আজ কোন গেমস বা সফটওয়্যার না, আজ শুধু মজা আর মজা।কিন্তু কি নিয়ে মজা করবো? হ্যাঁ, তাইত!কোন চিন্তা নাই আমি আছি না?তাই আপনাদের সাথে কিছু প্রজুক্তির নানান মজা শেয়ার করলাম।আজ আর মনে হয় না,আপনাদের এই টিউনটি অবশ্যই ভালো লাগবে।অনেক খুজলাম কিন্তু মজা করার তেমন কিছু না পেয়ে পেলাম আর কি? উত্তরঃপেন ড্রাইভ। বলতে পারেন পেন ড্রাইভে আবার কিসের মজা!হ্যাঁ আমিও বলি পেন ড্রাইভে আবার কিসের মজা? বিশ্বাস না হলে নিচের ছবি গুলা দেখেন আর হাসেন। না,হাসলে কিন্তু রাগ করবাম বুজ্জুইন।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। কারন এটা শেয়ার করতে আমার অনেক ডাটা খরচ হয়েছে, আর কষ্টতো আছেই । SO, নো কিপ্তামি for কমেন্ট।
আমি Quazi Zjaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন সাধারন মানুষ। তাই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।বিজ্ঞান আর প্রযুক্তিকে ভালবাসি তাই টেকটিউনসে বারবার আসি কিছু শেখার জন্য। আর যা জানি টা শেয়ার করার চেষ্টা করি। ফেসবুকে আমিঃhttps://www.facebook.com/emon4401 আর আমার ব্লগঃhttp://sci-cotech.blogspot.com/
দারুন মজা পেলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।