দেশে সরকারী ভাবে চালু হয়েছে মানি অর্ডারের নতুন সার্ভিস… এবার মূহুর্তেই টাকা পৌঁছে যাবে আপনার প্রিয় জনের নিকট।।।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

/MobilePhone_MoneyTransaction

মে মাসের প্রথম সাপ্তাহ থেকে দেশে বাংলালিংকের সহযোগিতায় সরকারি উদ্যোগে প্রথমবারের মত চালু হয়েছে ইলেকট্রনিক ও মোবাইল ফোন ভিত্তিক মানি অর্ডার সার্ভিস EMO। আর এ সার্ভিসের ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছে নিদিষ্ট কিছু পোষ্টঅফিসকে। এখন আপনি দেশ থেকে দেশের যে কোন প্রান্তে মূহুর্তেই টাকা পাঠাতে পারবেন। এ সেবা গ্রহন করে টাকা পাঠাতে চান তাহলে প্রথমে আপনি পোস্ট অফিসে গিয়ে নিদিষ্ট ফরম পূরন করে টাকা জমা দিতে হবে প্ররক’কে প্রদানের লক্ষে। তারপর আপনাকে একটি গোপন পিন নাম্বার দেয়া হবে। যাকে আপনি টাকা প্রেরন করবেন সেই গোপন পিন নাম্বার টি তাকে জানিয়ে দিন। প্রাপক উক্ত গোপন নাম্বার’টি পোস্টঅফিসে গিয়ে দেখলেই প্রাপক টাকা পেয়ে যাবে।

সার্ভিস চার্জ হিসেবে প্রথম ১,০০০ টাকার জন্য প্রেরক’কে ২৭ টাকা চার্জ দিতে হবে। এরপর প্রতি হাজারে ১০ টাকা করে সার্ভিস চার্জ যুক্ত হবে। সবোর্চ্চ আপনি ১০,০০০ টাকা পাঠাতে পারবেন। শুরুতেই দেশের ১০৪ টি পোস্ট অফিসকে যুক্ত করা হয়েছে এ সেবায়। ক্রমান্বয়ে আরও শতাধিক পোস্টঅফিস যোগ হবে।

এদিকে বাংলাদেশ ডাকঘর ২০০০ সালের ১৬ আগস্ট থেকে চালু করে ইলেকট্রনিক মেইল সার্ভিস। যাকে সংক্ষেপে বলা হয় 'ই-পোস্ট'। দেশের প্রতিটি ডাকঘরের মাধ্যমে টাকা আদান-প্রদান এবং স্থির ছবি ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য মুলত এই সার্ভিসটি চালু করা হয়। ইন্টারনেট চালুর প্রথমদিকে দেশের অধিকাংশ মানুষই তথ্য আদান-প্রদানে ইমেইল সুবিধা ব্যবহার করতে পারত না। ফলে এই সেবাটি ততটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। বর্তমানে দেশের ১৬টি প্রধান ডাকঘরের মাধ্যমে ই-পোস্ট সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এগুলো হচ্ছে ঢাকা জিপিও, চট্রগ্রাম জিপিও, এছাড়া সিলেট প্রধান ডাকঘর, মৌলভীবাজার প্রধান ডাকঘর, ফেনী প্রধান ডাকঘর, কুমিল্লা প্রধান ডাকঘর, নোয়াখালী প্রধান ডাকঘর, ময়মনসিংহ প্রধান ডাকঘর, যশোর প্রধান ডাকঘর, কুষ্টিয়া প্রধান ডাকঘর, বরিশাল প্রধান ডাকঘর, বগুড়া এবং সিরাজগঞ্জ প্রধান ডাকঘর এবং ঢাকা বিমানবন্দর ডাকঘর।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুদিন যাবত বাংলালিংকের বিজ্ঞাপনে দেখছিলাম খবরটা আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে পেরে উপকৃত হলাম,ধন্যবাদ আপনাকে তথ্যটি শেয়ার করার জন্য।

হুম ভাল খবর !!! 😀 ধন্যবাদ নাবিল ভাই ।

সিস্টেম ভালই করেছে বাংলালিংক। ধন্যবাদ এই মিডিয়াতে জানানর জন্য।

ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য।

Thanks for give me this information .