এবার আপনার গ্রামীণ সিমে নিয়ে নিন ১জিবি ৩জি ডাটা মাত্র ৯ টাকাই।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজ নিয়ে আসলাম সু-খবর তা হলো  আপনি আপনার  গ্রামীণ সিমে ১জিবি ৩জি ডাটা নিতে পারবেন মাত্র ৯ টাকাই (9Tk=1GB)। তবে আপনার সিম কার্ডটি অবশ্যই  নভেম্বরের আগে বন্ধ থাকতে হবে । আপনার সিম কার্ডটি যদি নভেম্বর এর আগে বন্ধ থাকা হয় তা হলে আপনি আপনার বন্ধ থাকা সিম কার্ডটিতে মাত্র ৯ টাকা রিচার্জ করলে আপনি অফার অনুযায়ী ১জিবি ৩জি ডাটা একদম ফ্রি পেয়ে যাবেন। নিচে নিয়োম গুলো দিয়ে দিলাম।

আপনি অফারটিতে অন্তভুক্ত আছেন কিনা চেক করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Check আর পাঠিয়ে দিন 9999 নম্বরে (ফ্রি)

১. আপনার সিমকার্ড টি অবশ্যই নভেম্বরের আগে বন্ধ থাকা হতে হবে।

২. উক্ত সিমে ১০  টাকার উপরে রিচার্জ করতে হবে কারণ চার্জ কাটবে ভ্যাট সহ ১০.৩৫ টাকা।

৩. এর পর মেসেজ অপশনে গিয়ে লিখুন 1gb এবং পাঠিয়ে দিন 9999 নম্বরে।

৪. এবার ফ্রি ডাটা চেক করতে ডায়াল করুন  *566*10# মেয়াদ ২০ দিন।

বাস এবার কাজ শেষ । এভাবেই ৯টাকাই উপভোগ করুন ১জিবি ৩জি ডাটা, আর আনন্দ উপভোগ করুন।

আজকের মতো আমি এখানেই বিদাই নিচ্ছি পরে আর ও কিছু জানলে আপনাদের মাঝে শেয়ার করবো।

আমার টিউনটি ভাল লাগলে  আমার ফেনপেইজ  থেকে ঘুরে আসতে পারেন এবং আশা করি অবশ্যই একটি লাইক দিবেন।

Level 0

আমি fast On Net। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনার ভাই, এই আফার সম্পকে আমি আগেই টিউন করেছি। অতএব, আবার এই টিউন করার কোন মানে হয় না। টিউন: https://www.techtunes.io/internet/tune-id/264843

    @শাকিল মাহমুদ: আামি আপনার সাথে একমত + এখানে টিউনার রিচার্জ ও ভ্যাট সহ কিছু বিষয়ে ভুল তথ্য দিচ্ছেন।

১০ টাকার নিচে তো রিচার্জ করা যায় না। ৯ টাকা রিচার্জ করুম কেমনে?

    রাজিব আহসান @ কে বললো ১০ টাকার নিচে রিচার্জ হয় না অবশ্যই হয় আপনি নির্দিষ্ট রিচার্জ পয়েন্টে গিয়ে রিচার্জ করতে পারবেন। আপনাকে ধন্যবাদ ভাল থাকবেন।

      @fast On Net: আপনাকে কে বলল যে জিপিতে 10টাকার কম রিচার্জ হয়?

9Taka vat সহ?

    মানুন @ কোন ভ্যাট এর প্রয়োজন নেই শুধু ৯ টাকা রিচার্জ করলেই হবে। আপনাকে ধন্যবাদ ভাল থাকবেন।

      @fast On Net: ভাই আপার কাথায় ভূল আছে। ভ্যাটি দিতে হবে 1.35 টাকা মোট 11.35 টাকা।

ধন্যবাদ, ১জিবি পেয়েছি

    তাজুল ইসলাম @ আপনাকে ও ধন্যবাদ ভাল থাকুন সবসময়।

Level 0

2g network e hobe na bro?

    faruk >>> আপনি ৩জি নেটওয়ার্কে থাকলে ৩জি সুবিধা পাবেন অন্যথাই ২জি নেটওয়ার্কে ও ব্যবহার করতে পারবেন।আপনাকে ধন্যবাদ।

9 taka recharge korte hobe na. je kono amount recharge korlei hobe.
1GB likhe 9999 no a pathalei hobe.

    Qudrat Ullah >> ভাই আমার ভুল ছিল আপনিই সঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ।

টিউনারকে ধন্যবাদ। আমি 4টি সিমে পাইছি। টিউনারের সামান্য একটু ভুল শুধরাতে চাই। জিপিতে 10 টাকার নিচে কোন রিচার্জ করা যায় না। আর 9টাকা+ভ্যাট 1.35=10.35 টাকা মোট কাটবে তাই সাবাই 11 টাকা রিচার্জ করে মেসেজ টা সেন্ড করবেন।

Level 0

AMAR 2G SIM BONDO CELO.CARD RECHARGE KORA “CHECK” LIKHA PATHALAM KONO MESSAGE ASLO NA TO. (2G SIM A HOBA KI)

Level 0

SIM A 10 TAKA ASA BUT VALID 07.06.13. AMI JODI 10TK RECHARGE KORI TAHOLA A SIM A HOBA KI?????