পৃথিবীর প্রথম রিয়াল টাইম রেডিও সার্চ ইঞ্জিন তৈরি করেছেন মাইকেল রবার্টসন । পৃথিবীর ১০০০টি রেডিও স্টেশন রিয়েল টাইমে ইনডেক্স করা হয় এবং আপনি সার্চ করতে পারবেন এবং জনপ্রিয় শিল্পীদের গান শুনতে পারবেন । এটা পৃথিবীর প্রথম এমন একটি রেডিও সার্চ ইঞ্জিন যাতে আপনি যেকোনো গান বা শিল্পীর গান কোন স্টেশনে চলছে তা বের করতে পারবেন । ধরুন আপনি তপুর বা জাস্টিন বিবারের গান কোন রেডিওতে বর্তমানে বাজছে জানতে চাচ্ছেন তা এতে সার্চ করে তা পেয়ে যাবেন । তখন অনলাইন রেডিওর মাধ্যমে তখন তার গান শুনলেন । একটি ওয়েব প্লেয়ার আছে এতে যা প্রথমবারের মত কাছাকাছি রেডিওর সাথে যুক্ত হয়ে গান শুনতে সাহায্য করে । এটি এখন বেটা পর্যায়ে আছে । ঠিকানা : radiosearchengine.com
ব্যবহার:
radiosearchengine.com - লোকাল স্টেশন থেকে গান বাজাতে পারে, জনপ্রিয় শো এবং গান লোকেট করতে পারে ।
radiosearchengine.com/search/metalica-এই লিংক দিয়ে আপনি কোন কোন রেডিওতে বর্তমানে মেটালিকার গান সম্প্রচার করা হচ্ছে তা জানতে পারবেন ।
প্রত্যেকটি জনপ্রিয় গান কয়েকটা ক্লিকের দূরত্বে মাত্র । চার্টের মাধ্যমে সবচেয়ে বেশিবার শোনা গানগুলো লিস্ট করে রাখা হয় ।হাজার হাজার ইন্টারনেট রেডিও স্টেশন প্রতি ৩-৫ সেকেন্ডে স্ক্যান করা হয় বর্তমানে কোন গানটি বাজছে তা জানার জন্য ।এর ইনডেক্স ব্যবহার করে বর্তমান সময়ে কোন রেডিওতে কি গান বাজছে তার একটি লাইব্রেরীর মত করে রাখা হয় যা সার্চ করা যা । গান, শিল্পী, স্টেশনের নাম, জেনার, টক শো ইত্যাদির জন্য সার্চ করতে পারবেন ।
আমি মোঃ রানা মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরিসংখ্যান নিয়ে পড়ছি সাস্টে ।
মিয়া আগে নিজে ঠিকহন নিজেরটা নিজেঅই দেখেন ঠিকআছে কি ?