আসলামু আলাইকুম, বন্ধুরা আল্লার রহমতে আমি ভালই আছি । আশাকরছি তোমরাও নিশ্চয় ভালই আছো না হলে এত শীতে গরম লেপথেকে বেরিয়ে কম্পিউটারের সামনে বসা যায় । মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া কামনা করি যে আমাদেরকে এভাবেই ভালো রাখে এবং এই Bloging-এর মাধ্যমে দেশ-বিদেশের বন্ধুদের সঙ্গে যুক্ত থাকতে পারি । (আমিন)
এবার কাজের কথায় আসি, বন্ধুরা তোমরা Hollywood-এর Wrong Turn Movie টা নিশ্চয় দেখেছো । movie দেখতে কে না ভালোবাসে, ঐ movie তে কিছু মানুষ মানুষকে কেটে ফেলে দিচ্ছে এবং সেই মানুষের মাংসকে খাচ্ছে, কি সাংঘাতিক ব্যাপার । মানুষ মানুষকে কখনও খেতে পারে ? নিশ্চয় পারে! কী সবাই চমকে গেলে তো হ্যা চমকানোরই কথা । হ্যা মানুষ মানুষকে খেতে পারে এবং খেয়েছে । কী বিশ্বাস হচ্ছেনা এটা আমার কথা নয় একজন ব্রিটিশ লেখক Richard Sugg-এর কথা । সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে প্রকাশিত একটি বই থেকে জানা গিয়েছে, অষ্টাদশ শতকের শেষ দিকে ওই রয়্যাল পরিবারের কেউ কেউ মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ খেতেন । লেখক Richard Sugg -এর মতে, তত্কালিন অনেক অভিজাত ব্রিটিশ পরিবারেই এরকম খাদ্যাভ্যাস ছিল । নরখাদকের তালিকায় নাম রয়েছে দ্বিতীয় চার্লস, প্রথম ফ্রান্সিস, রানি প্রথম এলিজাবেথ, চিকিত্সক জন ব্যানিস্টার, এলিজাবেথ গ্রে, কাউন্টেস অব কেণ্ট, রবার্ট বয়েল, টমাস উইলিস, তৃতীয় উইলিয়াম ও রানি ম্যারি । বইটিতে আরও লেখা হয়েছে, চিকিত্সা ক্ষেত্রে মানুষের মাংষের ব্যবহার নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা ও ব্যবসায়িক নেটওয়ার্ক সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যায় । লেখকের জিজ্ঞাসা, চিকিত্সা সংক্রান্ত গবেষণায় মরদেহ ব্যাবহারের বিষয়টি মধ্যযুগীয় ব্যাপার ছিল । অথচ বিজ্ঞানের উত্কর্ষের সময়ে ইউরোপে কেন এমনটা হত সেটা ভাবার বিষয় । বইটির নাম হচ্ছে Mummies, Cannibals, and Vampires: The History of Corpse Medicine from the Renaissance to the Victorians.
বইটি এখানে দেখতে পাওয়া যাবে এবং আমার সাইট টি এখানে দেখা যাবে ।
আমি Musharof। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওরেব্বাপরে এ কি 🙂
তবে আমি কিন্তু মটেই গরম লেপথেকে বের হই নি 🙁