পেন—-ড্রাইভ সমাচার?!?!?!(হাসুন প্রান খুলে-না হাসলে আমি দায়ি নই)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ কোন গেমস বা সফটওয়্যার না, আজ শুধু মজা আর মজা।কিন্তু কি নিয়ে মজা করবো? হ্যাঁ, তাইত!কোন চিন্তা নাই আমি আছি না?তাই আপনাদের সাথে কিছু প্রজুক্তির নানান মজা শেয়ার করলাম।আজ আর মনে হয় না,আপনাদের এই টিউনটি অবশ্যই ভালো লাগবে।অনেক  খুজলাম কিন্তু মজা করার তেমন কিছু না পেয়ে পেলাম আর কি? উত্তরঃপেন ড্রাইভ। বলতে পারেন পেন ড্রাইভে আবার কিসের মজা!হ্যাঁ আমিও বলি পেন ড্রাইভে আবার কিসের মজা? বিশ্বাস না হলে নিচের ছবি গুলা দেখেন আর হাসেন। না,হাসলে কিন্তু রাগ করবাম বুজ্জুইন।

               

                            পেন-ড্রাইভ রঙ্গ

ঘরের চাবি মনে কইরা পেন-দ্রাইভ নিয়া গেলে কিন্তু বিরাত সমস্যা
এইডা কিন্তু আগুন নিভানোর যন্ত্র না । তাই সাবধান!
ক্রেডিট কার্ড + পেন ড্রাইভ = ক্রে-ড্রাইভ !!!
হাহ! হাহ!! হাহাহা!!!!!!!!!
নানান মানুষ নানান ইচ্ছা তাই নানান রকম স্বাদ
গেম সমাচার
ভয় পাইয়েন না কিন্তু। এইডা খুলি না পেন ড্রাইভ >>>
বুলেট না , এইডা দারোগাদের জন্য বিশেষ ভাবে বানানো। তবে সমস্যা কিন্তু একটা আছে ভাইবা দেহেন
TINY স্যান্ডেল কিন্যু পরা যায়না
এইটা কিন্তু এক লেয়ার না ডবল লেয়ার পেন ড্রাইভ
লকেট ড্রাইভ
গাম গাম স্টাইল( একুরিয়াম)
আমি কিছু কমু না
মাশরুম ভাইবা খেয়ে ফেললে কিন্তু দাক্তারের কাছে দৌড়ানো লাগবো
এইটা কিন্তু চুইঙ্গাম না তাই সাবধান !!!!!!!!
ট্রান্সফর্মারস পেন-ড্রাইভ
১) ছোটবেলার মতো করে আবারো একটি খেলনা গাড়ি নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াতে চাইছেন? নাকি চাইছেন লেগো সেট ব্যবহার করে আগের মতো আবার ‘ক্ষুদে ইঞ্জিনিয়ার’ হয়ে যেতে?
২) ভালোই হলো। এই পেনড্রাইভ দেখা যায় একইসাথে কাপড় শুকাতেও সাহায্য করবে।
৩) বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহের নেশা আছে অনেকেরই। আপনিও কি তাদের একজন? যদি হয়ে থাকেন তবে এই পেনড্রাইভ কিন্তু আপনার মতো সংগ্রাহকদের জন্যই বানানো...
আপনার যদি পুরনো জিনিস সংগ্রহের ঝোঁক তাহলে প্রথম পেনড্রাইভটি আপনার কথা মাথায় রেখেই হয়তো বানানো।
১) আপনি কি একজন ডাক্তার? তাহলে দেখুন তো নিচের পেনড্রাইভ দুটো আপনার পেশার সাথে মিলে যায় কি না?
২) হরর মুভি দেখতে খুব পছন্দ করেন আপনি? তাহলে আপনার জন্যই এই ‘হরর পেনড্রাইভ’!
৩) নিজেকে কি আপনি ভোজন-রসিক বলে দাবি করেন? সময়ে-অসময়ে ফাস্ট ফুড আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া আপনার চলে না? তাহলে দেখুন তো নিচের মডেলগুলো আপনার পছন্দ হয় কি না? সাবধান! এগুলো আবার খেতে যাবেন না যেন।
১) আপনি কি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? দেখুন তো নিচের পেনড্রাইভটি চেনা চেনা লাগে কি না?
২) এই পেনড্রাইভটির ব্যাপারে আসলে কিছুই বলার নেই। মানুষের জন্ম প্রক্রিয়াও যখন পেনড্রাইভে ঢুকে যায় তখন আর কি-ই বা বলার থাকতে পারে?
১) নারীদের রূপচর্চার জন্যও আজকাল তৈরী হয়ে গেছে বিশেষ ধরনের পেনড্রাইভ।
২) পাশের এই পেনড্রাইভটি দেখলে এডিসন সাহেব নিশ্চিত হা করে তাকিয়ে থাকতেন!
আমি কিন্তু এই দল করি
WOODEN Drive
এইডা কি ?

ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। কারন এটা শেয়ার করতে আমার অনেক ডাটা খরচ হয়েছে, আর কষ্টতো আছেই । SO, নো কিপ্তামি for কমেন্ট।

Level 0

আমি Quazi Zjaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারন মানুষ। তাই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।বিজ্ঞান আর প্রযুক্তিকে ভালবাসি তাই টেকটিউনসে বারবার আসি কিছু শেখার জন্য। আর যা জানি টা শেয়ার করার চেষ্টা করি। ফেসবুকে আমিঃhttps://www.facebook.com/emon4401 আর আমার ব্লগঃhttp://sci-cotech.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন মজা পেলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

দারুন

Level 0

​খুব ভালো লাগলো ​

দারুন জিনিস , ধন্যবাদ…………….

তবে ভাই , এইগুলা কিনতে পাওয়া যাবে কোথায় ? মার্কেটে কী আছে ?

Level 0

Nice tune. thanks for sharing …………

তবে ভাই , এইগুলা কিনতে পাওয়া যাবে কোথায় ? মার্কেটে কী আছে ?

হ্যাঁ ,অবশই আছে

Level 0

nice ! moja pailam thanks

পেনড্রাইভের দারুন কালেকশান, কলমের টা আমার কাছে আছে @ ধন্যবাদ

Level 0

অনেক সুন্দর…

Level 0

transformer pendrive ta koi pabo??? IDB vobon a asa ke?

অসাধারন…..:D

Pen Drive Modeling 🙂 টিউনটির জন্য ধন্যবাদ ।

খুব ভাল লাগলো ভাই। কিন্তু পেন ড্রাইভ গুলো যদি কিনতে পারতাম তাইলে খুশি হইতাম

Level New

vai kn dekhailen ei gulo?akhon to sobi nite icche korche…….akhon ki kori?tarpore onek onek dhonnobad eto sundor jinis gulo dekhanor jonne

খুব খুব খুবই ভাল লাগলো।

what a nice post…………………………………………..

ধন্যবাদ

ভালো লাগল পোষ্ট টা। ধন্যবাদ।

Level 0

chorom tune!!! pen drive gula asole e sundor…

darun tune thnx

Google Adsence account karo lagle cotact korben 2 hour e kore dibo :01737549011

বিশাল তিউন 😛