই ।