একটি সবভ্য জাতির (অ)সবভ্য কীর্তি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রথমেই বলে নিচ্ছি আমার এই টিউন টা সমস্ত সমস্ত ডেনমার্ক জাতির বিরুদ্ধে নয়। এবং তাদেরকে হেয় করার জন্যে নয় বরং ডেনমার্কের একটি দ্যিপের অধিবাসীদের একটি তথাকথিত কালচার সম্পর্কে সবাই কে জানানোর জন্যে লেখা ।
ডেনমার্ক ইউরোপের একটি উন্নত দেশ। সে দিক দিয়ে সেই দেশের জনগোস্থিকেও উন্নত হিসেবে বিবেচনা করা মোটেও ভুল নয়। কিন্তু একটি কথা আছে মানুষ যখন সম্পদ আর প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে যায় তখন সে নিজেই তার পতনের রাস্তা খোলে ।
তো এই ডেনমার্কের একটি দীপের নাম ফেরি এই খানকার অধিবাসীদের একটি প্রথাগত শখ হচ্ছে নিরীহ ডলফিন মাছ শিকার করা এবং তাদের কে নিষ্ঠুর ভাবে হত্যা করা ।
image002

ক্যালডেরন ডলফিনদেরকে অত্যন্ত শান্ত, নিরীহ, উপকারী এবং বিপদের সময় জীবন রক্ষাকারী বন্ধু প্রাণী হিসেবে বিবেচনা করা হয় ।অথচ এই উন্নত দেশের তথাকথিত উন্নত লোকেরা তাদের সাথে কি ব্যবহার করে তা নিচের ছবিগুলোতে দেখেন ।

image004

image003
আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মহান অপকর্মে তাদের কেউ অন্যকে বিরত করা তো দুরের কথা বরং সবাই উত্সাহ নিয়ে এই জঘন্য কাজটি করে থাকে ।

image005

এখন আমাদের কথায় আসি, আমরা অর্থাত মুসলমানদের ঈদ উল আজহার কুরবানী উত্ব্সব কে অনেক বুদ্ধিজীবী নির্বাক পশুদের নিষ্ঠুর ভাবে বোধ করার উত্সব বলে থাকেন ।
অথচ এর জন্য (সচ্ছল) মুসলমানদের ধর্মীয়ভাবে আদেশ দেয়া আছে এর জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি ও আছে ।

অথচ ডেনমার্কের এই Feroe দীপের অধিবাসীদের এই কাজটি কোনো ধর্মীয় আদেশ নয় বরং নিজেদের হীন লালসা পূরণের একটি উপলক্ষ মাত্র ।

image006

এখানে বলে রাখা ভালো যে ক্যালডেরন ডলফিন মানুষের সাথে বন্ধু সুলভ আচরণ করে তাদের সাথে পানিতে খেলা করে যা আমরা অনেক সময় টিভিতে দেখে থাকি ।

কিন্তু এইটা আমাদের দেখার বাইরে রয়ে যায় যে এই ক্যালডেরন ডলফিনরা  কিভাবে মানুষের ( আসলে মানুষ নামের কিছু জানোয়ারের) নিষ্ঠুরতার শিকার হয় ।

image007

তারা কিন্তু এত সহজে মরেনা তাদেরক এ সরু ওঠছে ধারাল শিক দিয়ে আঘাত করা হয় একবার, দুইবার নয় পরপর তিনবার কি তারও বেশি ।

image010
এতে সেই ডলফিন রা প্রচন্ড আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পরে এবং প্রত্যক্ষ দর্শী দের দেখা মতে মৃত্যুর সময় তাদের যে আর্তনাদ বের হয় তা অনেকতা ছোট বাচ্চাদের কান্নার আওয়াজের মতোই হয়ে থাকে ।

image008
তাদের এই অবস্থা দেখে উপস্থিত লোকদের মনে কোনো দয়া হয়না বরং তারা দিগুণ উত্সাহে আরেকটি শিকারে নেমে পড়ে ।

image009
এই হলো তাদের কথা যাদের দেশে এই অপকর্ম প্রতি বছর ঘটা পালন করা হয়। আর তারাই কিনা আমদের দেশে এসে মানবধিকারের কথা বলে, আরো বলে আমরা নাকি কুরবানির নামে নিরীহ পশুদের হত্যা করি ।
এমতবস্থায় আমর একটি কথাই মনে পড়ে। মানুষের গরিব হওয়া নাকি তার সবচেয়ে বড় অপরাধ আমাদের জন্যেও হয়ত একই কথা প্রযোজ্য ।
নইলে তারা এত বড় সাহস কোথায় পায় যে, নিজেরা অপকর্ম করে এসে আমাদেরকে অপরাধী বলে ?
আমার এই লেখাতির আসল কপিটি ইংরেজিই লেখা যা কিনা আমার বড় আপা আমেরিকা থেকে ইমেল করে পাঠিয়েছেন ।
যদি কারো মেইলটি দরকার পড়ে তবে আমাকে মেইল ([email protected]) করবেন আর এই লেখাটির ইংরেজি অথবা মূল সংস্করণ পরার জন্য এখানে ক্লিক করুন
সবশেষে এই টিউনটি পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ  জানাচ্ছি ।
সামনে আমার তৈরী করা একটি ছবি সাইটের উপর একটা টিউন করার আশা রাখি ।
আপনারা এই সাইটের লিঙ্ক দিয়ে সরাসরি একে অন্য কে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে পারবেন ।
আশা করি টিউনটা সবাই পরবেন এবং সাইটে একটু ভিসিট করবেন এবং তার বৈধ ব্যবহার করবেন ।
সবাইকে ধন্যবাদ ।

Level 0

আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন এক পত্রিকায় ঘটনাটি পড়েছিলাম।সত্যি নির্বাক হতে হয়।মানুষ কোন প্রাণে এমন করে তা একমাত্র তারাই জানে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

    গুরুত্বর্পর্ণ তথ্য দিলেন।বেদনাদায়ক Thanks hi
    u see this video hihihihihihihi Link http://www.moonbd.com/all/fun_video/index.php

    Level 0

    প্রবাসি ভাই নির্বাক হওয়া ছাড়া আর কোন উপায়ত নেই

    প্রবাসী ভাই….. ইরাক… আফগানিস্তান…. ফিলিস্তিন এর উপর গুগল ফটো সার্চ দিন…. আপনি (বোবা…আন্ধা…কালা) সব হইয়া যাইবেন। এটাতো ডলফিন। সার্চে যেগুলা পাবেন ঔগুলা মানব শিশু।
    করবো নাকি এমন টুকরা-টাকরা বচ্চাদের নিয়ে একটা টিউন???

ভাই, আপনার লেখাটা পরে একটি নতুন জিনিস জানলাম। কি বলবো বুঝতে পারছি না, তবে একটা কথা-ছবিগুলো দেখার পর কেমন জানি অসুস্থবোধ করছি। আসলে ভাবতেও অবাক লাগছে মানুষ কতোটা নিষ্ঠুর হতে পারে!!!! শুধুমাত্র নিজের মনের আনন্দের জন্য এভাবে জীব হত্যা কখনোও কারোও কাম্য হতে পারে না। শুধু দোয়া করতে পারি, আল্লাহ্‌ যেন তাদের সুবুদ্ধি দেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    হয় আল্লাহ আতাদের সুবুদ্ধি দেক না হয় গযব নাযিল করুক

চ্ছবি গুলো দেখে অনেক খারাপ লাগলো 🙁 মানুষ এত নিষ্ঠুর হতে পারে ।

    Level 0

    মানুষ এই পৃথিবীর নিষ্ঠুর তম প্রানিদের প্রথম সারির

কেয়ামত যে খুব কাছে তারই এটা প্রমান…………….এটা শুধু কি অশ্লীল কাজও এভাবে খোল ময়দানে করে থাকে ।………………..আল্লাহ ওদের হেদায়েত দান করুন……আপনার সুন্দর টিউন টির জন্য আপনাকে ধন্যবাদ……………………

    Level 0

    আল্লাহ ওদের হেদায়েত দান করুন

হায়”রে দুনিয়া !

    ধিক্কার ফেরি অধিবাসীদের প্রতি …. ছি !! ছি !!

পড়লাম,দেখলাম,জানলাম এখন ভাবছি এই কি আমাদের সভ্য পৃথিবী,বুঝতে পারছিনা কি বলব দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুবুদ্ধি দান করেন।খুব ভাল টিউন হইছে আশা করি সামনে আরো ভাল ও উন্নত মানের টিউন দিয়ে টেকটিউন্সকে আরো সমৃদ্ধ করবেন ধন্যবাদ।
প্রশ্নঃ-‘যদি কারো মাটি দরকার পড়ে তবে আমাকে মেইল করবেন’এই মাটি জিনিসটা কি একটু পরিষ্কার করবেন।

    Level 0

    মাটি নয় হবে মেইলটি । ভুল টাইপ করার জন্য দুঃক্ষিত । আশা করি ক্ষমা করবেন ।
    আসলে আমি এই টিউনটা করতে চাই নি। কিন্তু কিকরুম । আপনারা আমার আগের টিউনের উপর যে কমেন্ট করছেন তাতে বাধ্য হইয়া এই টিউনটা করলাম আর কি ।

Level New

অনেক ভাল টিউন

খুবই বেদনাদায়ক ।

আল্লাহ তাদের হেদায়েত দান করুন………..

সুন্দর টিউন টির জন্য আপনাকে ধন্যবাদ

Level 0

মাটি নয় হবে মেইলটি । ভুল টাইপ করার জন্য দুঃক্ষিত । আশা করি ক্ষমা করবেন ।
আসলে আমি এই টিউনটা করতে চাই নি। কিন্তু কি করুম । আপনারা আমার আগের টিউনের উপর যে কমেন্ট করছেন তাতে বাধ্য হইয়া এই টিউনটা করলাম আর কি ।

Level 0

অনেকেই জানতে চেয়েছেন, আমি আমার সাইটটা (fakesites.tk) এত সিম্পল ভাবে তৈরী কলাম কেন ?
উত্তর খুব সহজ। fakesites.tk তৈরী করার আসল উদ্দেশ্য হচ্ছে দুষ্ট বুদ্ধির ইহুদি-কাফেরদের অশুভ চক্রান্ত থেকে মুসলিম উম্মাহকে রক্ষার চেষ্টা করা ।
যদিও রক্ষা করার একমাত্র মালিক মহান আল্লাহ তা’আলা। আমি তো শুধু চেষ্টা করে যাই আর আমার ঈমানী দায়িত্ব পালন করি মাত্র ।
So, fakesites.tk সাইটটা এমন ভাবে তৈরী করা হয়েছে, যেন উন্নত দেশের উচ্চগতির ইন্টারনেট ব্যবহারকারীকারী ছাড়াও আমাদের মত অনুন্নত দেশের ধীর গতির ব্যবহারকারীরাও এই সাইটটা খুব সহজে এক্সেস করতে পারে ।
আর তাই এই সাইটে কোনো জটিল কোড ব্যবহার করা হয়নি। এমনকি গুগল এনালিটিক্স ছাড়া গুগলের অন্য কোনো সার্ভিসও ব্যবহার করা হয়নি। এই সাইট থেকে কোনো প্রতিদান পাওয়ার কোনো ইচ্ছা আমার নাই।
আমি শুধু আল্লাহ তা আল্লার কাছ থেকে প্রতিদানের আশা রাখি মাত্র । আশাকরি সাইটটা দ্বারা আপনারা সবাই কম-বেশি উপকৃত হবেন ।
যদি আপনাদের কাছে সাইটটার উদ্দেশ্যর সাথে সমর্থিত কোনো তথ্য থাকে তাহলে দয়া করে আমকে মেইল ([email protected]) করে জানান ।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন । আল্লাহ হাফেজ ।।

    I think this is one of the most ferocious doings my mankind,,,you are right bro there is nobody to take steps against that, but there are many people who consider the occasion of EID_UL_AZHA as a wrong doing….thakmx for your post..

আপনার লেখাটা পড়ে কিছুটা হলেও নিজেদেরকে অনেক সভ্য হিসেবে ভাবতে পারছি। গুরুত্বর্পর্ণ তথ্য দিলেন। ধন্যবাদ।

এত ভাল টিউনের জন্য ধন্রবাদের ভাষা আমার জানা নাই । আমাদের সকলেরই একটু সচেতন হোয়া দরকার।

০. বাংলায এটা প্রবাদ আছে ” ঝাজুর বেল শুইকে কিরে তোর পাছা তো ফুটা ” অথচ ঝাজুরের সাড়া শরির ভরা … … …

০. তারা কেন করছে তারাই ভাল জানে।

***গুরুত্বর্পর্ণ তথ্য দিলেন। ধন্যবাদ।

hmmmmmmm
so sad……. 🙁 🙁 🙁
Thank u so much 4 nice tune……….

Level 0

নিষ্ঠুর আচরণ । কিভাবে করতে পারে মানুষ।

ছবিগুলো দেখে খারাপ লাগছে । ওরা মানুষ নয় হিংস্র জানোয়ার । ধিক্কার ওদের । আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

এত ভাল টিউনের জন্য আপনাকে ধন্যবাদ । তবে ভাই সাথে ভয় পাইচি।

কষ্ট পেলাম এসব দেখে।এরা কি মানুষ? এদের এরকম ভাবে মারা উচিত ! অনেক ধন্যবাদ ভাল তথ্য দিছেন।

মানুষ কতোটা নিষ্ঠুর

Level 0

Ara manush noi ara G.W. Bus. X president of US.

খুবই খারাপ লাগলো।সৃষ্টিকতা অবশ্যই পাপের শাস্তি দিবেন।

Level 0

এই জন্যই অই যে একটা গল্প আছে
বাঘ আর শেয়ালের/নাকি মানুষের

Level 2

আমি নির্বাক নিথর। আমার একটি কথাই শুধু এখন বারবার মনে পড়ছে , প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় , কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। আর সভ্যতার সঙ্গা যদি এই হয় তাহলে আমি অসভ্যই থেকে যেতে চাই ।

এরা মানুষ নামের জানোয়ার।
আল্লাহ এদের সু-বুদ্ধি দান করুন।

Level 0

নির্মম, ধন্যবাদ শেয়ার কারার জন্য।

এদের কে ধরে ধরে এভাবে জবাই করা উচিত।

    Level 0

    ekdom uchit kotha. eder sathe ei rom bebohar kora uchit. Thanks 4 comment.

Level 0

ভাই সব কিছুই বুঝলাম তবে এইটুকু বুঝলাম না তারা এই ডলফিন গুলো দিয়ে কি করে? খায়,না অন্য কাজে লাগায়?

এমনিতেই আমি রক্ত দেখলে মাথা ঘুরে তার উপরে আবার রক্তের সাগর বানিয়ে ফেলেছে।ছবি গুলো দেখে যা মনে হল উনারা মহা আনন্দে ডলফিন মারছে।কি নির্মম রে বাবা……………… কি যে করি ভেবে পাচ্ছিনা…

মানুষ যে কতটা নিষ্ঠুর তা এই ছবি গুলি প্রমান করে।

ভাই ডলফিন তো তাই গুরুত্ব দিচ্ছে না। যদি হাঙ্গর হতো তাহলে বুঝত মজা কারে বলে।

ভাই এইগুলো কি খাওয়ার জন্য মারতেছে? যদি খাওয়ার জন্য মারে তাইলে প্রবলেম আছে বলে আমি মনে করি না।