সবার জন্য অভিন্ন অপারেটিং সিস্টেম- এই লক্ষ্য নিয়ে গুগল সম্প্রতি অবমুক্ত করে মোবাইল অপারেটিং সিস্টেম কিটক্যাট। তবে সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য বলছে, লক্ষ্য থেকে এখনও অনেক দূরে গুগল।
চলতি বছরের ডিসেম্বরে প্রকাশিত হালনাগাদ তথ্য-উপাত্ত থেকে জানা যায় প্রায় ৫৪.৩ শতাংশ অ্যানড্রয়েড ব্যবহারকারীর পছন্দ জেলী বিন সংস্করণ। ২৪.১ শতাংশ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যানড্রয়েড জিঞ্জারব্রেড এবং ১৮.৬ শতাংশ ব্যবহারকারী নিয়ে এর পরের স্থানে আছে অ্যানড্রয়েড আইসক্রিম স্যান্ডুইচ। মজার বিষয় এই যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অ্যানড্রয়েড ২.২ ফ্রয়ো ব্যবহারকারীর সংখ্যা অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট থেকে বেশি।
তবে এই পরিস্থিতিতে পরিবর্তন আসতে চলেছে খুব দ্রুত। এরই মধ্যে স্যামসাঙ, সনি, এইচটিসি, এলজি সহ অন্য স্মার্টফোন কোম্পানি তাদের জনপ্রিয় ডিভাইসে কিটক্যাট আপডেট করার ঘোষণা দিয়েছে। এইচটিসি ওয়ান সিরিজের ডিভাইসে কিটক্যাট আপডেট আসছে আগামী বছরের শুরুতে। তবে এইচটিসি ওয়ান গুগল প্লে এডিশনে এখনই এই আপডেট পাওয়া যাচ্ছে। সনি জেড সিরিজের ডিভাইসে আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সনি এক্সপিরিয়া এসপি এই আপডেট নিশ্চিতভাবে পেলেও এক্সপিরিয়া টি, টিএক্স, ভি এবং জেডআর আপডেটের সম্ভাবনা এখন যাচাই করা হচ্ছে।
এ কথা অনস্বীকার্য যে অ্যানড্রয়েডের দুনিয়ায় একছত্র রাজত্ব করে স্যামসাঙ। তবে স্যামসাঙ গ্যালাক্সি এস ফোর ছাড়া অন্য ডিভাইসের আপডেট এখনও নিশ্চিত নয়। আসছে বছরের শুরুতে তাদের আরও কয়েকটি ডিভাইসে এই আপডেট আসতে পারে।
আমি MTAS 1320। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ICS er user ekhono onek …. amio ICS use korchi.