প্রাগৈতিহাসিক থেকে আধুনিক, আধুনিক থেকে কোন পথে?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম, টেকটিউনের সকল টিউনারদের সম্মান প্রদর্শন করছি। প্রতিনিয়ত টেকটিউনে ঘুরে কিছু শেখার চেষ্টায় থাকি। প্রযুক্তিতে অনভিজ্ঞ হওয়া সত্তেও টেকটিউনে টিউন করার, মন্তব্য করার ইচ্ছা হয়না এমন ভিজিটর খুজে পাওয়া মুশকিল। তাই আত্নপক্ষ সমর্পন করে স্বীকার করছি সবসময়ই চিন্তা করতাম কিভাবে একটি হিট টিউন ( হোক কাজের বা অকাজের ) করা যায় যা সবাই পড়বে, মন্তব্য করবে। কিন্তূ সম্প্রতি ঘটিত একটি মর্মান্তিক ঘটনা সমস্ত চিন্তাকেই বাতিল করেছে। নিচের ছবিগুলো দিয়ে আমি আমার উপলব্ধি কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি                                                                                                       চরম বিভীষিকাময় অগ্নিকান্ড পুরিয়ে দিচ্ছে পুরান ঢাকার নিমতলির কয়েকটি ভবন সাথে জলজ্যন্ত মানুষ।একজন নার্স দুই বাচ্চাসহ পূড়ে মারা যাওয়ায় এবং সকলের করুন অবস্হা দেখে ঢাকা মেডিকেলের নার্সরাও নিজেদেরকে সংবরন করতে পারেননিবাচার জন্য তাদেরকে কত কষ্টই না করতে হয়েছেভবন গুলোর চিএই বলে দেয় মানুষগুলোর পরিনতি কত কষ্টের মধ্য দিয়ে হয়েছেশুধুই কি একটি ছবি?আশা করছি রাজনৈতিক ব্যক্তিবর্গের পদচারনা প্রকৃতই কার্যকর হবেএরকম শতাধিক দগ্ধ মানুষ  আহত অবস্হায় চিকিৎসাধীন রয়েছেন যাদের অধিকাংশই ঝুকিপূর্ন অবস্হায়সারিবদ্ধ লাশ আজিমপূর কবরস্হানের দিকেআজিমপূর কবরস্হানে এত লাশ ইতিপূর্বে কখনও দাফন করা হয়নিনিমতলীর আগুনএই ছবিটিকে আমি কোন মন্তব্য দিতে পারছিনা                                                                                       টেকটিউনে সবাই কম-বেশি প্রযুক্তি জ্ঞ্যন সম্পন্ন আধূনিক মানুষ। সবাইত আমাদের কাছ থেকেই শিখবে। আমি যতটুকু জানি টেকটিউনে এমন কয়েকজন টিউনার রয়েছেন যাদের টিউন পড়ার জন্য প্রায় সবাই যথেষ্ঠ আগ্রহ নিয়ে অপেক্ষা করে এবং অবশ্যই তারা অনূসরনীয়।  আমাদের কি উচিত নয় টেকটিউনের মাধ্যমে তাদের প্রতি সমবেদনা জানানো ? শুধূ মানবিক দায়িত্ববোধ থেকেই টিউনটি করলাম, পূর্বে এই রকম টিউন হয়ে থাকলে এবং ভূল হলে দূঃখিত। এই টিউনটি করতে আমি টিপস্ সাহায্য নিয়েছি সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও- ভাইয়ের এবং ছবিগুলো নিয়েছি প্রথমআলো পএিকা থেকে। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ওমর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যদি মোর বিদায়-ক্ষনে পিছিয়ে পরে কেউ, বলব আমি কূল না-ভাঙ্গা সেই সে নদির ঢেউ। -সময়ের অপেক্ষায় বর্তমান.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনারা যারা টে টি তে নতুন এবং টিউন করতে চান তারা আমার এই লেখাটি পড়তে পারেন।

    Level 0

    অভিজ্ঞদের আলোতেই নতুনরা আলোকিত হবে। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমার কিছু বলার নেই,আমি নির্বাক হয়ে গেছি।আল্লাহ আমাদের শান্তি দান করুন।

    Level 0

    দেশের বাইরে থেকে দেশের প্রতি টান, এ এক অন্য রকম উপলব্ধি। ধন্যবাদ।

Level 0

অসম্ভব কষ্ট লেগেছে দেখে,শুধুমাত্র কয়েকটি ঘণ্টা আমাদেরকে স্তব্ধ করে দিল 😐

    Level 0

    ভদ্র ভাবে অনাকাংখিত এবং উদ্দেশ্যমূলক কাজের প্রতিবাদ করেছেন, আাপনাকে অভিনন্দন।

Level 0

সব্যসাচী ভাই,আপনার কি ভাল লাগলো??কি বুঝাতে চাইছেন??? আর সব জায়গায় বিজ্ঞাপণ দিয়ে বেড়ানো উচিত নয়,কষ্ট করে কথাটা একটু মনে রাখবেন প্লিজ 😐 :S

আসলে বাস্তবে দেখলে বিষয়টা আরো হৃদয় দাগ কাটতো। যেমন টা আমি দেখেছি। তবে সরাসরি নয়। ঘটনাটি শেষ হবার পর গিয়েছিলাম। সত্যিই খুব মর্মান্তিক।

    Level 0

    বাস্তব দৃশ্যটি আমি দেখিনি, টিউনটি বোধহয় আপনারই করা উচিত ছিল। ধন্যবাদ।

ভাই েচােখর পািন ধ ের রাখা যায় না
আল্লাহ আমাদের শান্তি দান করুন।

    Level 0

    সত্যি বলেছেন, একজন অসহায় মা যখন নিশ্চিত মৃত্যুকে সামনে দেথে দুটি শিশু-সন্তানকে দুই হাতে বুকে জড়িয়ে মারা যান এবং তাদের লাশটি সেই অবস্হাতেই পাওয়া তখন কি চোখ শুকনো খাকে। আহ! না জানি কত কষ্টের সেই মৃত্যু !

মর্মান্তিক ,বেদনাদায়ক ।

    Level 0

    ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে

এমন ঘটনা যেন আর ২য় বার না ঘটে সেই প্রত্যাশার সাথে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি।

    Level 0

    “প্লট গ্রাহকদের উপর পিংক সিটির নিজস্ব মাস্তানদের হামলা” -দৈনিক বাংলাদেশ প্রতিদিন। একদিকে অপরিকল্পিত নগরায়নকে অভীসম্পাত অন্যদিকে পরিকল্পিত নগরায়নের নামে সেচ্ছ্চারিতা। আমিও চাইনা এমন ঘটনার পূনরাবৃওি হোক, কিনতু বর্তমান সামাজিক প্রেক্ষাপট কোন দিক সমর্থন করছে? ধন্যবাদ সজিব রহমান ভাইকে।

Level 0

সব্যসাচী ভাই আমি দুঃখিত, সবার আপত্তি-সত্বে আপনার লিংক কেটে দিলাম। আশা করছি কাউকে দুঃখ দিবেননা।

খুবই কষ্ট অনুভব করতেছি । আল্লাহ যেন আমাদের সব ধরনের বিপদ থেকে সব’অবস্তায় রক্ষা করেন এই কামনা সবসময় করি । ধন্যবাদ আপনাকে খরবটি পরেবশন করার জন্য ।

    Level 0

    আমরা স্বজন না হারিয়েও কষ্ট অনূভব করি, আর যারা স্বজনহারা তাদের না জানি কি অবস্হা। ধন্যবাদ রমজান ভাইকে।

Level 0

নিমতলীর ঘটনায় নিহতদের প্রতি এক্সপার্ট টিউনারদের সমবেদনা-সম্বলিত মন্তব্য আশা করছি। কারন, যারা অনূসরনীয় তারা সর্বএই অনূসরনীয়।

    Level 0

    হায় হায় হয় আপনি করলেন কি???? এই রকমের টিউন করাতো আইনত দন্ড নিয় আপরাধ। তবে এডমিন প্যানেল দ্বারায় নয়, পাঠক দ্বারা। বিশ্বাস হচ্ছেনা, তাহলে এই লিংটা দেখুন https://www.techtunes.io/how-to/tune-id/26012/

    তবে কিছু বিষয় থাকে সব কিছুর উর্দ্ধে, এই বিষয় নিয়ে টিউন করলে সমস্যার তো কিছু দেখি না। আজ আমি আছি কাল নেই অথবা ১ সেকেন্ডের মধ্যে নেই এই তো মানুষের জীবন। এত নিয়ম মেনে কাজ করলে কি মানুষের জীবন চলে ?

    স্বাধীন ভাইকে অনুরোধ করছি আগের টিউনে আমার কমেন্টা দেখে একটু বলেন সেখানে দোশটা কোথায় ছিল,আমি টিউন সম্মন্ধে কিছু বলিনাই শুধু বলেছিলাম সংবাদ ভিত্তিক খবর গুলু যেন ধারাভাহিকতা না পায় এতে সবাই এইরকমটা করতে পারে,কিন্তু ভিজ্ঞ অনেকে সেটাকে টিউনের নেতিবাচক কমেন্ট হিসাবে চালিয়ে দিলেন এবং সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলে ফেলছেন এক জন বললেন,’প্রযুক্তির নামে যারা রোবট হতে চলেছেন তাদেরকে বলছি’ উনিও মনে হয় কমেন্টের গভিরে যাইতে পারেনাই,আবার উনিই বললেন টেকটিউন্সের খবর বিভাগে নাকি এই গুলু প্রচার করা যায় উনি হয়তো অবগত নাই সেই বিভাগেও প্রযুক্তি বিষয়ক খবরই প্রচার করার কথা বলা হয়েছে।আগের টিউনের বিভাগ নির্বাচনও ঠিক ছিলনা।তারপরও বলব আমার এবং সবার সব কমেন্টইযে সঠিক তা কিন্তু নয়,তবে টিউনারের সব ধরনের কমেন্টই হজম করার মানসিকতা থাকতে হবে এবং নেতিবাচক গঠন মুলক বক্তব্যই কিন্তু একটা টিউনারকে সঠিক পথে চলতে সাহায্য করবে।