ফেসবুক : সরকার কে সমর্থন আমার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ফেসবুক এ নিয়ে আলোচনা করছে তাদেও মধ্যে অন্তক ২০ জন কে আমি বলতে বলেছিলাম এর প্রয়োজনীয়তা সম্বন্ধে ৫টি করে বাক্য বলার জন্য। বাক্যগুলোর মধ্যে চ্যাট করা, ছবি আপ করা আর বন্ধু তালিকা বাড়ানো ছাড়া কেউ অন্য কোন উত্তর দিতে পারে নাই। অথচ এরা ফেসবুক বন্ধ হয়েছে বলে ভাবখানা এমন দেখাচ্ছে যে এ না হলে এরা মরে যাবে।

এই ভরা মৌসুমেও বাংলাদেশে চালের দাম বৃদ্ধি হচ্ছে। ফেসবুকে নিয়ে যে হারে আলোচনা হচ্ছে এর সমপরিমানে যদি এই চাল নিয়ে হতো তাহলেও সাধারণ মানুষের জন্য অনেক উপকার হতো। তা হবে না কারণ ওটা সাধারনের মানুষের বিষয়।

"""পাকিস্তানের অনুকরণে’ বাংলাদেশ ফেসবুক ব্যান করেছে,""",তাহলে কেউ যদি বলে পাকিস্তানের মত আমরা নামাজ পরছি তাহলে কি আমরা নামাজ পরা বন্ধ করে দিব?

সরকার ঠিক করেছে.

পাকিস্তান আর বাংলাদেশে মূলত এই পেজটা (http://www.f ac ebook.com/DrawMohammed) ফেসবুক কর্তপক্ষ আজ পর্যন্ত ডিলিট না করায় ২ দেশে আপাতত ফেসবুক ব্যান্ড।বিটিআরসি এটি সহ ফেসবুকের কিছু বিতর্কিত শাখা লিঙ্ক বন্ধ করার চেষ্টা করে যখন পারে নাই তখন পুরো সাইটটা ধরে বন্ধ করে দিছে।এখন টেকনিক্যালি কাজ চলছে।এই লিঙ্কগুলো বন্ধ করতে পারলেই খুলে যাবে ফেসবুক।

নিয়ম ভঙ্গ করলে শাস্তি হওয়া উচিত ,

সবাই দেখি বার বার সরকারের Digital কথা তা তুলে আনে, এখানে Digital এর সাথে সম্পর্ক কি?

Google adsense এ নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করে দয়া হই , তাই বলে আপনি Google কে Digital এর দোহাই দিতে পারবেননা.

এত রিপোর্ট করার পর ও কেন ওই Page বন্ধ করছেনা ? নাস্তিক হয়ে গেলেন নাকি

অনেকে বলছে যে ""প্রধান মন্ত্রি এমনকি বিরোধী দলের নেত্রির কার্টুন ছাপানোর কারনে ফেসবুক বন্ধ করেছে"" মানলাম, কিন্তু মহানবীর কার্টুন ছাপানো হয়েছিল কিনা? উত্তর হ্যা . একজন খুনি ১টা খুন করুক আর দুইটা করুক , সে কিন্তু খুনিই ..

একজন বলেছেন, বিজ্ঞানের ভাল দিকটা গ্রহন করি খারাপ দিকটা নয়। Google adsense এ নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করে দয়া হই . অথচ আমি বেশির ভাগ ভালই ছিলাম . গুগলে কেন আমার খারাপ দিক তা গ্রহণ করেছে, আমি ভালো করে যে উপার্জন করেছি, সেটা দেখেনা কেন. (উদাহরন মাত্র)

এবার আসি Porn site এর কথায় ,অনেকে বলেছে ফেসবুকের বদলে পর্নোগ্রাফিক সাইটগুলো বন্ধের দাবি জানিয়েছেন , তাহলে শুনুন, ওই site এ সাধারণ মানুষ ঢুকে না, একজন বাচ্চা ছেলেও জানে যে এই গুলো খারাপ, কিন্তু FACEBOOK এ সবাই ঢুকছে.

যদি ও আজকালকের মধ্যে চালু হবে তারপর ও বলব সরকার ভালো কাজ টি করেছিল ,

Level New

আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ভাই,

আমি আপনার সাথে একমত ৯৯%

কথা সবই ভাল বলেছেন।আমিও তাই সাপোর্ট করি।কিন্তু ফেসবুক কাজে লাগে না তা ভুল।আমার ব্যাচমেটরা মিলে একটা গ্রুপ ব্যবহার করে যাতে আমরা ক্লাসের বিভিন্ন নোটিস বা আপডেট পাই।তাছাড়া আমার কত বছর আগের পরিচিত মুখ খুঁজে পেয়েছি এর দ্বারা তার হিসাব নেই।তবে যারা মরে যাওয়ার ভাব দেখাচ্ছে বললেন তাদের সম্পর্কে ভুল বলেন নাই।

    Level 0

    যুক্তিসঙ্গত কথা…।।এরকম আরো কত কাজ…অই যে কিছু মানুশের জন্য পুরো সমাজটা কলুসিত

    Level New

    LOL ,কে কলুসিত হয়েছে?

এই ব্যাপারে সরকারের পক্ষে আমি এক পায়ে খাড়া!!!!!!!!!!!!!!!!!!

ЯOBAYETH ভাই আপনার সাথে আমি একদম এক মত না !!! বাংলাদেশ সরকার http://www.facebook.com/DrawMohammed বন্ধ করে নি :(এই পেজ টা নিয়ে যখন কথা উঠেছিলো তখন বাংলাদেশ সরকার নিরব ছিলো কিন্তু যখন তাদে বজ্ঞচিত্র প্রকাশ করা হল তখন তারা ফেসবুক বন্ধ করলো 🙁
আর আপনি বলেছেন এটা শুধু ছবি আপলোড আর চ্যাট করার যায়গা ! হ্যা মানলাম তবে এটাও মনে রাখবেন যে হাজার – হাজার প্রোগ্রাম আছে বাংলাদেশ এ যারা ফেসবুক এর জন্য প্রোগ্রাম তৈরি করছে , ফেসবুক বন্ধ এর কারনে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে । ফেসবুক শুধু একটা সামাজিক যোগাযোগ ব্যবস্থা এয় না বরং এটা একটা মার্কেটপ্লেজ ।
____________________________________________________________________________________________

    আমিও ঠিক এটাই বলতে চেয়েছিলাম, ফাহিমের সাথে সহমত

    Level New

    অনেকে বলছে যে “”প্রধান মন্ত্রি এমনকি বিরোধী দলের নেত্রির কার্টুন ছাপানোর কারনে ফেসবুক বন্ধ করেছে”” মানলাম, কিন্তু মহানবীর কার্টুন ছাপানো হয়েছিল কিনা? উত্তর হ্যা . একজন খুনি ১টা খুন করুক আর দুইটা করুক , সে কিন্তু খুনিই ..
    একজন বলেছেন, বিজ্ঞানের ভাল দিকটা গ্রহন করি খারাপ দিকটা নয়। Google adsense এ নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করে দয়া হই . অথচ আমি বেশির ভাগ ভালই ছিলাম . গুগলে কেন আমার খারাপ দিক তা গ্রহণ করেছে, আমি ভালো করে যে উপার্জন করেছি, সেটা দেখেনা কেন. (উদাহরন মাত্র)

আমি যদিও ফেসবুক ইউস করিনা তবুও বলব সরকার ফেসবুকটা বন্ধ করেছিল কেন!যদি বলেন নবী(সঃ) এর কার্টুন লেখার কারনে তা হলে আমি বল কথাটা সম্পুর্ন মিথ্যা কথা তাই যদি হইত তা হইলে আরো কয়েক দিন আগেই বন্ধ করা উছিৎ ছিল,আমাদের সরকারের এত ইমানের জোর আছে কিনা আমার সন্দেহ আছে,কিন্তু ফেসবুক বন্ধের প্রকৃত কারন হলো প্রধান মন্ত্রির কার্টুন ছাপানো নিয়ে যদিও পরে বলা হইছে নবী(সঃ),প্রধান মন্ত্রি এমনকি বিরোধী দলের নেত্রির কার্টুন ছাপানোর কারনে ফেসবুক বন্ধ করেছে কিন্তু আসল কথাটা আমরা সবাই জানি,পরের গুলা ফাঁকা আওয়াজ আগেরটাই ঠিক।
যারা ফেসবুক ইউজ করেন তাদেরকে শুধু এইটুকু বলব দয়া করে আপনারা অতি মাত্রায় ফেসবুক নির্ভর হইয়া যাইয়েন্না।বিজ্ঞান যেমন আমদের অনেক কিছু দিয়েছে আবার নিয়েছেও অনেক কিছু এই কথাটা আমাদের সবার মানতে হবে তাই বলব বিজ্ঞানের ভাল দিকটা গ্রহন করি খারাপ দিকটা নয়।

    হুম….আমি একমত আতাউর ভাইয়ের সাথে । তবে নিয়ম ভঙ্গ করলে শাস্তি হওয়া উচিত ।

    আমিও……………!!

    Level New

    অনেকে বলছে যে “”প্রধান মন্ত্রি এমনকি বিরোধী দলের নেত্রির কার্টুন ছাপানোর কারনে ফেসবুক বন্ধ করেছে”” মানলাম, কিন্তু মহানবীর কার্টুন ছাপানো হয়েছিল কিনা? উত্তর হ্যা . একজন খুনি ১টা খুন করুক আর দুইটা করুক , সে কিন্তু খুনিই ..
    একজন বলেছেন, বিজ্ঞানের ভাল দিকটা গ্রহন করি খারাপ দিকটা নয়। Google adsense এ নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করে দয়া হই . অথচ আমি বেশির ভাগ ভালই ছিলাম . গুগলে কেন আমার খারাপ দিক তা গ্রহণ করেছে, আমি ভালো করে যে উপার্জন করেছি, সেটা দেখেনা কেন. (উদাহরন মাত্র) ….

আমি শুধু জানি যে, “আল্লাহ বা ইসলাম নিয়া ব্যাঙ্গাতক কনো কিছু একজন ঈমান্দার মুসলমান মেনে নিতে পারে না” এতে করে তার জীবন দিতে ও সে প্রস্তুত।(এর ফলে জংগী রা ইসলাম এর আশ্রয় নিয়ে অনেক কিছু করে থাকে।)
ফেসবুক এ ইসলাম নিয়ে অনেক ব্যাঙ্গাতক চিত্র প্রকাশিত হচ্ছে এবং হয়েছে।তাই সবাই কে বলব একটু ভাল করে ভেবে দেখুন।

    Level 0

    ভাই ব্যাঙ্গাত্মক ছবি গুলা ইমেজ ফরমেটে দেওয়া হইছে এবং ইংরেজীতে ব্যঙ্গ করা হয়েছে । আসুন আজকে থেকে আমরা ছবি দেখা এবং ইংরেজী পরা থেকে নিজেদের বিরত রাখি।

    হা হা হাঃঃঃঃঃ আশিক ভাই জব্বর কমেন্ট করেছেন।

    Good Saying Ashiq vai…… 😀

বাক্যগুলোর মধ্যে চ্যাট করা, ছবি আপ করা আর বন্ধু তালিকা বাড়ানো ছাড়া কেউ অন্য কোন উত্তর দিতে পারে নাই।
এই বিষয়ে কিছু বলি। অনেকে আছে যারা পড়ালেখা বাদ দিয়ে সারা দিন ফেসবুক এ ব্যস্ত থাকে, ফেসবুক যাদের নেশার মত হয়ে গেছে, তাদের এ জায়গা থেকে সরে আসা উচিত।
ফেসবুকে নিয়ে যে হারে আলোচনা হচ্ছে এর সমপরিমানে যদি এই চাল নিয়ে হতো তাহলেও সাধারণ মানুষের জন্য অনেক উপকার হতো —-
চাল নিয়ে আলোচনা করে কোন লাভ নাই। টিভিতে কত ভুঁরি ভুঁরি টকশো দেখায়, কত জন কত কিছু বলে কিন্তু কোন লাভ হয় না, যেই লাউ সেই কদু।

“””পাকিস্তানের অনুকরণে’ বাংলাদেশ ফেসবুক ব্যান করেছে,”””,তাহলে কেউ যদি বলে পাকিস্তানের মত আমরা নামাজ পরছি তাহলে কি আমরা নামাজ পরা বন্ধ করে দিব?

ফেসবুক বন্ধ করছে রডিন নামের ছেলে যেই ব্যাজ্ঞাত্মক ছবি একেঁছে তার কারণে। পাকিস্তানের অনুকরণে নয়।
সবাই দেখি বার বার সরকারের Digital কথা তা তুলে আনে, এখানে Digital এর সাথে সম্পর্ক কি? —–
কথা ঠিক।যেকোন কিছু হইলেই ডিজিটাল ডিজিটাল করে, মনে হয় এই ডায়ালগটা অনেকের পছন্দ হইছে।

যদি ও আজকালকের মধ্যে চালু হবে তারপর ও বলব সরকার ভালো কাজ টি করেছিল
বন্ধ করে যদি আপনার মতে ভাল করে থাকে চালুর কি দরকার ?

    Level New

    “”””ফেসবুক বন্ধ করছে রডিন নামের ছেলে যেই ব্যাজ্ঞাত্মক ছবি একেঁছে তার কারণে। পাকিস্তানের অনুকরণে নয়।”””””
    —-তাহলে পাকিস্তানের কথা তা তুলে আনে কেন?

    “”””””বন্ধ করে যদি আপনার মতে ভাল করে থাকে চালুর কি দরকার ?”””””””
    —-চালু তো আমি করছি না, আপনারা যে অবস্থা শুরু করেছেন, সরকার তো চালু করে দিবেই দেখতেছি

সহমত।

ЯOBAYETH ভাই সরকারি দর্দ দেরিতে হল কেন?

    Level New

    দেখুন এখানে রাজনৈতিক কিছু নাই, সরকার যখন ব্যান্ডুইথ এর দাম কমায় তখন আমি সরকার কে সাপোর্ট করি

Support the Above your valuable tune…….
Support Government of Bangladesh……

শুনেন ভাই আমরা যারা দেশের বাহিরে আছি তাদের দেশের আত্মীয়সজন ও বন্ধুর সাথে যোগাযোগ এর বড় মাধম হলো এই Facebook এটা off হয়াতে আমরা যে কি অসুবিধা আছি এটা আপনি বুঝবেন কি ভাবে………………………………………

    Level New

    তাহলে আপনি বলছেন যোগাযোগের একমাত্র মাধ্যম ফেসবুক. আর কিছু নেই? আপনার মুখে মানায়না কথা টা, ফেসবুক ছাড়া কি কি আছে সেটা তো বাচ্চারা ও জানে . আপনি ও আর ও ভালো জানেন

    আমি হয়তো আপনার মতো জানি না…..আচ্ছা news জানার জন্য তো অনেক মধ্যাম আছে তাহলে news এর চ্যানাল গুলা off করে দিলে তো সমস্যা নেই…B…Z Newspaper তো আছে …আমি কি ঠিক বলাম ? শুনেন ভাই দুধ এর সাদ কি আর পানিতে মেটে ? দুধ এর সাদ শুধু দুধ দিয়ে মেটে

Level 0

ভাই একটা হিন্দিতে কথা আছে ” বান্দর কেয়া জানে আদরাদ কি সোয়াদ”. আমরা যে যার অবস্থান ব্যাখ্যা করছি এখানে। যেমনটি যার টাকা আছে তার কাছে টাকার মম নাই. আবার যার টাকা নাই তার কাছে টাকার মম কতটুকু এটা বলা মুসকিল। তাই ভাই যারা ফেসবুক ব্যবহার করে তাদের কাছে ফেসবুকের মূল্যে অনেক। আরা যারা ব্যবহার করে না, ওরা বুঝবে কি ফেসবুকের মম। ধন্যবাদ

    Level New

    ঠিক বলেছেন , আমাদের মৌলিক চাহিদার প্রধান ৩ টি হলে
    ১. ফেসবুক
    ২. অন্ন
    ৩. বস্ত্র

    ভাই আপনার যথেষ্ট সমস্যা আছে। আপনি কিসের সাথে কি বলবেন বুঝতে পারেন না। আশিক ভাই তো মৌলিক চাহিদার কথা বলেন নাই। আপনি এখানে মৌলিক চাহিদার কথা কেন টানলেন বুঝলাম না। মৌলিক না হলেও ফেইসবুক আমাদের চাহিদা সেখানে আপনার মত কিছু মানুষের কিছু আসে যায় কিনা তা আমাদের দেখার বিষয় না।

    Level New

    @সৌরভ, না, উনি বলেছেন,ফেসবুকের মূল্যে অনেক,,, তাই বললাম, আপনি বলেন, আসলেই কি মূল্যে অনেক,???

Level 0

আর আমাদের দেশে প্রধান ২ টা রাজনৈতিক বা দুনীতি নৈতিক জানি না, যাই হোক কেউ সমথন করবে কেউ করবে না। এটাই স্বাভাবিক

ফেসবুক বন্ধ হওয়ায় আমার খুব ভাল হইছে……………….ঘটনাটা বলি:
আমার এক সার কনাডা প্রবাসী…. একদিন ফেসবুকে তাকে ১টি Mathematical Solution জিগ্গাসা করি, তিনি সেটি আমাকে বুঝিয়ে দেন তারপর আমাকে কয়েকটি লিংক দেন, বলেন: “এগুলি মনযোগ দিয়ে পড়, তারপর এগুলির সলিউশন কর, এটা তেমার home work, নেক্সট চ্যটিং এ আমাকে submit করবা
—-
বলেন তো ……… ভাল হইছে না?

    Level New

    হাসিব ভাই, আপনি বলছেন আপনার আগে কেউ গনিত এ পাস করেনি?
    GTALK, Yahoo তে গিয়ে সরাসরি কথা বলতে পারতেন,
    কি আমি বুঝিনা, আপনারা টেকি টিউনার, কেমনে শুধু ফেসবুক নির্ভর হয়ে গেলেন .? সত্যিই আমি অবাক হলাম

    কথাটা ঘুরিয়ে না বুঝলে হতনা আপনার?

ভাই আমিও আপনার সাথে একমত । উপস্থাপন করার জন্য ধন্যবাদ ।

    Level New

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ,,,

আমি আপনার সাথে একমত ১০০.%। আমি এর আগে বহু বার ফেসবুক ব্যবহার নাক রারর জন্য মন্তব্য করেছিলাম
আসেল আমি টিউন করতে পাইরনা তা না হলো ফেসবুক এর ব্যপাএর টিউন করতাম

“আসুন এইডস এর মত ফেসবুকে আমরা না বিল না না না ”

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

সরকারকে সমর্থন করেন ভালো কাজে…………
সরকার এবং তার চেওলারা মিলে Vogues একটা সিদ্ধান্ত নিচলো
আর আপনি তাকে সমর্থন করলেন!!!!!!!!!!!!!!!!!!
আমি কোন রাজ-নৈতিক দল্কে দেখতে পারিনা…।

আর এই টিনের প্রয়োজনিয়তা বুঝলাম না

    Level New

    আমি তো আপনার কোনো কথায় বুঝলাম না, রাজ-নৈতিক এর কথা আসছে কেন?

    আমিও এই টিঊনের কোন উদ্দেশ্য খুজে পাচ্ছিনা।

    Level 0

    এবার নিশই বুঝতে পেরেছেন…দুষ্টু গোয়ালের চেয়ে শুন্য গোয়াল ভালো

    Level New

    @ LuckyFM,, উদ্দেশ্য হলো ফেসবুক নিয়ে যারা শুন্যে মাতামাতি করছেন, তাদের শিক্ষা দেয়া, এবং আমি সফল হয়েছি, বেশিরভাগ মানুষ আমাকে support করেছেন , তাই ধন্যবাদ সবাইকে . আমি সার্থক

Level New

ভাই আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে টিউনার ফেইসবুক বন্ধ হওয়ার পক্ষে বলছেন তিনি নিজেই ত এই বিষয়ে বেশি মাথা ঘামাচ্ছেন। এই হল আমাদের অবস্থা।

ভাই পরশুদিনতো দেখলাম আপনি প্রক্সি দিয়া ফেসবুক ইউজ করতাছেন! সরকারের ভাল দিকগুলো সাপোর্ট করেন খারাপ গুলো না। আমার জানামতে বাংলাদেশে ফেসবুক বন্ধ করার আগেই সেই পেজটি মুছে ফেলা হয়েছিল। তাহলে এইটা কোনধরনের অজুহাত হল। সরকারের কাছথেকে আমরা আরও ভাল অজুহাত আশা করি।

    Level New

    ====বাংলাদেশে ফেসবুক বন্ধ করার আগেই সেই পেজটি মুছে ফেলা হয়েছিল=======্
    কথা টি ভুল , কার কাছ থেকে জানলেন ?

    Level 0

    আমি নিজে দেখেছি………।
    অধ সমর্থন বনদ করুন

আমার একটা প্রশ্নের উত্তর কোনো ফেসবুক বিরোধী দিচ্ছেনা…..

ট্রাই করেন রুবায়েত ভাই,,

১. আচ্ছা ধর্মের অপব্যবহার করে তো জঙ্গিরা হাজার হাজার মানুষ মেরে ফেলছে। তাহলে কি ধর্মপালন নিষিদ্ধ করতে হবে ?

বি দ্রঃ আপনার যুক্তিগুলো খুবই দুর্বল। খন্ডিয়ে সময় নষ্ট করতে ইচ্ছে করছে না। তারপর ও সময় পেলে জানাবো। শুধু একটা কনসেপ্ট মাথায় ঢোকান যে ফেসবুক একটা প্লাটফর্ম/মাধ্যম মাত্র। এটাকে যে খারাপ কাজে ব্যবহার করবে শুধু সে ই দোষী হবে। ইংরেজীতে “F**K” বলে একটা গালি আছে। ধরেন একদিন কেউ যদি সরকারপ্রধানকে এই গালি দেয় তাহলে সরকারপ্রধান ইংরেজী ভাষাকে নিষিদ্ধ করতে পারেননা (if the country is BD then no law works here)। কারন এটা মাধ্যম মাত্র।

    Level New

    আমার টিউনে আপনার উত্তর আছে, আপনি খুঁজে পাচ্ছেননা মনে হই . .

    যুক্তিগুলো খুবই দুর্বল। খন্ডিয়ে সময় নষ্ট করতে ইচ্ছে করছে না, চাইলেও পারবেননা।

    সোজা কথা, ফেসবুক ওই লিঙ্ক গুলো তুলে নিলে ব্যান তুলে নিবে, আমি নিজেও চায় ফেসবুক ভাল ভাবে আসুক

ঢেঁকি স্বর্গে গিয়াও ধান ভানে এ রকম একটা কথা প্রবাদ আছে-
ফেসবুক এ মাতা বাংগালীরা ও মরার আগে আজরাঈলকে অনুরোধ করবে তার শেষ ইচ্ছা অনুযায়ী কবরে কম্পিউটার দিতে যাতে সবসময় শেষ অবস্থাটা জানাতে পারে।
তাতে সবারই মোটামোটি লাভ হবে কবরের ভয়াবহ পরিস্থিতির কথা সবাই জানতে পারবে।আল্লাহ দোজখে ও স্বর্গে ফেসবুকের ব্যবস্থা করিও।তাতে সবাই যার যার অবস্থানে থেকে শেষ অবস্থাটা জানাতে পারবে। সবাই কানেক্টেড থাকবে।

    Level 0

    🙂 🙂 🙂 :)…………………….:) 🙂

সরকার ঠিক করেছে . . .

ধিক্কার জানাই ফেসবুককে। সরকারকে ধন্যবাদ জানাই।
ইসলামের মত এত বড় একটা ধর্মের বিরুদ্ধে প্রচারণাটাকে কিভাবে মুসলিম বিশ্ব মেনে নেবে? যার একটুও মাত্র ঈমান আছে তার পক্ষেতো এরপর ফেসবুক গ্রহণ করা সম্ভব নই। মুসলিম হিসেবে আমার দায়িত্ব ফেসবুককে ধিক্কার জানানো। আমরা শুধু ইসলাম না, কোন ধর্মের অবমাননাকর প্রচারণাকে ঘৃণা করি।

Level 0

fb বন্ধের জন্য সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। এর পিছনে আমার যুক্তি হলো আমি জানি যে কেন এটা তারা বন্ধ করেছে। এরা ধর্মীয় কোন আনুভুতির কারনে এটা বন্ধ করেনি। এমন কি fb-এর কাছে যে অভিযোগ করা হয়েছে সেখানে বলা হইছে যে _ _ _ -এর ব্যঙ্গ ছবি যাতে fb-দ্রুত delete করে দেয় তাহলেই BD-তে FB খুলে দেয়া হবে। অনেকে fb game developer-দের কথা বলছে। আমি বলি আমি নিজে একজন fb game developer কিন্তু fb বন্ধ হওয়াতে আমার কোন খারাপ লাগেনাই। আসলে আমাদের স্কুল পড়ুয়া ছোট ছেলে মেয়েদের কথা ভেবে আমার খারাপ লাগে নাই যারা ঘন্টার পর ঘন্টার fb game খেলে সময় নষ্ট করে। ভাবতে অবাক লাগে সরকার কি ছবির জন্য নাকি fb off করছে। এটা যদি স্কুল পড়ুয়া ছোট ছেলে মেয়েদের কথা ভেবে বন্ধ হইতো তাও একটা গর্ব করার মত ঘটনা হইত। ধর্মের কথা না হয় বাদই দিলাম। আর যারা fb game developer developer করে মরতাছেন তাদের বলি আপনে programming related কাজ জানলে সব কাজই পারবেন (programming) আর যদি fb game develope করতে জানেন তো তাহলে fb বন্ধ হইলে আপনে চিল্লাবেন এটাই স্বভাবিক। শুনলাম কিছু কিছু মানুষ নাকি fb খোলার জন্য মিছিল মিটিং করতাছে। আমার মনে হয় ওরা fb-কে বিয়ে করছে না হলে নিজেরা বিয়ে বসেছে যে fb ছাড়া চলেনা। আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে হলেও fb close রাখা উচিত। Bad Boy

আমি writer কে জোরালোভাবে সমর্থন করি। তিনি ফেসবুকের প্রত্যেকটি খারাপ দিককে উল্লেখ করেছেন। যারা আজকে ফেসবুকের প্রয়োজনীয়তা নিয়ে গলা ফাটাচ্ছেন তারা হয়তো জানেন না যে, ফেসবুকের স্রষ্টা পশ্চিমা বিশ্বই আজ ফেসবুক বর্জন করার পক্ষপাতী। ফেসবুককে বলা হচ্ছে আধুনিক পশ্চিমা বিশ্বের নিজেদেরই সৃষ্টি প্রযুক্তির অভিশাপ। এক জরিপে দেখা গেছে যে আমেরিকান ও অষ্ট্রেলিয়ান স্টূডেন্টরা যতটা সময় পড়াশোনা (ক্লাশ + হোমওয়ার্ক) করে তার চাইতে বেশী সময় ধরে ফেসবুক ইউজ করে। আমার কোন সন্দেহ নেই যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বেশির ভাগ স্টুডেন্টরাও তাই করে। এখন অনেক দেশেই অফিসের কর্মচারীদের ফেসবুক ইউজ করা নিষিদ্ধ। ধরা পড়লে চাকরি নট। ইংল্যান্ডে অনেক এমপ্লয়ার জবের টার্মস অ্যান্ড কন্ডিশনে ফেসবুক রেষ্ট্রিকশন উল্লেখ করছেন।
অনেকে ফেসবুকের প্রয়োজনীয়তায় বলেছেন যোগাযোগ করার কথা, আমি বলি, সেটা কি মেইল, মেসেঞ্জারে করা সম্ভব না? কেউ বলেছেন সলুশন/ নোটের কথা সেটা কি মেইল বা মেইলের এটাচমেন্ট এ পাওয়া সম্ভব না? আপনি প্রয়োজনীয় টিউটোরিয়ালের জন্য ইউটিউব ইউজ করুন। এমন কোন বিষয় নেই যেটার টিউটোরিয়াল ইউটিউবে নেই। বছর খানেক আগে টিভিতে দেখেছিলাম, কোন এক প্রাইভেট ভার্সিটির ছাত্র সাক্ষাৎকারে বলল যে সে একটানা ১২-১৬ ঘন্টা ফেসবুক ইউজ করতে পারে। এখন চিন্তা করুন ফেসবুক কিভাবে সম্ভাবনাময় তরুন সমাজকে টাইম ওয়েষ্টিং অ্যাডিকশনের দিকে নিয়ে যাচ্ছে। প্রবাসীরা তাদের আত্মীয়-স্বজনদের সাথে রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য ইয়াহু মেসেঞ্জার, গুগল টক এবং অফ লাইন কমিউনিকেশনের জন্য মেইল সার্ভিস ইউজ করতে পারেন। ফটো শেয়ার করতে চান তবে ফ্লিকার ইউজ করুন, ভাগ্য ভাল হলে ভাল ছবির জন্যে খ্যাতিও পেয়ে জেতে পারেন। আর যদি আপনি যোগাযোগ করার ছুতোয় flirt করতে চান তবে ফেসবুক কেন? হাজারটা flirting site আছে না? তাই সরকার কোন ইস্যুতে ফেসবুক বন্ধ করল সেটা বড় কথা না এটা আসলেই বন্ধ হওয়া উচিৎ। কারন এটা মাদকের মতই ভয়ংকর। আর একটা দিক খেয়াল করুন সিগারেট বা মাদক, এর গ্রহণকারীর কাছে সবসময়ই প্রয়োজনীয় যদিও এটি সবসময়ই খারাপ। So Facebook has no goodside except the bad side like Smoking and Drug.

    Level 0

    আমার একটা আবদার …।না ওটা আমি টুন আকারে করব

কিসের সাথে কি, পান্তা ভাতে ঘি!!!

ভাই আপনি নামাজ এর সাথে ফেইসবুকের তুলনা কেন করলেন বুঝলামনা। পাকিস্তান নামাজ পড়া শুরু করার পর আমরা কি নামাজ পড়া শুরু করেছি??? নাকি মুসলমান হিসেবে আমাদের কর্তব্য তাই আমরা নামাজ পরছি??? একটু ভেবে দেখবেন। বাংলাদেশ পাকিস্তানকে অনুসরন করলো এইটা বলার কারণ হল পাকিস্তান ফেইসবুক বন্ধ করার পরই বাংলাদেশ ফেইসবুক বন্ধ করলো। এইটা হয় আপনার কাছে কোন ছোট ইস্যু মনে হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক কয়েকটি পত্রিকায় ব্যাপারটি এভাবেই ছাপা হয়েছে। বাংলাদেশ পাকিস্তানকে অনুসরণ করলো। এইটা কি আমাদের জন্য লজ্জার ব্যাপার নয়???????

    Level New

    লজ্জার কি আছে বলুন? দুই দেশ ই মুসলিম দেশ , তাই কাজে কর্মে অনেক কিছু মিলবে.,,,,, কে কি বলে আমাদের দেখার বিষয় নয়, মুসলিম রা কুরবানী করলে নাকি ডেনমার্ক এর লোকেরা বলে নাকি আমরা পশু হত্যা করছি, তাই বলে কুরবানী করা বন্ধ করে দিব,?
    ভাই, লোকেরা অনেক কিছু বলবে , তাই আন্তর্জাতিক কয়েকটি পত্রিকার কথা বাড দেন।

    Level 0

    @সৌরভ : বাংলাদেশ পাকিস্তানকে অনুসরণ করলো। এইটা কি আমাদের জন্য লজ্জার ব্যাপার নয়???????””” কেন এটাতে লজ্জার কি আছে? ভালো কেন কিছুর অনুকরন করলে লজ্জা থাকবে কেন?? এইটা তো এমন না যে পাকিস্তান ২টা porn site খুলছে তা দেখে BD ও ২ টা খুলছে।