ফেসবুক এ নিয়ে আলোচনা করছে তাদেও মধ্যে অন্তক ২০ জন কে আমি বলতে বলেছিলাম এর প্রয়োজনীয়তা সম্বন্ধে ৫টি করে বাক্য বলার জন্য। বাক্যগুলোর মধ্যে চ্যাট করা, ছবি আপ করা আর বন্ধু তালিকা বাড়ানো ছাড়া কেউ অন্য কোন উত্তর দিতে পারে নাই। অথচ এরা ফেসবুক বন্ধ হয়েছে বলে ভাবখানা এমন দেখাচ্ছে যে এ না হলে এরা মরে যাবে।
এই ভরা মৌসুমেও বাংলাদেশে চালের দাম বৃদ্ধি হচ্ছে। ফেসবুকে নিয়ে যে হারে আলোচনা হচ্ছে এর সমপরিমানে যদি এই চাল নিয়ে হতো তাহলেও সাধারণ মানুষের জন্য অনেক উপকার হতো। তা হবে না কারণ ওটা সাধারনের মানুষের বিষয়।
"""পাকিস্তানের অনুকরণে’ বাংলাদেশ ফেসবুক ব্যান করেছে,""",তাহলে কেউ যদি বলে পাকিস্তানের মত আমরা নামাজ পরছি তাহলে কি আমরা নামাজ পরা বন্ধ করে দিব?
সরকার ঠিক করেছে.
পাকিস্তান আর বাংলাদেশে মূলত এই পেজটা (http://www.f ac ebook.com/DrawMohammed) ফেসবুক কর্তপক্ষ আজ পর্যন্ত ডিলিট না করায় ২ দেশে আপাতত ফেসবুক ব্যান্ড।বিটিআরসি এটি সহ ফেসবুকের কিছু বিতর্কিত শাখা লিঙ্ক বন্ধ করার চেষ্টা করে যখন পারে নাই তখন পুরো সাইটটা ধরে বন্ধ করে দিছে।এখন টেকনিক্যালি কাজ চলছে।এই লিঙ্কগুলো বন্ধ করতে পারলেই খুলে যাবে ফেসবুক।
নিয়ম ভঙ্গ করলে শাস্তি হওয়া উচিত ,
সবাই দেখি বার বার সরকারের Digital কথা তা তুলে আনে, এখানে Digital এর সাথে সম্পর্ক কি?
Google adsense এ নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করে দয়া হই , তাই বলে আপনি Google কে Digital এর দোহাই দিতে পারবেননা.
এত রিপোর্ট করার পর ও কেন ওই Page বন্ধ করছেনা ? নাস্তিক হয়ে গেলেন নাকি
অনেকে বলছে যে ""প্রধান মন্ত্রি এমনকি বিরোধী দলের নেত্রির কার্টুন ছাপানোর কারনে ফেসবুক বন্ধ করেছে"" মানলাম, কিন্তু মহানবীর কার্টুন ছাপানো হয়েছিল কিনা? উত্তর হ্যা . একজন খুনি ১টা খুন করুক আর দুইটা করুক , সে কিন্তু খুনিই ..
একজন বলেছেন, বিজ্ঞানের ভাল দিকটা গ্রহন করি খারাপ দিকটা নয়। Google adsense এ নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করে দয়া হই . অথচ আমি বেশির ভাগ ভালই ছিলাম . গুগলে কেন আমার খারাপ দিক তা গ্রহণ করেছে, আমি ভালো করে যে উপার্জন করেছি, সেটা দেখেনা কেন. (উদাহরন মাত্র)
এবার আসি Porn site এর কথায় ,অনেকে বলেছে ফেসবুকের বদলে পর্নোগ্রাফিক সাইটগুলো বন্ধের দাবি জানিয়েছেন , তাহলে শুনুন, ওই site এ সাধারণ মানুষ ঢুকে না, একজন বাচ্চা ছেলেও জানে যে এই গুলো খারাপ, কিন্তু FACEBOOK এ সবাই ঢুকছে.
যদি ও আজকালকের মধ্যে চালু হবে তারপর ও বলব সরকার ভালো কাজ টি করেছিল ,
আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।
ভাই,
আমি আপনার সাথে একমত ৯৯%