বিশ্বকাপের খেলা দেখুন আর অংশ নিন বিশ্বকাপ কুইজে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ব্লগের সকলকে বিশ্বকাপের আমেজকে আরো ভালোভাবে উপভোগ করার জন্য আমরা আয়োজন করেছি একটি বিশ্বকাপ কুইজ । এই সাইটটি আমরা খুব বেশিদিন হয়নি করেছি তার মধ্যেই আমরা ২টি বিশ্বকাপের নিউজ দেয়ার চেষ্টা করেছি।
যাহোক এই পোষ্টটি যে কারনে করা সে বিষয় টি আগে জানানো উচিত ।
আমরা বিশ্বকাপ কুইজের যে আয়োজন করেছি তাতে সবায় অংশ গ্রহন করতে পারবে শুধু সংশ্লিষ্ট ছাড়া।

নিচে বিস্তারিত দেয়া হল:
১. অনলাইনে এবং ডাকযোগের মাধ্যমে উত্তর দেয়া যাবে।
২. একই প্রতিযোগী একাধিক বার অংশগ্রহন করতে পারবে। তবে ই-মেইল আইডি ব্যতিক্রম হতে হবে।
৩. প্রতি রাউন্ডে মোট ২০টি করে প্রশ্ন থাকবে তার মধ্যে ৪টি প্রশ্ন থাকবে ভবিষ্যত নির্ভর।
৪. প্রতি রাউন্ডেই থাকবে আকর্ষনীয় পুরস্কার, এবং তিনটি রাউন্ডের ৬০টি প্রশ্নের মধ্যে যে বেশি সঠিক উত্তর দিবে সে পাবে আকর্ষনীয় বাম্পার পুরস্কার। এছাড়াও প্রতি রাউন্ডেই সবোর্চ্চ সঠিক উত্তর দাতাকে দেয়া হবে আকর্ষনীয় পুরস্কার। পরবর্তি ১০ জনকে দেয়া হবে একটি করে আকর্ষনীয় টি-শার্ট।

৫. যদি সবোর্চ্চ সঠিক উত্তর দাতা একাধিক হয় তাহলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে (আমরা চেষ্টা করবো সঠিক উত্তর দাতদের উপস্থিতিতে লটারি ড্র করার জন্য)।
৬. দেশের বাহিরের কোন প্রতিযোগী যদি বিজয়ী হয়, তাহলে পুরস্কার ডাকযোগে পাঠানো হবে (তবে এর ব্যয় বিজয়ীকে বহন করতে হবে, এবং যদি কোন বাংলাদেশী হয় তাহলে তার পরিচিত যে কেউ পুরস্কার গ্রহন করতে পারবে)।
৭. বাংলাদেশের মধ্যে ঢাকার বাহিরের কেউ হলে ডাক/ কুরিয়ারের মাধ্যমে পুরস্কার পাঠানোর ব্যবস্থা করা হবে।
৮. সঠিক বিজয়ীদেরকে ই-মেইল ও ফোনের মাধ্যমে জানানো হবে এবং ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
৯. পুরস্কারের নাম পরে জানানো হবে।

আমাদের এই প্রয়াসটি সফল করার জন্য আশা করি সকলে অংশ গ্রহন করবেন। এবং গ্রামে যারা আছে তাদেরকে উৎসাহী করে তুলবেন। আপনি এবং আপনার পরিচিত সকলকে নিয়ে অংশ গ্রহন করুন।
আমি যেহেতু একজন ব্লগার, সেহেতু এই ব্লগের সকল ব্লগারের অংশ গ্রহন এবং যে কোন পরামর্শ চাই।
আশা করি অংশ গ্রহন করে সকলে আমার পাশে থাকবেন।

কিভাবে অংশ করবেন?
১. ওয়েব সাইটে প্রবেশ করে ডান পাশেই কুইজ লিখা বাটনে ক্লিক করুন এবং প্রশ্নের ডান পাশে উত্তর লিখে ফেলুন এবং নিচে আপনার নাম, ঠিকানা, দেশ, ই-মেইল এবং ফোন নং দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। হয়ে গেল আপনার প্রথম রাউন্ডে অংশ গ্রহন। আপনি একটি ফিরতি নিশ্চিত করা মেইল পাবেন।
২. যারা ডাকের মাধ্যমে পাঠাবেন তারা এক পৃষ্টার কাগজে, নাম, ঠিকানা এবং মোবাইল নং সহ উত্তর পাঠাতে হবে।
অবশ্যই প্রত্যেকটি উত্তরের পাশে প্রশ্নের নাম্বারটি লিখতে হবে, অন্যথা ভুল উত্তর বলে গন্য হবে।

ওয়েব সাইটের ঠিকানা: http://www.worldcupnews24.com

ডাকে পাঠানোর ঠিকানা: এম্যাজিং সফ্ট, ২১৮ এলিফ্যান্ড রোড, ১৩ তলা, রুম নং-১২, ঢাকা ১২০৫।

Level 0

আমি মহসীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জণ্য ।

    আপনাকেও ধন্যবাদ, আশা করি অংশ গ্রহন করবেন

Level 0

সাইটি খারাপ না তবে খেলার সময় সূচী সহ একটি তালিকা থাকা দরকার, ধন্যবাদ।

    Level 0

    আপনি আরোএকটি কাজ করুন, কোন কোন চ্যানেলে খেলা দেখবে তার একটা তালিকাও দেওয়ার চেষ্টা করুন।

    সহমত।

    ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। ইনশাল্লাহ কথাটি সফল করার জন্য চেষ্টা করব। আশা করি অংশ গ্রহন করবেন

Level 0

ধন্যবাদ আপনাকে ভাল টিউনের জন্য।

    ধন্যবাদ, আশা করি অংশ গ্রহন করবেন

ভাই ১ম রাউন্ড এ ত অংশ নিলাম । ২য় রাউন্ড কবে শুরু হবে ।

    ধন্যবাদ অংশ গ্রহন করার জন্য, চোখ রাখুন আমাদের সাইটে

হুম্‌ , বিশ্বকাপের আমেজ পাচ্ছি 🙂 😛

    ধন্যবাদ, আশা করি অংশ গ্রহন করবেন ।

আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি অংশগ্রহন করবো।

ধন্যবাদ, মহসিন ভাই নাম মনে হয় এক হয়ে গেছে, আশা করি অংশ গ্রহন করবেন।