আজকে cellbazar.com থেকে একটা ল্যাপটপ এর অ্যাড পাই,
তারপর সেইখান থেকে নম্বার নিয়ে, তাকে মোবাইল করি দরদাম ঠিক হয় এবং চুক্তিও হয় এবং সব ঠিক ঠাক হয়, সে কুরিয়ার এর টাকা আগে চাই, তাও দেই আমি, তারপর নতুন এক মোড় গুড়ে, সে আরও টাকা দাবি করে তা দিতে আমি আপরগতা জানাই আমি, তখন সে বলে সরি ভাই, আপনার সাথে ডিলটা হল না,
তারপর আমি বললাম যে টাকা বিকাশ করেছি তা কি দিবেন না, তখন বলে এইত ডিল আর ব্যাবসা।
তারপর থেকে মোবাইল অফ, এখন পর্যন্ত খুলেনি ।
আর cellbazar.com থেকে তার পোস্টটি সরিয়ে ফেলে, যদি cellbazar এর কেউ থেকে থাকেন, প্লিজ আমার সাথে একটু কথা বলবেন কি ?
তার সাথে কথা বলার সময় কিছুটা রেকর্ড করে রেখেছিলাম, তা শুনতে এই লিংকএ যান।
আমার একটা অনুরুধ এদের থেকে সাবধান এবং ডিজিটাল প্রতারণার হাত থেকে বাচুন।
প্লিজ অ্যাডমিন ভাই পোস্টটা ডিলিট অথবা যুলুন্ত অবস্থায় রাখবেন না।
আমি Ibrahim hawlader। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai mind khaien na apne adhunik juger digital mofiz…..