আসসালামু আলাইকুম, টেকটিউনের সকল টিউনারদের সম্মান প্রদর্শন করছি। প্রতিনিয়ত টেকটিউনে ঘুরে কিছু শেখার চেষ্টায় থাকি। প্রযুক্তিতে অনভিজ্ঞ হওয়া সত্তেও টেকটিউনে টিউন করার, মন্তব্য করার ইচ্ছা হয়না এমন ভিজিটর খুজে পাওয়া মুশকিল। তাই আত্নপক্ষ সমর্পন করে স্বীকার করছি সবসময়ই চিন্তা করতাম কিভাবে একটি হিট টিউন ( হোক কাজের বা অকাজের ) করা যায় যা সবাই পড়বে, মন্তব্য করবে। কিন্তূ সম্প্রতি ঘটিত একটি মর্মান্তিক ঘটনা সমস্ত চিন্তাকেই বাতিল করেছে। নিচের ছবিগুলো দিয়ে আমি আমার উপলব্ধি কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি চরম বিভীষিকাময় অগ্নিকান্ড পুরিয়ে দিচ্ছে পুরান ঢাকার নিমতলির কয়েকটি ভবন সাথে জলজ্যন্ত মানুষ।একজন নার্স দুই বাচ্চাসহ পূড়ে মারা যাওয়ায় এবং সকলের করুন অবস্হা দেখে ঢাকা মেডিকেলের নার্সরাও নিজেদেরকে সংবরন করতে পারেননিবাচার জন্য তাদেরকে কত কষ্টই না করতে হয়েছেভবন গুলোর চিএই বলে দেয় মানুষগুলোর পরিনতি কত কষ্টের মধ্য দিয়ে হয়েছেশুধুই কি একটি ছবি?আশা করছি রাজনৈতিক ব্যক্তিবর্গের পদচারনা প্রকৃতই কার্যকর হবেএরকম শতাধিক দগ্ধ মানুষ আহত অবস্হায় চিকিৎসাধীন রয়েছেন যাদের অধিকাংশই ঝুকিপূর্ন অবস্হায়সারিবদ্ধ লাশ আজিমপূর কবরস্হানের দিকেআজিমপূর কবরস্হানে এত লাশ ইতিপূর্বে কখনও দাফন করা হয়নিএই ছবিটিকে আমি কোন মন্তব্য দিতে পারছিনা টেকটিউনে সবাই কম-বেশি প্রযুক্তি জ্ঞ্যন সম্পন্ন আধূনিক মানুষ। সবাইত আমাদের কাছ থেকেই শিখবে। আমি যতটুকু জানি টেকটিউনে এমন কয়েকজন টিউনার রয়েছেন যাদের টিউন পড়ার জন্য প্রায় সবাই যথেষ্ঠ আগ্রহ নিয়ে অপেক্ষা করে এবং অবশ্যই তারা অনূসরনীয়। আমাদের কি উচিত নয় টেকটিউনের মাধ্যমে তাদের প্রতি সমবেদনা জানানো ? শুধূ মানবিক দায়িত্ববোধ থেকেই টিউনটি করলাম, পূর্বে এই রকম টিউন হয়ে থাকলে এবং ভূল হলে দূঃখিত। এই টিউনটি করতে আমি টিপস্ সাহায্য নিয়েছি সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও- ভাইয়ের এবং ছবিগুলো নিয়েছি প্রথমআলো পএিকা থেকে। সবাইকে ধন্যবাদ।
আমি ওমর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি মোর বিদায়-ক্ষনে পিছিয়ে পরে কেউ, বলব আমি কূল না-ভাঙ্গা সেই সে নদির ঢেউ। -সময়ের অপেক্ষায় বর্তমান.....
আপনারা যারা টে টি তে নতুন এবং টিউন করতে চান তারা আমার এই লেখাটি পড়তে পারেন।