আস-সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রেখে যাওয়া হাদিস গুলোর মধ্যে পোস্ট লেখা পর্যন্ত ৩৪০২ টি হাদিসকে ২১৬ টি বিভাগে সাজাতে সক্ষম হয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি সবগুলো হাদিসকে বিভাগে সাজাতে। আশা করছি খুব দ্রুত তা শেষ হবে। যা আপনাদের সবার কাজে লাগবে। এবং অনেক অনেক সহজেই হাদিসগুলো পড়তে পারবেন বিভাগ অনুযায়ী।
http://www.hadis.sinhatalk.com
http://www.facebook.com/hadisbycat
সেই সাথে হাদিসগুলোকে যাতে সুন্দর দেখা যায় এজন্য ডিজাইনেও ব্যাপক পরিবর্তন করা হয়েছে।
আপনারা আমাদের সাহায্য করতে পারেন। এই সাইট ভিসিট করতে আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন।হাদিস পড়ার সময় যদি মনে হয় যে এটি অন্য একটি বিভাগে হওয়া উচিত ছিল তাহলে মন্তব্য করে আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ http://www.facebook.com/hadisbycat এখানেও আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। উপরের ছবিটি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। সর্বোপরি একটি কথা হচ্ছে যে আমাদের কোন স্পন্সর নেই। এবং কোনক্রমেই আমরা স্পন্সর সংগ্রহ করব না। তাই এর পাবলিছিটিতে আপনারা অবশ্যই আমাদের সাহায্য করবেন। আপনি যদি এই সাইটের লিঙ্ক যদি আপনার কোন বন্ধুকে দেন আর সে যদি এই হাদিসগুলো পড়ে হাদিস মোতাবেক চলার চেষ্টা করে তবে সে যতটুকু সোয়াব পাবে আপনিও ততটুকু সোয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই আমরা আশা করছি আপনারা প্রত্যেকেই "বিভাগে সাজানো হাদিস" পাবলিছিটিতে সাহায্য করবেন।
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ingsa allah try korbo parla apnara aiter setup file toiri kore publicity korta paren