ইরানি এক বৃদ্ধ দীর্ঘ ৬০ বছর ধরে গোসল না করে বেঁচে আছেন বন্য পরিবেশে!
তার শরীর ও হাত দুটি দেখলে বুঝার উপায় নেই এগুলো মানুষের হাত!
তার নাম Amoo Hadji তিনি একজন ইরানি নাগরিক।
তিনি দীর্ঘ সময় লোকালয়ের বাইরে অনেকটা একাই বসবাস করছেন পাহাড়ি এলাকায়।
তবে তার বসবাস সমস্যার থেকেও আশ্চর্য কান্ড ঘটিয়েছেন তিনি,
দীর্ঘ ৬০ বছর তিনি কোন গোসল করেন নি, শরীরে কোন পানি লাগাননি!
আমি saka_crsc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Sakhawat .
আমিও তো এই ৩ মাস করিনা। শুধু মাথার চুল পড়ে যায় আর মাস দুই হলেই মাথা মাঝেমাঝে খুব ধরা থাকে আর প্রচুর ঘুম আসে। এ ছাড়া তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখিনি। তবে সারাদিন যারা রোদে আর বাইরে বাইরে পরিশ্রম করে তারা থাকতে পারবে কিনা জানিনা