"উন্মুক্ত শিক্ষা দিবস - ২০১৪" -- বাংলাদেশ আয়োজন
শিক্ষায় ব্যবহৃত সফটওয়্যার এবং মুক্ত সফটওয়্যার সমূহের ব্যবহারে শিক্ষায় অগ্রগতি, উন্মুক্ত শিক্ষা উপকরণ এবং চলমান প্রকল্পসমূহকে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করতেই এই আয়োজনটি করা হয়। ২০১৩ইং সালে এই উদযাপনের পরিকল্পনা করে ডিজিটাল ফ্রিডম ফাউন্ডেশন এবং ২০১৪ইং সালে প্রথমবারের মতো এই আয়োজনটি বিশ্বব্যাপী আয়োজিত হবে।
যেহেতু সফটওয়্যার মুক্তি দিবস আয়োজনটি এবং এই আয়োজনটি একই সংগঠনের পক্ষ থেকে পরিকল্পিত তাই সফটওয়্যার মুক্তি দিবসের ন্যায় মাসের তৃতীয় শনিবার প্রথা মেনে ২০১৪ সালের জানুয়ারী মাসের তৃতীয় শনিবারে মানে আগামী ১৮ই জানুয়ারী "উন্মুক্ত শিক্ষা দিবস" উদযাপন করার পরিকল্পনা করা হয়েছে।
আমরা এফওএসএস বাংলাদেশ ও বিশ্বের সাথে তাল মিলিয়ে এই দিনটিতে "উন্মুক্ত শিক্ষা দিবস - ২০১৪" -- বাংলাদেশ আয়োজন উদযাপন করতে যাচ্ছি। এই দিনে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একটু দূরে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল ও কলেজে (মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল ও কলেজ, রাজফুলবাড়ীয়া, সাভার, ঢাকা-১৩৪৭) দিনব্যাপী বিভিন্ন আয়োজন করবো।
আমাদের এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্বব্যাপী চলমান বিভিন্ন উন্মুক্ত শিক্ষা প্রকল্প, সফটওয়্যার, টুলস, বই ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। সকাল ১১টা ৩০মিনিট থেকে শুরু করে বিকাল ৪টা ব্যাপী এই আয়োজনে আপনাদের সবাইকে বন্ধু-স্বজন-আপনজন সহকারে আমন্ত্রন জানাচ্ছি। জিএনইউ/লিনাক্স বিষয়ক ব্যবহারিক সাপোর্ট/সহায়তা সেবাটুকু নিশ্চিত করতে আগাম তথ্য দিয়ে আমাদেরকে আয়োজনে সহায়তা করুন -- http://goo.gl/m75zy
লিংকটি থেকে।
আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন – http://educationfreedomday.org/
থেকে। সারা পৃথিবীতে কারা কারা এই দিনটি উদযাপন করছে তা দেখতে হলে এখানে ঘুরে আসুন http://www.educationfreedomday.org/map/i...?year=2014 থেকে।
পরিবহন এবং পার্কিং তথ্য সহ:ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়ীয়া বাস স্ট্যান্ড থেকে বাম দিকের রাস্তায় অল্পকিছুটা দূরত্বে।
আমি sagir42। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।