ইমেইল মার্কেটিং সেমিনার সবার জন্য উন্মুক্ত

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমরা সবাই মার্কেটিং কথাটির সাথে পরিচিত । স্বাভাবিক ভাবে বলা যায়, কারো কাছে কোন পণ্যর সুযোগ-সুবিধা তুলে ধরে তার কাছে পণ্য বিক্রয় করার চেষ্টাকে বলে মার্কেটিং। আর অনলাইনে পণ্য সম্পর্কে কাউকে ধারনা দিয়ে তার কাছে বিক্রয় করার চেষ্ঠাকে অনলাইন মার্কেটিং বলে। যদি সেটা মেইলের/চিঠির মাধ্যমে হয় তবে তাকেই ইমেইল মার্কেটিং বলে। হ্যাঁ বর্তমানে যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ আর এই যুগে মার্কেটিং এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। তাই এই ইন্টারনেট সেবাকে কাজে লাগিয়ে আজ ব্যবসায়ীরা দেখছেন সফলতার মুখ।


আমাদের বাংলাদেশীদের (ফ্রীল্যান্সারদের) জন্যও এই খাতে রয়েছে এক বিশাল সুযোগ। আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য দরকার প্রয়োজনীয় জ্ঞান। যদি আমরা প্রয়োজনীয় জ্ঞান ও গাইডলাইন নিয়ে এগিয়ে যেতে পারি তবে আন্তর্জাতিক ফ্রীল্যান্স মার্কেট থেকে আমরাই সবচেয়ে বেশি ইনকাম করতে পারবো ইনশা আল্লাহ। তার অন্যতম কারন হচ্ছে আমাদের দেশের বেকার সংখ্যা অগনিত এবং সকল যুবকই চায় নিজের মতো করে কাজ করতে।
তাই আমাদের মেধাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই, হয়তো আর বেশি দূরে নয়। বিশাল আয়ের পথ আমাদের জন্য অপেক্ষা করছে। বিভিন্ন মার্কেটপ্লেসে একটু সার্চ করলেই দেখবেন ইমেইল মার্কেটিং এর ওপর অসংখ্য কাজ রয়েছে। শুধুমাত্র ইচ্ছা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা থাকলেই যে কেউই ইমেইল মার্কেটিংয়ে নিজেকে তুলে ধরা সহজ। আর একটা কথা না বললেই নয়। অনান্য সকল সেক্টরে ফ্রীল্যান্সিং করে এগিয়ে যাওয়া একটু কঠিন ও সময় সাপেক্ষ। সেখানে ইমেইল মার্কেটিং অল্প সময়ে বুঝে অল্প সময়ে ইনকাম করা সম্ভব।
আর আপনি যদি একজন সফল উদ্যোক্ত হতে চান (ই-কমার্স সাইটের মাধ্যমে) তবে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে নিজের ই-কমার্স সাইটের বিক্রয়ও বহুগুনে বৃদ্ধি করা সম্ভব। আশা করা যায় অতি শ্রীঘ্রই বাংলাদেশেও ই-কমার্স এ ব্যাপক প্রতিযোগীতার সৃষ্টি হবে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্যান্য সবকিছুর মতোই ইমেইল মার্কেটিং ও অতি গুরুত্বপূর্ন। সঠিকভাবে ইমেইল মার্কেটিং করতে পারলে তা আপনার ব্যবসা ক্ষেত্রে ব্যাপক সফলতা ও মুনাফা বয়ে নিয়ে আসনে।
কেউ যদি নিজের ই-কমার্স সাইট না খুলেও শুধু অনলাইন মার্কেটপ্লেস যেমন: ওডেস্ক, ফ্রিল্যন্স্যার, ইল্যান্স ইত্যাদিতে কাজ করতে চান তাহলেও সে স্বাধীনভাবে কাজ করতে পারবে। ইতিমধ্যেই বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সাররাই ইমেইল মার্কেটিংয়ে নিজেদের সফল ক্যারিয়ার গড়ে তুলেছে। তবে আর দেরি কেন? আপনিও শুরু করুন ই-মেইল মার্কেটিং এর এই উজ্জল সম্ভাবনাময় ক্যরিয়ার এবং আপনার জীবনকেও সফল করে তুলুন।

তাই আপনাদেরকে ইমেইল মার্কেটিং সম্পর্কে সচ্ছ ধারনা দেওয়ার জন্য আগামী ১৮ জানুয়ারী, শনিবার মাইসিস আইটি ইন্সটিটিউটে ইমেইল মার্কেটিং এর উপর ফ্রী সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে আপনার সকল প্রশ্ন ও জিজ্ঞাসার জবাব দিতে আসছে বাংলাদেশের সফল ইমেইল মার্কেটার মো: পলাশ। সেমিনার আসার পূর্বে এ রেজিষ্ট্রেশানের জন্য আপনার নাম এবং মেইল এড্রেস দিয়ে ম্যাসেজ করুন ০১৬৭৪৪৭০৬৬৫ এই নাম্বারে। অথবা আমাদের পেইজের ইনবক্সে আপনার নাম, মোবাইল নং দিয়ে মেসেজ করতে পারেন।
এছাড়া ফ্রীল্যান্সিং সম্পর্কে বিভিন্ন আপডেট তথ্য পেতে আমাদের পেইজে লাইক দিয়ে রাখতে পারেন।

ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/694577253920491/

টেকটিউনসে আমরা তথ্য ভিত্তিক বিভিন্ন পোষ্ট দিয়ে থাকি। ইচ্ছা করলে আমাদের পূর্বের পোষ্টগুলোও দেখতে পারেন।

Level 0

আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস