বন্ধুরা সবাইকে সালাম ও ঈদের শুভেচ্ছা।
আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন লিখতে বসি না। আজ ছোট্ট একটা বিষয় শেয়ার করার জন্য এখানে বসলাম।
আপনারা যারা অনলাইনে আন্তর্জাতিক মানের কোর্স আর সার্টিফিকেট পেতে চান তাদের জন্যই এই পোস্ট।
যারা ওয়েবে HTML5, সাইবার সিকিউরিটি কিংবা ডিজাইনের বেসিক কোর্স করতে চান তারা ট্রাই করে দেখতে পারেন।আই-ভার্সিটি নামে জার্মানভিত্তিক একটি সংস্থা পৃথিবীজুড়ে তরুণ-তরুণীদের জন্য এই কোর্স চালু করেছে। এগুলো জিআইজেড এবং ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাহায্যপুষ্ট।
যারা কোর্সগুলো করতে চান তারা এই লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।
http://goo.gl/sZku9p (ডিজাইনের বেসিক কোর্স)
http://goo.gl/bFAyHx (সাইবার সিকিউরিটি কোর্স)
http://goo.gl/HV4nfV (মোবাইল এইচটিএম৫ অ্যাপ্স)
এ ছাড়াও আরও অনেক কোর্স রয়েছে। আপনারা এগুলো ভিজিট করে দেখতে পারেন। যার যা ভালো লাগে করে নিন। ইউরোপিয়ান সার্টিফিকেট আর শিক্ষা কিছু ফ্রি পেলে খারাপ কি!
আপনারা যারা বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্স করতে চান তাদের জন্য এই লিঙ্কগুলো দেওয়া হলো। এগুলো সম্পূর্ণ ফেলোশিপসহ ইউরোপিয়ান কোর্স পুরোপুরি ফ্রি!
http://goo.gl/yt19F1 (ফিউচার অব স্টোরি টেলিং/ যারা সাংবাদিকতায় আছেন বা সাংবাদিক হতে চান তাদের কাজে লাগতে পারে)
http://goo.gl/OUlrXZ (ইউরোপিয়ান গ্লোবাল গভর্ননেন্স স্টাডিজ)
http://goo.gl/QpkoZw (উচ্চতর ম্যাখেমেটিক্স)
http://goo.gl/lAEKTP (সোশ্যাল এন্টারপ্রেনারশিপ)
http://goo.gl/uZ3kuy (ডিএনএ স্ট্রাকটার টু থেরাপি)
http://goo.gl/gPoCCm (ওয়েব ইঞ্জিনিয়ারিং)
http://goo.gl/1J6dGi (পলিটিক্যাল ফিলোসফি)
পোস্টটি ভালো লাগলে আমার এই সাইটটি একটু ভিজিট করার অনুরোধ রইলো।
আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...
Good