প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজ নিয়ে আসলাম সু-খবর তা হলো আপনি আপনার গ্রামীণ সিমে ১জিবি ৩জি ডাটা নিতে পারবেন মাত্র ৯ টাকাই (9Tk=1GB)। তবে আপনার সিম কার্ডটি অবশ্যই নভেম্বরের আগে বন্ধ থাকতে হবে । আপনার সিম কার্ডটি যদি নভেম্বর এর আগে বন্ধ থাকা হয় তা হলে আপনি আপনার বন্ধ থাকা সিম কার্ডটিতে মাত্র ৯ টাকা রিচার্জ করলে আপনি অফার অনুযায়ী ১জিবি ৩জি ডাটা একদম ফ্রি পেয়ে যাবেন। নিচে নিয়োম গুলো দিয়ে দিলাম।
আপনি অফারটিতে অন্তভুক্ত আছেন কিনা চেক করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Check আর পাঠিয়ে দিন 9999 নম্বরে (ফ্রি)
১. আপনার সিমকার্ড টি অবশ্যই নভেম্বরের আগে বন্ধ থাকা হতে হবে।
২. উক্ত সিমে ১০ টাকার উপরে রিচার্জ করতে হবে কারণ চার্জ কাটবে ভ্যাট সহ ১০.৩৫ টাকা।
৩. এর পর মেসেজ অপশনে গিয়ে লিখুন 1gb এবং পাঠিয়ে দিন 9999 নম্বরে।
৪. এবার ফ্রি ডাটা চেক করতে ডায়াল করুন *566*10# মেয়াদ ২০ দিন।
বাস এবার কাজ শেষ । এভাবেই ৯টাকাই উপভোগ করুন ১জিবি ৩জি ডাটা, আর আনন্দ উপভোগ করুন।
আজকের মতো আমি এখানেই বিদাই নিচ্ছি পরে আর ও কিছু জানলে আপনাদের মাঝে শেয়ার করবো।
আমার টিউনটি ভাল লাগলে আমার ফেনপেইজ থেকে ঘুরে আসতে পারেন এবং আশা করি অবশ্যই একটি লাইক দিবেন।
আমি fast On Net। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনার ভাই, এই আফার সম্পকে আমি আগেই টিউন করেছি। অতএব, আবার এই টিউন করার কোন মানে হয় না। টিউন: https://www.techtunes.io/internet/tune-id/264843