ফেসবুকে থাকছে না মাফিয়া ওয়ার, ফার্ম ভিল, ক্যাফে ওয়ার্ল্ড

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ফার্মভিল, ক্যাফে ওয়ার্ল্ড এবং মাফিয়া ওয়ারস-এর মতো জনপ্রিয় সোশ্যাল গেমগুলো ফেসবুক থেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে গেমগুলোর নির্মাতা প্রতিষ্ঠান জিংগা। জানা গেছে, ফেসবুক থেকে সরিয়ে জিংগা নতুন একটি সোশ্যাল গেম সাইট খুলবে, আর সেখানেই যুক্ত হবে এই গেমগুলো। খবর টেকক্রাঞ্চ-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ফেসবুক গেম ডেভেলপারদেরকে একরকম জোর করেই ফেসবুক ক্রেডিট বা ফেসবুকের টাকা ব্যবহার করতে বলে। আবার এভাবে যে লেনদেন হয় তার শতকরা ৩০ ভাগ নিজেই ফি হিসেবে কেটে রাখে ফেসবুক। গেম নির্মাতা জিংগার সঙ্গে ফেসবুকের বিরোধ অর্থের এ বখরা নিয়েই। জানা গেছে, এ কারণে নিজেই সোশ্যাল গেম সাইট খুলে বসার চিন্তাভাবনা করছে জিংগা।

সংবাদমাধ্যমটি তাদের কলামে মন্তব্য করেছে, ‘ফেসবুক জিংগার উপর যথেষ্টই নির্ভরশীল। কারণ, প্রতিদিন ফেসবুকে আসা ট্রাফিকের বিশাল অংশ জিংগার এসব গেম খেলে। ২০০৯ সালের ডিসেম্বরেই প্রতিদিন ২৬ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী ফার্মভিল গেমটি খেলেছিলেন বলে জানা যায়। ফেসবুক যেমন জিংগার ওপর নির্ভর করে অন্যদিকে জিংগার গেমও প্রাথমিক প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকের ওপর নির্ভরশীল। তাই এ জুটির ছাড়াছাড়ি সহজে সম্ভব নয় বলেই সংবাদমাধ্যমটি মন্তব্য করেছে।

এ বিবাদ নিয়ে টেকক্রাঞ্চ মন্তব্য করেছে, ফার্মভিল গেমটি ফেসবুক থেকে সরানো হলে ফল খুব একটা ভালো নাও হতে পারে। টেকক্রাঞ্চ-এর মতে, এটি ‘আত্মহত্যার মতো’ একটি ঘটনা হতে পারে। কারণ, ফেসবুক ছাড়া ফার্মভিল এককভাবে তেমন জনপ্রিয়তা পাবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ফেসবুকের যতোখানি ফার্মভিল গেমটি প্রয়োজন তার চেয়ে ফার্মভিলেরই বেশি দরকার ফেসবুকের মতো রেডিমেড বাজার।

তথ্য সূত্রঃ বিডি নিউজ

Level 0

আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাহ্‌ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম্‌ , ভাল লাগলো। ধন্যবাদ

খবর টা শেয়ার করার জন্য ধন্যবাদ ।

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

ফেসবুক ছাড়া এসব Gameগুলো জনপ্রিয়তা হারাবে।

ধন্যবাদ , শেয়ার করার জন্য ।